বর্ধমান, 3 নভেম্বর: চাকরি পাইয়ে দেবেন, বিনিময়ে তরুণীকে তাঁর শয্যাসঙ্গী হতে হবে ৷ দাঁইহাটের পৌরপ্রধান শিশির কুমার মণ্ডলের (Sisir Kumar Mondal) বিরুদ্ধে ওঠা অভিযোগে সম্প্রতি অস্বস্তিতে পড়ে রাজ্যের শাসকদল ৷ শুধু অভিযোগ ওঠাই নয়, অভিযোগের সপক্ষে একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ সব দেখেশুনে ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পদত্যাগের নির্দেশ দিলেন দাঁইহাটের পুরপ্রধানকে (Abhishek Banerjee directs to the chairman of Dainhat municipality) ৷
বৃহস্পতিবার এমনটা জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ৷ যদিও বিষয়টি তদন্তসাপেক্ষ ৷ তবু অভিষেক বন্দ্যোপাধ্যায় শিশির মণ্ডলকে পদত্যাগ করতে বলেছেন বলে জানিয়েছেন তিনি ৷ পরে অডিয়ো ক্লিপ মিথ্যা প্রমাণিত হলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (Rabindra Nath Chatterjee) ৷
আরও পড়ুন: কাজ করার অসুবিধা নিয়ে কোনও উপাচার্য অভিযোগ জানাননি, রবীন্দ্রভারতী প্রসঙ্গে শিক্ষামন্ত্রী
তিনি বলেন, "দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশিরকুমার মণ্ডলের যে অডিয়ো সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছে, তার জেরেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শিশিরবাবুকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। উনি পদত্যাগ করবেন ৷ পরে যদি ওই অডিয়ো ক্লিপ মিথ্যে প্রমাণিত হয়, তখন আবার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যাবে।" যদিও তরুণীকে চেনেন না বলে আগেই দাবি করেছেন শিশিরকুমার মণ্ডল ৷