বর্ধমান, 25 জুন : খণ্ডঘোষের পর এবার আলমগঞ্জ ৷ ঘরছাড়া বিজেপি কর্মীকে বাড়ি ফেরানোর পর ফের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷
আলমগঞ্জের বাসিন্দা বিজেপি কর্মী নবীন সরকারের মা সুজাতা সরকার জানান, পরিবার নিয়ে প্রায় 35 বছর ধরে আলমগঞ্জ এলাকায় সন্তোষ গিরি নামে এক ব্যক্তির বাড়িতে তাঁরা ভাড়া আছেন। নির্বাচনের সময় অভিযোগ ওঠে, ছেলে নবীন সরকার রিভালবর নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের শাসিয়েছেন ৷ এমনকি এক ব্যক্তিকে পাথর দিয়ে থেঁতলে খুন করার চেষ্টা করা হয় বলে নবীনের বিরুদ্ধে অভিযোগ করা হয় ৷ এই নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায় । এছাড়া নবীনের মদতেই নাকি বাইরের দুষ্কৃতীরা রাতের দিকে এলাকায় জড়ো হত । এই সব একাধিক অভিযোগের জেরে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নবীন সরকার এলাকা ছাড়া । ফলে চরম সমস্যায় পড়েছেন নবীনের মা সুজাতা সরকার । সংসার চালাতে তিনি পরিচারিকার কাজ শুরু করেছেন । তাঁর ছেলে ঘরে ফিরে আসতেই ফের শাসাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ।
আরও পড়ুন : পুলিশ ঘরে ফেরাতেই বিজেপির মহিলা নেত্রীকে মারধর, অভিযুক্ত তৃণমূল
যদিও গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসের দাবি, তারা নিজেরাই উদ্যোগ নিয়েছে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে । তাঁদের উপর যাতে কোনও হামলার ঘটনা না ঘটে সেদিকেও তারা নজর রাখছে । তবে ব্যক্তিগত আক্রোশে মাঝে মাঝে বিক্ষিপ্ত ঘটনা ঘটছে । সে বিষয়ে পুলিশ প্রশাসনও সতর্ক আছে ।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু এই প্রসঙ্গে বলেন, "নির্বাচনের ফল ঘোষণার পরে অনেক বিজেপি কর্মী নিজেরাই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন । কেউ তাঁদের মারধর করেনি । বরং তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তাঁদের বাড়ি ফিরতে সাহায্য করেছে । প্রশাসনও তৎপর আছে । তবে কোথাও কোথাও ব্যক্তিগত কারণে ছোটোখাটো ঝামেলা হচ্ছে । সেই খবর জানতে পারার পরে আমরা ব্যবস্থা নিচ্ছি ।"