ETV Bharat / state

Covid Vaccine : দ্বিতীয় ডোজ় না নিয়েই সার্টিফিকেট ! চিন্তায় ঘুম উড়েছে কাটোয়ার বাসিন্দার - vaccination certificate

কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ় এখনও পাননি ৷ অবিশ্বাস্যভাবে তার আগেই ডবল ডোজ়ের সার্টিফিকেট এসে হাজির ৷ তবে কি আর দ্বিতীয় ডোজ পাবেন না ? চিন্তায় পৌরসভার দ্বারস্থ কাটোয়ার বাসিন্দা ৷

Covid Vaccine
Covid Vaccine
author img

By

Published : Oct 29, 2021, 6:40 AM IST

কাটোয়া, 29 অক্টোবর : কিছুদিন আগেই ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছেন ৷ দ্বিতীয় ডোজ় নিতে এখনও প্রায় মাসখানেক বাকি । কিন্তু তার আগেই চলে এসেছে দ্বিতীয় ডোজ় সম্পূর্ণ হওয়ার সার্টিফিকেট ৷ তাহলে কি তিনি আর দ্বিতীয় ডোজ পাবেন না ? এই চিন্তায় গোটা ঘটনা বিষয়টি জানিয়ে পৌরসভার দ্বারস্থ হয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা সচ্চিদানন্দ ঘোষ ।

কাটোয়া শহরেরই একটি চটকলে কাজ করেন সচ্চিদানন্দবাবু । কাটোয়ার ভাগীরথী ইউপিএইচসি সেন্টার থেকে গত 11 সেপ্টেম্বর কোভিশিল্ডের প্রথম ডোজ় নেন ৷ নিয়ম অনুযায়ী প্রথম ডোজ়ের 84 দিন পর অর্থাৎ ডিসেম্বর মাস নাগাদ তাঁর দ্বিতীয় ডোজ় পাওয়ার কথা । কিন্তু মোবাইলে হঠাৎ করে দ্বিতীয় ডোজ় সম্পূর্ণ হওয়ার মেসেজ় আসায় চিন্তায় পড়েছেন সচ্চিদানন্দবাবু ।

প্রথমে বিষয়টি কারখানার মালিককে জানান । এরপর কাটোয়া পৌরসভায় গিয়ে সেই দ্বিতীয় ডোজ়ের সার্টিফিকেট জমা দিয়ে বিষয়টি বিস্তারিত বলেন । সার্টিফিকেটে দেখা যাচ্ছে তিনি অন্ধ্রপ্রদেশের একটা পিএইচই সেন্টার থেকে দ্বিতীয় ডোজ় নিয়েছেন । অথচ সচ্চিদানন্দবাবুর দাবি তিনি কোনওদিন অন্ধ্রপ্রদেশ যাননি । যদিও কাটোয়া পৌরসভার তরফে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে, যাতে তিনি দ্বিতীয় ডোজ় পান সেই বিষয়টি খতিয়ে দেখে পৌরসভা কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে ।

আরও পড়ুন : Covid Vaccine : করোনা প্রতিরোধে সবচেয়ে কার্যকরী কোভিশিল্ড-কোভ্যাকসিনের মিশ্রণ

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.