জামালপুর, 31 মে : বর্ধমানের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে করোনা রোগীদের থেকে অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ উঠেছে । খবর পেয়ে হাসপাতাল চত্বরে যান জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান । সেখানে তিনি অ্যাম্বুলেন্স চালকদের সতর্ক করেন । ভাড়ার নির্দিষ্ট তালিকা ঝুলিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি । ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, কেউ করোনায় আক্রান্ত হলে সেই রোগীকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে কোনও ভাড়া দিতে হয় না । এনিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে ৷ ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে ৷
জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা মানুষের পাশে থাকার চেষ্টা করছেন । অথচ শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্স চালকেরা বেশি ভাড়া নিচ্ছেন । অনেক রোগী পরিষেবা পাচ্ছেন না । তাই এখানকার অ্যাম্বুলেন্স চালকদের জানানো হয়েছে যদি এই ধরনের ঘটনার প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । সরকার প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিচ্ছে, অথচ সাধারণ মানুষ সঠিক অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন না এটা হয় না ৷ এখানে একটা ভাড়ার তালিকা ঝুলিয়ে দেওয়া হবে । তারপরও কারোর কোনও অসুবিধা হলে স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও অথবা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে, তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হবে ।"
আরও পড়ুন : ল্যাব থেকে দেওয়া হল অন্যের করোনা রিপোর্ট, জালিয়াতির অভিযোগ
ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. ঋত্বিক ঘোষ বলেন, 'করোনা রোগীদের মূলত 102 ফ্রি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার নিয়ম । ইমারজেন্সি কোনও রোগীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও যে টাকা ভাড়া সেটাই নেওয়া উচিত। কোন একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।