বর্ধমান, 20 ডিসেম্বর: বিজেপিতে যোগ দিতেই কালনার বিধায়কের ছবিতে কালি লেপে দিল তৃণমূল কর্মী সমর্থকরা । দাহ করা হল কুশপুতুল ৷ তৃণমূল সমর্থকরা অভিযোগ করলেন, দীর্ঘদিন ধরে তৃণমূলের এই বিধায়ক নানা দুর্নীতির সঙ্গে যুক্ত । দলে ছিলেন বলে কেউ কিছু বলছিল না ।
নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু । যা নিয়ে গুঞ্জন চলে রাজনৈতিক মহলে । এমনিতেই কালনা পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর সম্পর্ক ভালো নয় । মাঝে পরিস্থিতি এমন হয়েছিল যে রাজ্য নেতৃত্বকে পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছিল । শেষের বেশ কিছুদিন ধরেই তৃণমূলের বিভিন্ন কর্মকাণ্ডে দলীয় বিধায়কের দেখা মেলেনি । শুধু তাই নয়, 2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যে সব কর্মসূচি গ্রহণ করেছে তারই অঙ্গ হিসেবে বিভিন্ন বিধানসভায় শুরু হয়েছে তৃণমূলের কর্মী সম্মেলন । সেই কর্মী সম্মেলনে মন্ত্রী স্বপন দেবনাথ থাকলেও ছিলেন না বিধায়ক । এমনকী মন্ত্রী নিজে ফোন করে বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুকে সম্মেলনে আসার জন্য অনুরোধ করলেও তিনি আসেননি । এরই মধ্যে দিন কয়েক আগে দুর্গাপুরের কাঁকসায় বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে বৈঠক করেন শুভেন্দু অধিকারী । সেখানে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বিশ্বজিৎ কুণ্ডু । ফলে তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা স্পষ্ট হয়ে যায় ।
আরও পড়ুন: শুভেন্দুময় অমিত-সভা, 'তোলাবাজ ভাইপো' হটিয়ে বাংলা বদলের ডাক
শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভাতে গিয়ে বিজেপিতে যোগ দিতেই কালনার বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে বিধায়ক বিরোধী স্লোগান তোলেন । বিধায়কের ছবিতে কালি লেপে দেন তাঁরা ৷ বিশ্বজিৎ কুণ্ডুর কুশপুতলও পোড়ানো হয় ।
তৃণমূল নেতা সন্দীপ বসু বলেন, "টেট দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছিল । আমাদের দলে ছিল বলে এতদিন কিছু বলতে পারিনি । আজ পাপ বিদায় হল ।"