ETV Bharat / state

Cyclone Mocha: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ধান কেটে নেওয়ার পরামর্শ কৃষি দফতরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ধান কেটে নেওয়ার পরামর্শ কৃষি দফতরের ৷ অর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে মাঠ থেকে ফসল কাটার পরামর্শ কৃষকদের ৷

author img

By

Published : May 4, 2023, 10:44 PM IST

Updated : May 4, 2023, 10:54 PM IST

Etv Bharat
Etv Bharat
ধান কেটে নেওয়ার পরামর্শ কৃষি দফতরের



বর্ধমান, 4 মে: ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় মোকা । শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে । আর সেটাই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে । যার ফলে ক্ষতির আশংকা করা হচ্ছে । ঝড়টি পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে কি না তা নিয়ে রয়ে গেছে প্রশ্নচিহ্ন । তবে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন । প্রশাসনের পাশাপাশি পূর্ব বর্ধমানের জেলা কৃষি দফতরের তরফেও চাষিদের দ্রুত মাঠের ফসল কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।

জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, যেহেতু মেশিন ব্যবহার করলে তাড়াতাড়ি ধান কাটা সম্ভব হবে তাই মেশিনের মাধ্যমে ধান কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । ইতিমধ্যেই ধান জমির আশি শতাংশ পেকে গিয়েছে ৷ তাই সেই ধান কেটে নিতে পারলে ক্ষতির সম্ভাবনা কমতে পারে ।
পূর্ব বর্ধমান জেলায় 1 লক্ষ 6 হাজার 260 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে । এরমধ্যে কাটোয়া 1 নম্বর ব্লকের 5 হাজার 700 হেক্টর জমি, কাটোয়া 2 নম্বর ব্লকের 3 হাজার 500 হেক্টর জমি, কেতুগ্রাম 1 নম্বর ব্লকের 4 হাজার 500 হেক্টর জমি, কেতুগ্রাম 2 নম্বর ব্লকে 7 হাজার 100 হেক্টর জমি, মঙ্গলকোটে 11 হাজার 600 হেক্টর জমি, পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের 4 হাজার 120 হেক্টর জমি, কালনা 2 নম্বর ব্লকে 4 হাজার 70 হেক্টর জমি ও কালনা 1 নম্বর ব্লকে 5 হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে । বিগত কয়েকদিনের ঝড় বৃষ্টির জেরে চাষের ক্ষেত্রে ক্ষতি হয়েছে । এই সমস্ত এলাকার চাষিদেরও ক্ষতি হয়েছে ৷

জেলার মধ্যে যে আটটি ব্লকে তিল চাষ করা হয়েছে 6 হাজার 220 হেক্টর জমিতে ৷ তার মধ্যে গত কয়েকদিনের ঝড়বৃষ্টিতে 4 হাজার 330 হেক্টর জমির তিল চাষে ক্ষতি হয়েছে । গ্রীষ্মকালীন সবজি চাষ করা হয়েছিল 4 হাজার 891 হেক্টর জমিতে । 2 হাজার 180 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে বৃষ্টিতে । এছাড়াও পাট চাষেও ক্ষতি হয়েছে । ওই ব্লক গুলিতে 5 হাজার 545 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে । এর মধ্যে 3 হাজার 708 হেক্টর জমির পাট চাষে ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: মাত্র আধঘণ্টার কালবৈশাখীতে তছনছ চাষের জমি, কাঁচা ধান কেটে নিচ্ছেন চাষিরা

এই পরিস্থিতিতে একের পর এক কালবৈশাখীর রেশ কাটতে না কাটতেই ঘূর্ণিঝড় এলে চাষের ক্ষেত্রে বড়োসড়ো ক্ষতি হতে পারে । সেই আশংকায় কৃষি দফতরের পক্ষ থেকে চাষিদের ধান কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । বিশেষ করে যে সমস্ত জমির ধান 80 শতাংশ পেকে গিয়েছে সেই সব ধান কেটে নিতে হবে । ইতিমধ্যেই জেলাপ্রশাসন বৈঠক করে সমস্ত দফতরকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে তৈরি থাকতে বলেছে ।

এই প্রসঙ্গেই পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বলেন, "চলতি মরশুমে ভালো ফলন হয়েছে । তবে কালবৈশাখীর জেরে কিছু জমির চাষের ক্ষতি হয়েছে । একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে । তাই চাষিদের জমিতে থাকা ধান কেটে নেওয়ার জন্য বলা হয়েছে ।"

ধান কেটে নেওয়ার পরামর্শ কৃষি দফতরের



বর্ধমান, 4 মে: ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় মোকা । শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে । আর সেটাই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে । যার ফলে ক্ষতির আশংকা করা হচ্ছে । ঝড়টি পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে কি না তা নিয়ে রয়ে গেছে প্রশ্নচিহ্ন । তবে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন । প্রশাসনের পাশাপাশি পূর্ব বর্ধমানের জেলা কৃষি দফতরের তরফেও চাষিদের দ্রুত মাঠের ফসল কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।

জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, যেহেতু মেশিন ব্যবহার করলে তাড়াতাড়ি ধান কাটা সম্ভব হবে তাই মেশিনের মাধ্যমে ধান কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । ইতিমধ্যেই ধান জমির আশি শতাংশ পেকে গিয়েছে ৷ তাই সেই ধান কেটে নিতে পারলে ক্ষতির সম্ভাবনা কমতে পারে ।
পূর্ব বর্ধমান জেলায় 1 লক্ষ 6 হাজার 260 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে । এরমধ্যে কাটোয়া 1 নম্বর ব্লকের 5 হাজার 700 হেক্টর জমি, কাটোয়া 2 নম্বর ব্লকের 3 হাজার 500 হেক্টর জমি, কেতুগ্রাম 1 নম্বর ব্লকের 4 হাজার 500 হেক্টর জমি, কেতুগ্রাম 2 নম্বর ব্লকে 7 হাজার 100 হেক্টর জমি, মঙ্গলকোটে 11 হাজার 600 হেক্টর জমি, পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের 4 হাজার 120 হেক্টর জমি, কালনা 2 নম্বর ব্লকে 4 হাজার 70 হেক্টর জমি ও কালনা 1 নম্বর ব্লকে 5 হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে । বিগত কয়েকদিনের ঝড় বৃষ্টির জেরে চাষের ক্ষেত্রে ক্ষতি হয়েছে । এই সমস্ত এলাকার চাষিদেরও ক্ষতি হয়েছে ৷

জেলার মধ্যে যে আটটি ব্লকে তিল চাষ করা হয়েছে 6 হাজার 220 হেক্টর জমিতে ৷ তার মধ্যে গত কয়েকদিনের ঝড়বৃষ্টিতে 4 হাজার 330 হেক্টর জমির তিল চাষে ক্ষতি হয়েছে । গ্রীষ্মকালীন সবজি চাষ করা হয়েছিল 4 হাজার 891 হেক্টর জমিতে । 2 হাজার 180 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে বৃষ্টিতে । এছাড়াও পাট চাষেও ক্ষতি হয়েছে । ওই ব্লক গুলিতে 5 হাজার 545 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে । এর মধ্যে 3 হাজার 708 হেক্টর জমির পাট চাষে ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: মাত্র আধঘণ্টার কালবৈশাখীতে তছনছ চাষের জমি, কাঁচা ধান কেটে নিচ্ছেন চাষিরা

এই পরিস্থিতিতে একের পর এক কালবৈশাখীর রেশ কাটতে না কাটতেই ঘূর্ণিঝড় এলে চাষের ক্ষেত্রে বড়োসড়ো ক্ষতি হতে পারে । সেই আশংকায় কৃষি দফতরের পক্ষ থেকে চাষিদের ধান কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । বিশেষ করে যে সমস্ত জমির ধান 80 শতাংশ পেকে গিয়েছে সেই সব ধান কেটে নিতে হবে । ইতিমধ্যেই জেলাপ্রশাসন বৈঠক করে সমস্ত দফতরকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে তৈরি থাকতে বলেছে ।

এই প্রসঙ্গেই পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বলেন, "চলতি মরশুমে ভালো ফলন হয়েছে । তবে কালবৈশাখীর জেরে কিছু জমির চাষের ক্ষতি হয়েছে । একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে । তাই চাষিদের জমিতে থাকা ধান কেটে নেওয়ার জন্য বলা হয়েছে ।"

Last Updated : May 4, 2023, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.