ETV Bharat / state

Panchayat Elections 2023: টিকিট দেয়নি তৃণমূল, সিপিএমে নাম লিখিয়ে প্রার্থী জামালপুরের টুম্পা

গতবার জিতে ভালো কাজ করলেও এবার টিকিট দেয়নি তৃণমূল ৷ অভিমানে তাই সিপিএমের হয়ে এবারের ভোটে লড়ছেন পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি পঞ্চায়েতের টুম্পা মালিক ৷

author img

By

Published : Jun 30, 2023, 8:16 PM IST

Updated : Jul 1, 2023, 6:13 AM IST

ETV Bharat
টুম্পা মালিক

জামালপুর, 30 জুন: দল বদলে টুম্পা এবার সিপিএমে । তৃণমূল কংগ্রেসে টিকিট না পেয়ে সিপিএমের টিকিটে প্রার্থী হয়েছেন টুম্পা মালিক । 2021 বিধানসভা নির্বাচনে সিপিএমের টুম্পা সোনা প্যারডি গান ভাইরাল হয়েছিল । গান জনপ্রিয়তা পেলেও সেবার সিপিএম জেতেনি । আর তখন এই টুম্পা (মালিক) ছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা পঞ্চায়েতের সদস্য । এবার সেই টুম্পা বামে আসতেই তাকে জেতানোর জন্য ময়দানে নেমেছে সিপিএম ।

টুম্পা মালিক । 2018 সালে পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি পঞ্চায়েতের মণিরামবাটি ইলামবাজার এলাকায় 22 নং সংসদের 185 নং বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন । তিনি জয়ীও হন । তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কথা তুলে ধরে টুম্পা সাধারণ মানুষের কাছে যান । কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের আর টিকিট দেওয়া হয়নি । অভিমানে টুম্পা যোগ দেন সিপিএমে । সিপিএম তাঁকে পঞ্চায়েতের টিকিট দেয় ।

স্থানীয় ও গ্রামবাসীদের কাছ থেকে জানা গিয়েছে, টুম্পা মালিক গত পঞ্চায়েত নির্বাচনে চকদিঘি পঞ্চায়েত থেকে জয়লাভ করেন ৷ তাঁর সময়ে গ্রামে বেশকিছু কাজকর্মও হয় । দলের ছেলেরা চেয়েছিল গ্রামের উন্নতি হোক । তৃণমূল কর্মীরা যথাযথ সম্মান পাক । অথচ দেখা যাচ্ছে আজ তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন সেই আজাদ রহমান সিপিএমে থাকাকালীন তৃণমূল কংগ্রেসের ছেলেদের উপরে অত্যাচার করতেন । কিন্তু তৃণমূল কংগ্রেস তাঁকেই পঞ্চায়েতের টিকিট দিয়েছে ।

এই বিষয়টি টুম্পা মালিক কিংবা তার অনুগামীরা মেনে নিতে পারেননি । ফলে তাঁরা সদলবলে সিপিএমে যোগ দেন । এই প্রসঙ্গে টুম্পা মালিক বলেন, "তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি চকদিঘি পঞ্চায়েতের মণিরামবাটির এলাকার পঞ্চায়েত সদস্য ৷ আমার পরিবার দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত । পরে আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিই । দেখা যাচ্ছে আমার বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একজনকে প্রার্থী করা হয়েছে । সেটা আমি জানতে পারিনি । এদিকে পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামের অনেক উন্নয়নমূলক কাজ করেছি । তাই গ্রামবাসীরা আমাকে ছাড়তে রাজি নয় । তাই আমি তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিই ।"

টুম্পা মালিক আরও জানান, তৃণমূল কংগ্রেস যে অন্য একজনকে প্রার্থী করেছে সেটা তিনি জানতে পারেননি ৷ ভালো কাজ করার পরেও তিনি টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ৷ ফলে তিনি দল ছেড়ে সিপিএমের টিকিটে মনোনয়ন পত্র জমা দেন । সিপিএমের টিকিটে জিতে এসে ফের গ্রামের উন্নয়ন করতে চান টুম্পা ।

আরও পড়ুন: বুধাখালিতে বিদায়ী উপ-প্রধান তৃণমূল ছেড়ে সিপিএমের প্রার্থী

এই প্রসঙ্গে, টুম্পার স্বামী তাপস মালিক জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের কে প্রার্থী হবে সেটা কেউ জানতে পারল না । 2021 সালে দলকে জেতাতে যাঁরা কঠোর পরিশ্রম করেছিল তাঁদের আর দলে সম্মান নেই ৷ সেই জন্য দলের ছেলেরা ও গ্রামবাসীরা রীতিমতো ক্ষুব্ধ । সেই কারণেই টুম্পা তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএমে যোগদান করে এবং তাদের টিকিটে নির্বাচনে লড়ছে ।

আরও পড়ুন: কাকদ্বীপে বিজেপি ছেড়ে তৃণমূলে 60 পরিবার

জামালপুর 1 নং এরিয়া কমিটির সিপিএমের সম্পাদক সুকুমার মিত্র বলেন,"তৃণমূল কংগ্রেসের মধ্যে দলাদলি, সম্মান না পেয়ে বামপন্থী আন্দোলনের মূল স্রোতে অনেকেই ফিরে আসতে চাইছে । আগে এরা আমাদেরই লোক ছিল । ক্ষমতা বদলের পরে ভয় ভীতিতে ও ভালো থাকার আসায় তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেয় । এখন আবার অনেকেই ফিরতে শুরু করেছে । পঞ্চায়েত নির্বাচনে সিপিএম খুব ভালো ফল করবে । টুম্পা মালিক ফিরে এসেছেন, তাঁকে তার আগের জায়গাতেই দলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে ।"

জামালপুর, 30 জুন: দল বদলে টুম্পা এবার সিপিএমে । তৃণমূল কংগ্রেসে টিকিট না পেয়ে সিপিএমের টিকিটে প্রার্থী হয়েছেন টুম্পা মালিক । 2021 বিধানসভা নির্বাচনে সিপিএমের টুম্পা সোনা প্যারডি গান ভাইরাল হয়েছিল । গান জনপ্রিয়তা পেলেও সেবার সিপিএম জেতেনি । আর তখন এই টুম্পা (মালিক) ছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা পঞ্চায়েতের সদস্য । এবার সেই টুম্পা বামে আসতেই তাকে জেতানোর জন্য ময়দানে নেমেছে সিপিএম ।

টুম্পা মালিক । 2018 সালে পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি পঞ্চায়েতের মণিরামবাটি ইলামবাজার এলাকায় 22 নং সংসদের 185 নং বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন । তিনি জয়ীও হন । তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কথা তুলে ধরে টুম্পা সাধারণ মানুষের কাছে যান । কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের আর টিকিট দেওয়া হয়নি । অভিমানে টুম্পা যোগ দেন সিপিএমে । সিপিএম তাঁকে পঞ্চায়েতের টিকিট দেয় ।

স্থানীয় ও গ্রামবাসীদের কাছ থেকে জানা গিয়েছে, টুম্পা মালিক গত পঞ্চায়েত নির্বাচনে চকদিঘি পঞ্চায়েত থেকে জয়লাভ করেন ৷ তাঁর সময়ে গ্রামে বেশকিছু কাজকর্মও হয় । দলের ছেলেরা চেয়েছিল গ্রামের উন্নতি হোক । তৃণমূল কর্মীরা যথাযথ সম্মান পাক । অথচ দেখা যাচ্ছে আজ তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন সেই আজাদ রহমান সিপিএমে থাকাকালীন তৃণমূল কংগ্রেসের ছেলেদের উপরে অত্যাচার করতেন । কিন্তু তৃণমূল কংগ্রেস তাঁকেই পঞ্চায়েতের টিকিট দিয়েছে ।

এই বিষয়টি টুম্পা মালিক কিংবা তার অনুগামীরা মেনে নিতে পারেননি । ফলে তাঁরা সদলবলে সিপিএমে যোগ দেন । এই প্রসঙ্গে টুম্পা মালিক বলেন, "তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি চকদিঘি পঞ্চায়েতের মণিরামবাটির এলাকার পঞ্চায়েত সদস্য ৷ আমার পরিবার দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত । পরে আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিই । দেখা যাচ্ছে আমার বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একজনকে প্রার্থী করা হয়েছে । সেটা আমি জানতে পারিনি । এদিকে পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামের অনেক উন্নয়নমূলক কাজ করেছি । তাই গ্রামবাসীরা আমাকে ছাড়তে রাজি নয় । তাই আমি তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিই ।"

টুম্পা মালিক আরও জানান, তৃণমূল কংগ্রেস যে অন্য একজনকে প্রার্থী করেছে সেটা তিনি জানতে পারেননি ৷ ভালো কাজ করার পরেও তিনি টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ৷ ফলে তিনি দল ছেড়ে সিপিএমের টিকিটে মনোনয়ন পত্র জমা দেন । সিপিএমের টিকিটে জিতে এসে ফের গ্রামের উন্নয়ন করতে চান টুম্পা ।

আরও পড়ুন: বুধাখালিতে বিদায়ী উপ-প্রধান তৃণমূল ছেড়ে সিপিএমের প্রার্থী

এই প্রসঙ্গে, টুম্পার স্বামী তাপস মালিক জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের কে প্রার্থী হবে সেটা কেউ জানতে পারল না । 2021 সালে দলকে জেতাতে যাঁরা কঠোর পরিশ্রম করেছিল তাঁদের আর দলে সম্মান নেই ৷ সেই জন্য দলের ছেলেরা ও গ্রামবাসীরা রীতিমতো ক্ষুব্ধ । সেই কারণেই টুম্পা তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএমে যোগদান করে এবং তাদের টিকিটে নির্বাচনে লড়ছে ।

আরও পড়ুন: কাকদ্বীপে বিজেপি ছেড়ে তৃণমূলে 60 পরিবার

জামালপুর 1 নং এরিয়া কমিটির সিপিএমের সম্পাদক সুকুমার মিত্র বলেন,"তৃণমূল কংগ্রেসের মধ্যে দলাদলি, সম্মান না পেয়ে বামপন্থী আন্দোলনের মূল স্রোতে অনেকেই ফিরে আসতে চাইছে । আগে এরা আমাদেরই লোক ছিল । ক্ষমতা বদলের পরে ভয় ভীতিতে ও ভালো থাকার আসায় তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেয় । এখন আবার অনেকেই ফিরতে শুরু করেছে । পঞ্চায়েত নির্বাচনে সিপিএম খুব ভালো ফল করবে । টুম্পা মালিক ফিরে এসেছেন, তাঁকে তার আগের জায়গাতেই দলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে ।"

Last Updated : Jul 1, 2023, 6:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.