ETV Bharat / state

Bardhamaneswar Temple: রাজ্যের অন্যতম বৃহৎ শিবলিঙ্গের আবির্ভাব দিবসে মানুষের ঢল

এত বড় শিবলিঙ্গ রাজ্যে আর কোথাও আছে কি না, তা নিয়ে সন্দেহ আছে ৷ ইতিহাসবিদেরা বলছেন এই বৃহৎ শিবলিঙ্গ প্রায় 1500 বছরের বেশি প্রাচীন । এমনকী কণিষ্কও নাকি এই শিবলিঙ্গের পুজো করতেন । এই শিবলিঙ্গের দর্শন পেতে হলে অন্তত একবার আসতে হবে বর্ধমান শহরে (Crowd of Devotee at Bardhamaneswar Temple)

Bardhamaneswar Temple
বর্ধমানেশ্বরে রাজ্যের অন্যতম বৃহৎ শিবলিঙ্গ, আবির্ভাব দিবসে মানুষের ঢল
author img

By

Published : Aug 11, 2022, 7:31 PM IST

বর্ধমান, 11 অগস্ট: বাবা বর্ধমানেশ্বর । 1972 সালে বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় পুকুর খোঁড়ার কাজ চলছিল । শ্রমিকেরা যখন শাবল-গাঁইতি দিয়ে মাটি কাটছিলেন সেই সময় তাঁরা একটা শব্দ শুনতে পান ৷ সেই শব্দ ছিল কোনও পাথরের উপরে আঘাত করলে যেমন হয় সেইরকম ৷ এরপর তাঁরা সচেতনভাবে মাটি খোঁড়ার কাজ চালিয়ে গেলে উঠে আসে বিশালাকার একটি শিবলিঙ্গ । যার উচ্চতা প্রায় 6 ফুটের বেশি । ওজন 13 টনের বেশি ৷ ব্যাস প্রায় ছয় ফুট ও গৌরী পট্টের পরিধি প্রায় 18 ফুট । এরপর ক্রেনের সাহায্যে সেই শিবলিঙ্গ তোলা হয় । শাবল, গাঁইতির আঘাতে শিবলিঙ্গের গায়ে যদিও অনেক ক্ষত হয় । সেদিন ছিল 11 অগস্ট । বাংলায় তারিখ ছিল 25 শ্রাবণ (Crowd of Devotee at Bardhamaneswar Temple)।

আরও পড়ুন: 2 বছর পর কৌশিকী অমাবস্যায় খুলছে তারাপীঠের দরজা, 5 লক্ষ ভক্ত সমাগমের সম্ভাবনা

ইতিহাসবিদেরা বলছেন, এটা দ্বাদশ শতকের নিদর্শন । এমনকী ইতিহাস প্রসিদ্ধ কণিষ্কও এই শিবলিঙ্গের পুজো করতেন বলে কথিত আছে । আজ বর্ধমানেশ্বরের 51তম আবির্ভাব দিবস । দুধ ও গঙ্গাজল দিয়ে নিত্য পুজো করা হলেও শিবরাত্রির সময় ও শ্রাবণ মাসে আবির্ভাব তিথিতে এখানে মেলা বসে । শ্রাবণ মাসে বিভিন্ন জায়গা থেকে মানুষজন জল ঢালতে আসেন । অনেকে আবার কাটোয়ার গঙ্গা থেকে বাঁকে করে জল ভরে হাঁটা পথে বর্ধমানেশ্বরে আসেন জল ঢালতে ।

11 অগস্ট আবির্ভাব দিবস উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠেছে আলমগঞ্জের বর্ধমানেশ্বর । এলাকায় বিভিন্ন জায়গায় বাঁশের ব্যারিকেড করে মোতায়েন করা হয়েছে পুলিশ । সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার পুণ্যার্থী এদিন এখানে শিবের মাথায় জল ঢালতে আসেন । মন্দিরের পিছনেই আছে দুধ পুকুর । সেখান থেকেও জল নিয়ে জল ঢালা হয় । এদিন পুণ্যার্থীদের জন্য রয়েছে ভোগ নেওয়ার ব্যবস্থাও । প্রসিদ্ধ এই বর্ধমানেশ্বর মন্দিরে যাবেন কীভাবে ? বর্ধমান স্টেশনে নেমে টাউন সার্ভিস বাসে চেপে সাড়ে তিন কিলোমিটার দূরে বিবেকানন্দ কলেজ মোড়ে নামতে হবে । সেখান থেকে টোটো করে দুই কিলোমিটার গেলেই মিলবে আলমগঞ্জের বর্ধমানেশ্বর । কিংবা বর্ধমান স্টেশনে নেমে টোটো পাওয়া যায় বর্ধমানেশ্বর যাওয়ার ৷

বর্ধমান, 11 অগস্ট: বাবা বর্ধমানেশ্বর । 1972 সালে বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় পুকুর খোঁড়ার কাজ চলছিল । শ্রমিকেরা যখন শাবল-গাঁইতি দিয়ে মাটি কাটছিলেন সেই সময় তাঁরা একটা শব্দ শুনতে পান ৷ সেই শব্দ ছিল কোনও পাথরের উপরে আঘাত করলে যেমন হয় সেইরকম ৷ এরপর তাঁরা সচেতনভাবে মাটি খোঁড়ার কাজ চালিয়ে গেলে উঠে আসে বিশালাকার একটি শিবলিঙ্গ । যার উচ্চতা প্রায় 6 ফুটের বেশি । ওজন 13 টনের বেশি ৷ ব্যাস প্রায় ছয় ফুট ও গৌরী পট্টের পরিধি প্রায় 18 ফুট । এরপর ক্রেনের সাহায্যে সেই শিবলিঙ্গ তোলা হয় । শাবল, গাঁইতির আঘাতে শিবলিঙ্গের গায়ে যদিও অনেক ক্ষত হয় । সেদিন ছিল 11 অগস্ট । বাংলায় তারিখ ছিল 25 শ্রাবণ (Crowd of Devotee at Bardhamaneswar Temple)।

আরও পড়ুন: 2 বছর পর কৌশিকী অমাবস্যায় খুলছে তারাপীঠের দরজা, 5 লক্ষ ভক্ত সমাগমের সম্ভাবনা

ইতিহাসবিদেরা বলছেন, এটা দ্বাদশ শতকের নিদর্শন । এমনকী ইতিহাস প্রসিদ্ধ কণিষ্কও এই শিবলিঙ্গের পুজো করতেন বলে কথিত আছে । আজ বর্ধমানেশ্বরের 51তম আবির্ভাব দিবস । দুধ ও গঙ্গাজল দিয়ে নিত্য পুজো করা হলেও শিবরাত্রির সময় ও শ্রাবণ মাসে আবির্ভাব তিথিতে এখানে মেলা বসে । শ্রাবণ মাসে বিভিন্ন জায়গা থেকে মানুষজন জল ঢালতে আসেন । অনেকে আবার কাটোয়ার গঙ্গা থেকে বাঁকে করে জল ভরে হাঁটা পথে বর্ধমানেশ্বরে আসেন জল ঢালতে ।

11 অগস্ট আবির্ভাব দিবস উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠেছে আলমগঞ্জের বর্ধমানেশ্বর । এলাকায় বিভিন্ন জায়গায় বাঁশের ব্যারিকেড করে মোতায়েন করা হয়েছে পুলিশ । সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার পুণ্যার্থী এদিন এখানে শিবের মাথায় জল ঢালতে আসেন । মন্দিরের পিছনেই আছে দুধ পুকুর । সেখান থেকেও জল নিয়ে জল ঢালা হয় । এদিন পুণ্যার্থীদের জন্য রয়েছে ভোগ নেওয়ার ব্যবস্থাও । প্রসিদ্ধ এই বর্ধমানেশ্বর মন্দিরে যাবেন কীভাবে ? বর্ধমান স্টেশনে নেমে টাউন সার্ভিস বাসে চেপে সাড়ে তিন কিলোমিটার দূরে বিবেকানন্দ কলেজ মোড়ে নামতে হবে । সেখান থেকে টোটো করে দুই কিলোমিটার গেলেই মিলবে আলমগঞ্জের বর্ধমানেশ্বর । কিংবা বর্ধমান স্টেশনে নেমে টোটো পাওয়া যায় বর্ধমানেশ্বর যাওয়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.