আসানসোল, 10 ডিসেম্বর : গ্রেফতার হলেন বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থা সিবিআই তাঁকে বৃহস্পতিবার গ্রেফতার করে (administrator of burdwan municipality pranab chatterjee arrested by cbi) ৷ একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল।
শুক্রবার বর্ধমানের ওই অর্থলগ্নি সংস্থার অফিসে হানা দেন সিবিআই আধিকারিকরা। প্রণববাবুর ঢলদিঘির বাড়িতেও যায় সিবিআই দলটি। এদিনই তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়। প্রণববাবুর গ্রেফতারের ঘটনায় বর্ধমানজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন : স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার নামে দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় উপপ্রধান
শুক্রবার প্রণব চট্টোপাধ্যায়কে আসানসোলের সিবিআই আদালতে তোলা হলে বিচারক তাঁর 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ আগামী সোমবার তাঁকে ফের আদালতে পেশ করা হবে। অভিযোগ, বর্ধমানের একটি অর্থলগ্নি সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তৃণমূল নেতা তথা বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় ৷ 2018 সালে চিটফান্ড সংক্রান্ত মামলায় নাম জড়ায় তাঁর ৷ ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের কাছে ৷ সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা।