ETV Bharat / state

ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ, মৃত 1 - ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ

burdwan
ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Jan 4, 2020, 9:06 PM IST

Updated : Jan 5, 2020, 11:43 AM IST

21:00 January 04

ভেঙে পড়ল বর্ধমান রেলওয়ে স্টেশনের একাংশ । প্রাণ হারালেন এক ব্যক্তি । ঘটনার জেরে বন্ধ ১ নম্বর প্ল্যাটফর্ম ।

দেখুন ভিডিয়ো...

বর্ধমান, 4 জানুয়ারি : ঘড়ির কাঁটায় তখন রাত 8টা 19 মিনিট ৷ হাঁড়কাপানো ঠান্ডার মধ্যেই স্টেশন চত্বরে ঘোরাঘুরি করছিলেন লোকজন ৷ একের পর ট্রেন আসায় স্টেশন চত্বরে তিলধারণের জায়াগা নেই ৷ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ৷ কিছু বোঝার আগেই শুরু হয়ে যায় ছোটাছুটি ৷ কিছুটা সম্বিত ফেরার পর বোঝা যায়, সংস্কারের কাজ চলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বর্ধমান স্টেশনের একাংশ ৷ ঘটনার তদন্তে রেলের তরফে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে । 

একটি ধাক্কা সামলানোর আগেই ফের ধাক্কা ৷ ভেঙে পড়ে আরও একটা অংশ ৷ চাপা পড়েন বেশ কয়েকজন ৷ শীতের কাঁপুনি ছাপিয়ে ভেসে আসতে থাকে আর্তনাদ ৷ বোঝা যায়, ভেঙে পড়া অংশে চাপা পড়ে রয়েছেন বেশ কয়েকজন ৷ মূল ভবনের দিকে চোখ পড়তে নজরে আসে বেশ কিছুটা অংশ হেলে পড়ছে ভবনটির ৷ 

দ্রুত ঘটনাস্থানে আসেন রেলের শীর্ষ আধিকারিকরা ৷ আসে দমকল, পুলিশও ৷  চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় ৷ দ্রুত শুরু হয় উদ্ধার কাজ ৷ ধ্বংসস্তূপের ভিতর বেশ কয়েক জন আটতে থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয় ৷ 

বেশ কিছুদিন সংস্কারের কাজ হওয়ায় মূল ফটকের একটা দিক বন্ধই ছিল ৷ কিন্তু, কেন আজকের এই দুর্ঘটনা? কী ভাবেই বা ঘটল ? কার ব্যর্থতা? 

উঠে আসছে একাধিক মত ৷ নিত্যযাত্রী থেকে শুরু করে হকারদের দাবি, স্টেশনের একাধিক জায়গার অবস্থা খুবই খারাপ ৷ মাঝেমধ্যেই ছোটখাটো ঘটনা ঘটে থাকে  ৷ আগেও এমন ঘটনা ঘটেছে ৷ তবে রেলের তরফ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ করা হয়নি ৷ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে রেল ৷ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়ার পরই দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে ৷ সংস্কারের প্রয়োজনীয়তা বুঝেই কাজ চলছিল ৷ তবে, কেন এমন ঘটনা ঘটল সে বিষয় তদন্তের পরই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব জানিয়েছেন তিনি ৷ 

পথচলতি মানুষজনের দাবি, বেশ কিছুদিন ধরেই স্টেশনে রং করার কাজ চলছিল ৷ বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, মূল ভবনের সংস্কার কাজ ঠিক মতো  না হওয়ার ফলেই আজকের দুর্ঘটনা ৷ 

মূল ফটক ভেঙে পড়ার পরই বন্ধ করে দেওয়া হয় যাতায়াত ৷ 1 নম্বর স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ তবে, আজ শনিবার হওয়ায় স্টেশনে ভিড় বেশ ভালোই ছিল ৷ সপ্তাহান্তে বাড়ি ফিরছিলেন বহু মানুষজন ৷ স্বাভাবিকভাবে স্টেশনে আর পাঁচদিনের থেকে আজ ভিড় বেশ কিছুটা বেশই ছিল ৷ 

এবিষয়ে হাওড়ার DRM ঈশান খান জানান, এক জনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে । ভেঙে পড়া অংশে কেউ আটকে নেই । ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক । অন্য রাস্তা দিয়ে প্ল্যাটফর্মে ঢোকার ব্যবস্থা করা হচ্ছে । 

পূূূর্ব রেলের জেনেরাল ম্যানেজার সুনমিত শর্মা পুরো বিষয়টি উল্লেখ করে বলেন, ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় । অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । 

21:00 January 04

ভেঙে পড়ল বর্ধমান রেলওয়ে স্টেশনের একাংশ । প্রাণ হারালেন এক ব্যক্তি । ঘটনার জেরে বন্ধ ১ নম্বর প্ল্যাটফর্ম ।

দেখুন ভিডিয়ো...

বর্ধমান, 4 জানুয়ারি : ঘড়ির কাঁটায় তখন রাত 8টা 19 মিনিট ৷ হাঁড়কাপানো ঠান্ডার মধ্যেই স্টেশন চত্বরে ঘোরাঘুরি করছিলেন লোকজন ৷ একের পর ট্রেন আসায় স্টেশন চত্বরে তিলধারণের জায়াগা নেই ৷ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ৷ কিছু বোঝার আগেই শুরু হয়ে যায় ছোটাছুটি ৷ কিছুটা সম্বিত ফেরার পর বোঝা যায়, সংস্কারের কাজ চলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বর্ধমান স্টেশনের একাংশ ৷ ঘটনার তদন্তে রেলের তরফে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে । 

একটি ধাক্কা সামলানোর আগেই ফের ধাক্কা ৷ ভেঙে পড়ে আরও একটা অংশ ৷ চাপা পড়েন বেশ কয়েকজন ৷ শীতের কাঁপুনি ছাপিয়ে ভেসে আসতে থাকে আর্তনাদ ৷ বোঝা যায়, ভেঙে পড়া অংশে চাপা পড়ে রয়েছেন বেশ কয়েকজন ৷ মূল ভবনের দিকে চোখ পড়তে নজরে আসে বেশ কিছুটা অংশ হেলে পড়ছে ভবনটির ৷ 

দ্রুত ঘটনাস্থানে আসেন রেলের শীর্ষ আধিকারিকরা ৷ আসে দমকল, পুলিশও ৷  চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় ৷ দ্রুত শুরু হয় উদ্ধার কাজ ৷ ধ্বংসস্তূপের ভিতর বেশ কয়েক জন আটতে থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয় ৷ 

বেশ কিছুদিন সংস্কারের কাজ হওয়ায় মূল ফটকের একটা দিক বন্ধই ছিল ৷ কিন্তু, কেন আজকের এই দুর্ঘটনা? কী ভাবেই বা ঘটল ? কার ব্যর্থতা? 

উঠে আসছে একাধিক মত ৷ নিত্যযাত্রী থেকে শুরু করে হকারদের দাবি, স্টেশনের একাধিক জায়গার অবস্থা খুবই খারাপ ৷ মাঝেমধ্যেই ছোটখাটো ঘটনা ঘটে থাকে  ৷ আগেও এমন ঘটনা ঘটেছে ৷ তবে রেলের তরফ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ করা হয়নি ৷ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে রেল ৷ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়ার পরই দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে ৷ সংস্কারের প্রয়োজনীয়তা বুঝেই কাজ চলছিল ৷ তবে, কেন এমন ঘটনা ঘটল সে বিষয় তদন্তের পরই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব জানিয়েছেন তিনি ৷ 

পথচলতি মানুষজনের দাবি, বেশ কিছুদিন ধরেই স্টেশনে রং করার কাজ চলছিল ৷ বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, মূল ভবনের সংস্কার কাজ ঠিক মতো  না হওয়ার ফলেই আজকের দুর্ঘটনা ৷ 

মূল ফটক ভেঙে পড়ার পরই বন্ধ করে দেওয়া হয় যাতায়াত ৷ 1 নম্বর স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ তবে, আজ শনিবার হওয়ায় স্টেশনে ভিড় বেশ ভালোই ছিল ৷ সপ্তাহান্তে বাড়ি ফিরছিলেন বহু মানুষজন ৷ স্বাভাবিকভাবে স্টেশনে আর পাঁচদিনের থেকে আজ ভিড় বেশ কিছুটা বেশই ছিল ৷ 

এবিষয়ে হাওড়ার DRM ঈশান খান জানান, এক জনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে । ভেঙে পড়া অংশে কেউ আটকে নেই । ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক । অন্য রাস্তা দিয়ে প্ল্যাটফর্মে ঢোকার ব্যবস্থা করা হচ্ছে । 

পূূূর্ব রেলের জেনেরাল ম্যানেজার সুনমিত শর্মা পুরো বিষয়টি উল্লেখ করে বলেন, ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় । অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । 

Bengaluru, Jan 04 (ANI): A large number of Muslims had gathered and shouted anti-Sikh slogans and pelted stones outside the Nankana Sahib Gurdwara in Pakistan's Punjab on Jan 03. Speaking on it, Congress leader Ghulam Nabi Azad said, "I don't have much information about it. Nankana Sahib is a sacred place for Sikhs and people of all religions have respect for it. I won't comment on it until full information is available. If such an incident has occurred, all of us strongly condemn it."

Last Updated : Jan 5, 2020, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.