ETV Bharat / state

কিশোরী খুনে গ্রেফতার মামা ও দিদিমা - পূর্ব বর্ধমানের খবর

মৃত কিশোরী পায়েল খাতুন (17) খন্ডঘোষের লতিফপুর গ্রামে তার মায়ের সঙ্গে মামার বাড়িতে থাকত । পায়েলের কিছুটা মানসিক সমস্যা থাকায় সে প্রায় দিন বাড়ি ফিরত না । অভিযোগ, শনিবার বাড়ি ফিরতেই পায়েলকে তার মামা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে । এমনকি তার মাথায় খুব জোরে আঘাত করা হয় । ফলে সেখানেই সংজ্ঞা হারায় সে ।

a man and his mother arrested for allegedly killing his niece
কিশোরী খুনে গ্রেফতার মামা ও দিদিমা
author img

By

Published : Jun 6, 2021, 10:18 PM IST

বর্ধমান, 6 জুন : পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে এক কিশোরীকে খুনের ঘটনায় গ্রেফতার হল মামা ও দিদিমা । ঘটনাটি খণ্ডঘোষ থানা এলাকার । রবিবার ধৃতদের জেলা আদালতে তোলা হয়। এদের মধ্যে কিশোরীর মামা শেখ জিয়ারুল রহমানকে পাঁচদিনের পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরী পায়েল খাতুন (17) খন্ডঘোষের লতিফপুর গ্রামে তার মায়ের সঙ্গে মামার বাড়িতে থাকত । পায়েলের কিছুটা মানসিক সমস্যা থাকায় সে প্রায় দিন বাড়ি ফিরত না । গত কয়েকদিন ধরে সে বাইরেই এখানে ওখানে ঘুরে বেড়ায় । শনিবার বাড়ি ফিরতেই পায়েলকে তার মামা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে । এমনকি তার মাথায় খুব জোরে আঘাত করা হয় । ফলে সেখানেই সংজ্ঞা হারায় সে । সেই সময় পায়েলের মা বাড়িতে ছিল না ।

আরও পড়ুন : কোচবিহারের ঘোকসাডাঙায় বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের চেষ্টা

পায়েলের দিদিমা কুর্সিয়া বেগম ও মামী তাঁর মামাকে মারধর করতে প্ররোচনা দেয় বলে অভিযোগ । ঘটনার পরে পালিয়ে যায় জিয়ারুল রহমান । শনিবার রাতে কুর্সিয়া বেগমকে গ্রেফতার করে পুলিশ । আজ জিয়ারুলকে গ্রেফতার করা হয় । রবিবার দু‘জনকেই বর্ধমান জেলা আদালতে তোলা হয় । সেখানে জিয়ারুল রহমানকে পাঁচদিনের পুলিশ হেপাজতে নেয় পুলিশ । কুর্সিয়া বেগমকে জেল হেফাজতে পাঠানো হয়েছে ।

বর্ধমান, 6 জুন : পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে এক কিশোরীকে খুনের ঘটনায় গ্রেফতার হল মামা ও দিদিমা । ঘটনাটি খণ্ডঘোষ থানা এলাকার । রবিবার ধৃতদের জেলা আদালতে তোলা হয়। এদের মধ্যে কিশোরীর মামা শেখ জিয়ারুল রহমানকে পাঁচদিনের পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরী পায়েল খাতুন (17) খন্ডঘোষের লতিফপুর গ্রামে তার মায়ের সঙ্গে মামার বাড়িতে থাকত । পায়েলের কিছুটা মানসিক সমস্যা থাকায় সে প্রায় দিন বাড়ি ফিরত না । গত কয়েকদিন ধরে সে বাইরেই এখানে ওখানে ঘুরে বেড়ায় । শনিবার বাড়ি ফিরতেই পায়েলকে তার মামা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে । এমনকি তার মাথায় খুব জোরে আঘাত করা হয় । ফলে সেখানেই সংজ্ঞা হারায় সে । সেই সময় পায়েলের মা বাড়িতে ছিল না ।

আরও পড়ুন : কোচবিহারের ঘোকসাডাঙায় বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের চেষ্টা

পায়েলের দিদিমা কুর্সিয়া বেগম ও মামী তাঁর মামাকে মারধর করতে প্ররোচনা দেয় বলে অভিযোগ । ঘটনার পরে পালিয়ে যায় জিয়ারুল রহমান । শনিবার রাতে কুর্সিয়া বেগমকে গ্রেফতার করে পুলিশ । আজ জিয়ারুলকে গ্রেফতার করা হয় । রবিবার দু‘জনকেই বর্ধমান জেলা আদালতে তোলা হয় । সেখানে জিয়ারুল রহমানকে পাঁচদিনের পুলিশ হেপাজতে নেয় পুলিশ । কুর্সিয়া বেগমকে জেল হেফাজতে পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.