গলসি, 25 এপ্রিল : 100 দিনের কাজ করার পরও টাকা না পাওয়ার অভিযোগে লকডাউন ভেঙে বিক্ষোভ গ্রামবাসীর । গতকাল গলসিতে পোস্ট অফিস ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা । ঘটনাস্থানে গলসি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । জানা গেছে , বিক্ষোভকারীরা প্রত্যেকেই গলসি এক নম্বর ব্লকের অনুরাগপুর গ্রামের বাসিন্দা ।
গ্রামবাসীর অভিযোগ, ছয় বছর আগে গলসি এক নম্বর ব্লকের উচ্চ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামের এক নম্বর সংসদ এলাকায় 100 দিনের কাজ করেছিলেন । কিন্তু সেই টাকা পুরোপুরি এখনও পর্যন্ত পাননি তাঁরা । বর্তমানে তাঁদের অ্যাকাউন্টে সেই টাকা অল্প অল্প পরিমাণে ঢুকলেও কলিগ্রাম মথুরাপুর পোস্ট অফিস সময় মতো তাঁদের সেই টাকা দিচ্ছে না বলে অভিযোগ । আবার কারও কারও অ্যাকাউন্ট থেকে 100 দিনের জব কার্ডের টাকাও গায়েব হয়ে গেছে ।
গ্রামবাসীর আরও অভিযোগ, তাঁদের পাসবইগুলি দীর্ঘদিন ধরে সুপারভাইজ়ারের কাছে আটকে রয়েছে । ফলে নিত্য হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের । এসবের প্রতিবাদে গতকাল পোস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা । তবে পোস্ট অফিসের তরফে বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে ।