আউশগ্রাম, 17 জুন : তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাঁকে মহামানব বলে অ্যাখ্যা দিলেন আউশগ্রাম 1 ব্লকের বিডিও অরিন্দম মুখোপাধ্যায় । অনুব্রত মণ্ডলও আপ্লুত হয়ে "ওঁর নামডাক আছে" বলে সার্টিফিকেট দিলেন বিডিওকে । একজন সরকারি আধিকারিক প্রকাশ্য মঞ্চে একজন রাজনৈতিক নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করায় শুরু হয়েছে বিতর্ক ।
বৃহস্পতিবার আউশগ্রামের গুসকরায় সেফ হোমের উদ্বোধনে আসেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল । আউশগ্রাম 1 ব্লকের কিষাণ মান্ডিতে 25 বেডের সেফ হোম চালু করা হয় এদিন । সেই অনুষ্ঠানের শুরুতে অনুব্রত মণ্ডলকে শুভেচ্ছা জানানোর পরে আউশগ্রামের বিডিও নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করেন । এমনকি বক্তব্য রাখার সময় অনুব্রত মণ্ডলকে মহামানব বলে অ্যাখ্যা দেন । পরে বক্তব্য রাখতে উঠে অনুব্রত মণ্ডলও বিডিও অরিন্দম মুখোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন । এদিকে সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক নেতার পায়ে হাত দিয়ে প্রণাম নিয়ে বিতর্ক শুরু হয়েছে ।
আরও পড়ুন: TMC : মুকুলায়নে কেষ্টবচন ; গরু দড়ি ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল, খুঁটিতে বাঁধা হল
যদিও বিডিও অরিন্দম মুখোপাধ্যায় বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি । তবে একটি হোটাসঅ্যাপে গ্রুপে তিনি লেখেন, তিনি সম্মান জানাতে উদ্যত হলেও সম্মাননীয় অতিথি প্রণাম গ্রহণ করেননি ।