ETV Bharat / state

Purba Bardhaman Hooch Death: বর্ধমান বিষমদকাণ্ডে মৃত্যু আরও দু'জনের, মৃত বেড়ে 8 - Purba Bardhaman Hooch Death

বর্ধমানে বিষমদ খেয়ে আরও দু'জনের মৃত্যু (Purba Bardhaman Hooch Death) ৷ ফলে মৃতের সংখ্যা বেড়ে হল আট ৷

Purba Bardhaman Hooch Death news
বিষমদ কাণ্ডে মোট মৃত্যু আট
author img

By

Published : Jul 10, 2022, 10:02 PM IST

বর্ধমান, 10 জুলাই: বিষমদ খেয়ে আরও দু'জনের মৃত্যু হল বর্ধমানে (Purba Bardhaman Hooch Death)। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল মোট আটজন । রবিবার যে দুজনের মৃত্যু হয়েছে তাঁদের নাম মীর মেহবুব (২৬) ও বাপন শেখ (২৮) । তাঁরা দু'জনেই খাগড়াগড়ের পূর্ব পাড়া এলাকার বাসিন্দা ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বর্ধমানের কলেজ মোড় এলাকা থেকে মদ কিনে খেয়েছিলেন দু'জনে । এরপর তাঁরা অসুস্থ হয়ে পড়েন । বমি ও পেটে যন্ত্রণা শুরু হয় । তাঁদের মধ্যে মীর মেহবুবকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাপন শেখকে বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । দু'জনেই মারা যান । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যেভাবে রাস্তার ধারে হোটেল গুলিতে খাবার বিক্রির আড়ালে মদ বিক্রি করা হয় তাতে সহজেই যে কেউ সেখানে গিয়ে মদ খেয়ে আসছে । অথচ না পুলিশ প্রশাসন কিংবা আবগারি দফতর কোনও ব্যবস্থাই নেয় না । কিন্তু কীভাবে খাবার বিক্রির আড়ালে হোটেলগুলিতে মদ বিক্রি হয় সেই প্রশ্ন তুলছেন তাঁরা ।

বর্ধমান বিষমদকাণ্ডে মোট মৃত্যু আট

আরও পড়ুন: বিষমদ খেয়ে বর্ধমানে আরও দু'জনের মৃত্যু, বেড়ে হল 6

মৃত বাপনের বাবা শেখ লালু বলেন, "ছেলে বিষাক্ত মদ খেয়ে মারা গিয়েছে । ওর একটা আড়াই বছরের সন্তান আছে । সরকার যদি সহায়তা করে তাহলে পরিবারটা বেঁচে যাবে । প্রশাসনের কাছে আবেদন করব যেভাবে এই ঘটনা ঘটেছে তাতে যেন তারা কড়া ব্যবস্থা নেয় । কাউকে যেন এইভাবে অকালে মদ খেয়ে মৃত্যুর মুখে পড়তে না হয় । আর যেভাবে হোটেল গুলিতে মদ বিক্রি হচ্ছে সেটা বন্ধ করা উচিত ।"

বর্ধমান, 10 জুলাই: বিষমদ খেয়ে আরও দু'জনের মৃত্যু হল বর্ধমানে (Purba Bardhaman Hooch Death)। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল মোট আটজন । রবিবার যে দুজনের মৃত্যু হয়েছে তাঁদের নাম মীর মেহবুব (২৬) ও বাপন শেখ (২৮) । তাঁরা দু'জনেই খাগড়াগড়ের পূর্ব পাড়া এলাকার বাসিন্দা ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বর্ধমানের কলেজ মোড় এলাকা থেকে মদ কিনে খেয়েছিলেন দু'জনে । এরপর তাঁরা অসুস্থ হয়ে পড়েন । বমি ও পেটে যন্ত্রণা শুরু হয় । তাঁদের মধ্যে মীর মেহবুবকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাপন শেখকে বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । দু'জনেই মারা যান । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যেভাবে রাস্তার ধারে হোটেল গুলিতে খাবার বিক্রির আড়ালে মদ বিক্রি করা হয় তাতে সহজেই যে কেউ সেখানে গিয়ে মদ খেয়ে আসছে । অথচ না পুলিশ প্রশাসন কিংবা আবগারি দফতর কোনও ব্যবস্থাই নেয় না । কিন্তু কীভাবে খাবার বিক্রির আড়ালে হোটেলগুলিতে মদ বিক্রি হয় সেই প্রশ্ন তুলছেন তাঁরা ।

বর্ধমান বিষমদকাণ্ডে মোট মৃত্যু আট

আরও পড়ুন: বিষমদ খেয়ে বর্ধমানে আরও দু'জনের মৃত্যু, বেড়ে হল 6

মৃত বাপনের বাবা শেখ লালু বলেন, "ছেলে বিষাক্ত মদ খেয়ে মারা গিয়েছে । ওর একটা আড়াই বছরের সন্তান আছে । সরকার যদি সহায়তা করে তাহলে পরিবারটা বেঁচে যাবে । প্রশাসনের কাছে আবেদন করব যেভাবে এই ঘটনা ঘটেছে তাতে যেন তারা কড়া ব্যবস্থা নেয় । কাউকে যেন এইভাবে অকালে মদ খেয়ে মৃত্যুর মুখে পড়তে না হয় । আর যেভাবে হোটেল গুলিতে মদ বিক্রি হচ্ছে সেটা বন্ধ করা উচিত ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.