ETV Bharat / state

বর্ধমানে বিজেপি নেতার গ্রেফতারের দাবিতে তৃণমূল প্রার্থী-নেতা কর্মীদের বিক্ষোভ - বিজেপি নেতা খোকন সেন

রাতভর থানার সামনে বিক্ষোভ তৃণমূল প্রার্থী খোকন দাসের ৷ বিজেপি নেতা খোকন সেনের গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি ৷

বিজেপি নেতার গ্রেফতারের দাবিতে বর্ধমানে তৃণমূল প্রার্থী-নেতা কর্মীদের বিক্ষোভ
বিজেপি নেতার গ্রেফতারের দাবিতে বর্ধমানে তৃণমূল প্রার্থী-নেতা কর্মীদের বিক্ষোভ
author img

By

Published : Apr 18, 2021, 1:03 PM IST

বর্ধমান, 18 এপ্রিল : পঞ্চম দফার ভোটের দিন সকাল থেকেই বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র উত্তপ্ত ছিল ৷ ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীন হাতাহাতি, বচসা থেকে শুরু করে রক্ত ঝরা, মাথা ফাটা কোনও কিছুই বাদ পড়েনি ৷ এমন কী ভোটগ্রহণ পর্ব শেষ হলেও মেটেনি ঝামেলা ৷ বিক্ষিপ্তভাবে সারা দিন ধরে চলেছে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ গতরাতে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ দোষীদের গ্রেফতারের দাবিতে বর্ধমান থানা ঘেরাও বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল প্রার্থী সহ অন্যান্য নেতা কর্মীরা ৷ বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বর্ধমান পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷

আরও পড়ুন : করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য বিজেপি-কমিশনকে দুষলেন মমতা

জানা গেছে, গতকাল বিকেলে বর্ধমান পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের 94 নম্বর বুথে বিজেপি কর্মীদের উপর মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ তারপর থেকেই আর এক দফায় উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা ৷ পাল্টা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওই স্থানের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাস ৷ খবর দেওয়া হয় থানায় ৷

তৃণমূল প্রার্থীর অভিযোগ, বিজেপি নেতা খোকন সেনের নেতৃত্বে তাদের পার্টি অফিসে দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে ৷ পুলিশকে অভিযোগ দায়ের করা হলেও কোনও ব্যবস্থা নেয়নি ৷ তাই দলীয় কর্মীদের নিয়ে থানার সামনে অবস্থানে বসেন খোকন দাস ৷ তাঁদের দাবি, অবিলম্বে খোকন সেনকে গ্রেফতার করা হোক ৷ আজ দুপুরের মধ্যে খোকন সেনকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তৃণমূল প্রার্থী সহ নেতা-কর্মীরা ৷

বর্ধমান, 18 এপ্রিল : পঞ্চম দফার ভোটের দিন সকাল থেকেই বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র উত্তপ্ত ছিল ৷ ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীন হাতাহাতি, বচসা থেকে শুরু করে রক্ত ঝরা, মাথা ফাটা কোনও কিছুই বাদ পড়েনি ৷ এমন কী ভোটগ্রহণ পর্ব শেষ হলেও মেটেনি ঝামেলা ৷ বিক্ষিপ্তভাবে সারা দিন ধরে চলেছে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ গতরাতে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ দোষীদের গ্রেফতারের দাবিতে বর্ধমান থানা ঘেরাও বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল প্রার্থী সহ অন্যান্য নেতা কর্মীরা ৷ বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বর্ধমান পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷

আরও পড়ুন : করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য বিজেপি-কমিশনকে দুষলেন মমতা

জানা গেছে, গতকাল বিকেলে বর্ধমান পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের 94 নম্বর বুথে বিজেপি কর্মীদের উপর মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ তারপর থেকেই আর এক দফায় উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা ৷ পাল্টা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওই স্থানের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাস ৷ খবর দেওয়া হয় থানায় ৷

তৃণমূল প্রার্থীর অভিযোগ, বিজেপি নেতা খোকন সেনের নেতৃত্বে তাদের পার্টি অফিসে দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে ৷ পুলিশকে অভিযোগ দায়ের করা হলেও কোনও ব্যবস্থা নেয়নি ৷ তাই দলীয় কর্মীদের নিয়ে থানার সামনে অবস্থানে বসেন খোকন দাস ৷ তাঁদের দাবি, অবিলম্বে খোকন সেনকে গ্রেফতার করা হোক ৷ আজ দুপুরের মধ্যে খোকন সেনকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তৃণমূল প্রার্থী সহ নেতা-কর্মীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.