মঙ্গলকোট, 29 মার্চ : মঙ্গলকোট ৷ জায়গাটার নাম যতবার উঠে এসেছে, ততবার উঠে এসেছে মানস ভুঁইঞার নাম ৷
2009 সাল ৷ ধানখেত দিয়ে ধুতি তুলে প্রাণপণ ছুটে যাচ্ছেন মানস ভুঁইঞা ৷ পিছনে তাড়া করছেন সিপিএম কর্মীরা ৷ ধান্যরুখি গ্রামে সিপিএম আতঙ্কে ঘরছাড়া কংগ্রেস কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মানস ৷ সেখান থেকে সিপিএমের তাড়া ৷ আর গাড়ি দাঁড় করিয়ে ধানখেতের আলপথ দিয়ে প্রাণ বাঁচাতে দৌড় শুরু করেন ৷
সেদিনের ঘটনার পর কেটে গিয়েছে এক দশকেরও বেশি সময় ৷ মাঝে বহু জল বয়ে গিয়েছে দামোদরের বুক দিয়ে ৷ পালাবদল হয়েছে ৷ অবসান হয়েছে চৌত্রিশ বছরের বাম শাসনের ৷ ক্ষমতায় এসেছে মমতার মা-মাটি-মানুষ ৷
![পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-bwn-special-01-kemonachemongalkote-7204528_28032021143651_2803f_1616922411_166.jpg)
বাংলার রাজনীতিতে বারবার উঠে এসেছে মঙ্গলকোটের নাম ৷ একসময় সিপিএমের দুর্গ ছিল এই এলাকা ৷ বিরোধীরা টুঁ শব্দ করতে পারত না এখানে ৷ এগারো সালের সবুজ ঝড়ও ফিকে করতে পারেনি মঙ্গলকোটের লাল রংকে ৷ সেইবার সিপিএম পেয়েছিল 81316 টি ভোট ৷ তৃণমূল পেয়েছিল 81190 টি ভোট ৷ তখন অবশ্য তৃণমূলের পাশে ছিল কংগ্রেস ৷
সেই জোট অবশ্য বেশি দিন টেকেনি ৷ পরের ভোট আসার আগেই অভিযোগ আসতে শুরু করে কংগ্রেসের থেকে ৷ বিগত পাঁচ বছরে তৃণমূলের অত্যাচার নাকি সিপিএমের রক্তচক্ষুকেও ছাপিয়ে গিয়েছে ৷ স্বাভাবিকভাবেই জোট ভাঙে ৷ 2016 সালে একাই লড়ল তৃণমূল ৷ প্রথম বার মঙ্গলকোটের দখল নিল জোড়াফুলের পতাকা ৷ 89812 টি ভোট পেয়েছিল তৃণমূল ৷ সিপিএম পেয়েছিল 77938 টি ভোট ৷ ক্ষমতা বাড়িয়ে বিজেপি পেয়েছিল 20780 টি ভোট ৷
![পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-bwn-special-01-kemonachemongalkote-7204528_28032021143651_2803f_1616922411_827.jpg)
আরও পড়ুন : কেমন আছে নানুর ? খোঁজ নিল ইটিভি ভারত
ফেলে আসা বছরগুলিতে বারবার রাজনৈতিক হিংসার সাক্ষী থেকেছে মঙ্গলকোট ৷ আগুন জ্বলেছে ৷ গাড়ি পুড়েছে ৷ রক্ত ঝরেছে ৷ আগে এখানে মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে ৷ মঙ্গলকোটের আকাশে-বাতাসে আগে ছিল শুধুই বারুদের পোড়া গন্ধ ৷ ছিল পুলিশের ভারী বুটের আওয়াজ ৷ পরিস্থিতি এমনই ছিল মানুষ দিনে দুপুরে বাজার করতে ভয় পেত ৷ মাঠে গিয়ে চাষিরা চাষের ফসল কী করে বাড়ি নিয়ে ফিরবে সেই ভয়ে ভীত ছিলেন ৷ ছেলেমেয়েরা টিউশন যেত না । আর বিকেল হলেই যে যার বাড়ি ঢুকে পড়ত ।
কিন্তু এখন সময় বদলেছে ৷ সেই আতঙ্কের পরিবেশটা আর নেই ৷ নেই পুলিশের আনাগোনা ৷ মানুষজন রাস্তায় বেরোচ্ছেন ৷ মাঠে যাচ্ছেন ৷ সরকার পরিবর্তনের পরে সেই পরিস্থিতির বদল হয়েছে এমনটাই বলছেন পথচলতি মানুষজন । তাঁদের মধ্যে এখন আর ভয়ের পরিবেশ নেই। অন্তত তাঁরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন ।
চাষি কানাই মাঝি তাঁর বাবার সঙ্গে মঙ্গলকোটের খেরুর গ্রামের মাঠে গাড়িতে ধান বোঝাই করছিলেন । তিনি বলেন, এখন পরিস্থিতি অনেক ভাল । আগে মাঠে যেতে হলেই ভয় লাগত । কিন্তু দিনে দিনে পরিবেশ ভালো হচ্ছে ।
আরও পড়ুন : এক দশকের সবুজ গড় ধরে রাখতে মরিয়া তৃণমূল, ত্রিমুখী লড়াই রায়দিঘিতে
গ্রামবাসী লাল্টু শেখ বলেন , মঙ্গলকোটের ধান্যরুখি , বক্সিনগর সহ বিভিন্ন এলাকা দিনের পর দিন উত্তপ্ত ছিল । দিনদুপুরে চলত বোমাবাজি, খুনের ঘটনা । বাতাসে ভাসত বারুদের গন্ধ । পালাবদলের পর এখন তাঁরা অনেকটাই ভাল আছেন বলে জানাচ্ছেন ৷
![পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-bwn-special-01-kemonachemongalkote-7204528_28032021143651_2803f_1616922411_441.jpg)
তবে মঙ্গলকোটের মাটিতে হালকা হালকা গেরুয়া হাওয়া ঢুকতে শুরু করেছে উনিশ সালের লোকসভা ভোটের সময় থেকে ৷ 2019 সালের লোকসভা ভোটের নিরিখে মঙ্গলকোট থেকে তৃণমূল পেয়েছিল 105397 টি ভোট ৷ একলাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি ৷ পেয়েছিল 76170 টি ভোট ৷ সিপিএমের ঝুলিতে সর্বসাকুল্যে 13211 টি ভোট ৷
দেখতে দেখতে শিয়রে আরও একটা ভোট ৷ বাংলায় এবার মূল লড়াইটা তৃণমূল বনাম বিজেপির ৷ তবে লড়াইয়ে রয়েছে বামেরাও ৷ এখন দেখার মঙ্গলকোটের মানুষ শেষ পর্যন্ত কাদের উপর ভরসা রাখে ৷