দুর্গাপুর, 22 মার্চ : ঠ্যাং ভাঙা মমতাকে ডজ করে পকাপক গোল দেব ৷ প্রচারে এসে বললেন গলসির বিজেপি প্রার্থী তপন বাগদি । কাঁকসায় প্রচারে এসে তিনি বলেন, "খেলা হবে ৷ আর আমরা খেলার জন্য একেবারে প্রস্তুত ।"
নন্দীগ্রামে নির্বাচনের প্রচারে গিয়ে আহত হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও এই ভোটের সময় ঘরে বসে থাকেননি তিনি ৷ পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হুইলচেয়ারে বসেই জোরকদমে প্রচার সারছেন তৃণমূল নেত্রী ৷ একদিনে দুটো তিনটে জায়গায় প্রচার করছেন ৷ ভাঙা পায়েই নির্বাচনে বিজেপিকে গোল দেওয়ার কথা বলছেন ৷ প্রচারে বেরিয়ে সেই মমতাকে নিশানা করলেন গলসির বিজেপি প্রার্থী ৷ তিনি বলেছেন, "আমরা খেলার জন্য প্রস্তুত ৷ বিজেপির খেলায় গোলকিপার হলেন নরেন্দ্র মোদি ৷ ডিফেন্স হলেন অমিত শাহ ৷ আর এক ডিফেন্সে আছেন দিলীপ ঘোষ ৷ বল যদি ঠিক ঠাক পায়ে আসে তাহলে ওই ঠ্যাং ভাঙা মমতাকে ডজ করে পকাপক গোল দেব ।"
আরও পড়ুন : হরে কৃষ্ণ হরে হরে , বিজেপি ঘরে ঘরে স্লোগানে তুলে প্রচার গলসি কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন বাগদি
কাঁকসার সিংপাড়ায় বিজেপির কাঁকসা 2 নম্বর মণ্ডলের পক্ষ থেকে বিজেপির গলসি বিধানসভার প্রার্থীর সমর্থনে পথ সভা অনুষ্ঠিত হয় । সভায় যোগ দেন গলসির বিজেপি প্রার্থী তপন বাগদি ৷ জেতার বিষয়ে আশাবাদী তপন বলেন, আসন্ন নির্বাচনে মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে । তাঁর আশা, এবারের নির্বাচনে অন্তত 30 থেকে 40 হাজার ভোটে তিনি জিতবেন ।