ETV Bharat / state

Kalna Rare Surgery: কালনায় অস্ত্রোপচারে জরায়ু থেকে বের হল 7 কেজির টিউমার - removed from uterus during surgery

এক মহিলার অস্ত্রোপচার করে জরায়ু থেকে সাত কেজি ওজনের টিউমার বের করলেন চিকিৎসকরা ৷ পূর্ব বর্ধমানের কালনার একটি বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার হয় ৷

Kalna Rare Surgery
Kalna Rare Surgery
author img

By

Published : May 31, 2023, 3:06 PM IST

কালনা (পূর্ব বর্ধমান), 31 মে: রোগীর একটা কিডনি ছোট, ফলে একটা কিডনিই কাজ করে । রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম ৷ এছাড়া আছে জরায়ুতে বড় টিউমার । এই অবস্থায় রিঙ্কু দেবনাথ নামে বছর একচল্লিশের রোগীকে জটিল অপারেশন করে সফল হলেন চিকিৎসকেরা । পূর্ব বর্ধমানের কালনার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই খবরের জেরে খুশি চিকিৎসক মহল ।

চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, রিঙ্কু দেবনাথের বাড়ি নদিয়ার শান্তিপুর এলাকায় । দীর্ঘদিন ধরে তাঁর অতিরিক্ত ব্লিডিং হচ্ছিল ৷ সেই কারণে দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি । পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. অভয় নাগের কাছে তিনি চিকিৎসা করাতে শুরু করেন । তাঁর আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় জরায়ুতে বড় টিউমার আছে । এদিকে একজন মহিলার যেখানে সাধারণ ভাবে রক্তে হিমোগ্লোবিন থাকা উচিত 12-16 গ্রাম প্রতি ডেসিলিটার, সেখানে রিংকুর হিমোগ্লোবিন ছিল 7.8 গ্রাম প্রতি ডেসিলিটার । ফলে কীভাবে জরায়ুর টিউমার অপারেশন করবেন চিকিৎসকেরা, তা ভেবে পাননি ।

চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁর শরীরে রক্ত দেওয়া হলেও অতিরিক্ত ব্লিডিং এর জন্য তা বের হয়ে যায় । অন্যদিকে দশের নিচে হিমোগ্লোবিন থাকলে অপারেশন করার ক্ষেত্রেও ঝুঁকি থেকে যায় । বিষয়টা নিয়ে চিকিৎসকেরা বাড়ির লোকের সঙ্গে কথা বলেন । তাঁদের সম্মতিতে ঝুঁকি নিয়ে ড. অভয় নাগের নেতৃত্বে একটা বেসরকারি নার্সিংহোমে প্রায় দেড় ঘণ্টার অপারেশন করা হয় । অপারেশন সফল হয় । রোগীর অবস্থা আপাতত স্থিতিশীল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে চিকিৎসক থেকে রোগীর পরিবার পরিজনেরা ।

ড. অভয় নাগ বলেন, ‘‘রিঙ্কু দেবনাথের বছর দুই তিন ধরে তাঁর পরিয়ডের সময় অত্যাধিক ব্লিডিং হতো । পেটে অসহ্য যন্ত্রণা হতো । আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় তাঁর জরায়ুতে টিউমার আছে । এদিকে দেখা যায় জন্মগতভাবে তাঁর ডানদিকের কিডনি ছোট । সেটা কোনও কাজ করে না । ফলে একটা কিডনিই তাঁর কাজ করে । হিমোগ্লোবিনের মাত্রা ছিল 7.8 গ্রাম প্রতি ডেসিলিটার । ফলে তাঁর শরীরে রক্ত দিয়ে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় । কিন্তু সমস্যা দেখা দেয় রোগীকে নিয়ে ৷ কারণ, হিমোগ্লোবিনের পরিমাণ দশ না থাকলে অপারেশন করার কথা নয় । কিন্তু বাড়ির লোকের সম্মতি থাকায় ঝুঁকি নিয়ে অপারেশন করা হয় । প্রায় এক থেকে দেড় ঘণ্টা অপারেশন করে সেই টিউমার বের করা হয় । টিউমারের ওজন প্রায় 7 কেজি । আপাতত রোগীর অবস্থা স্থিতিশীল ।’’

রোগীর ছেলে প্রবীর দেবনাথ বলেন, ‘‘মায়ের শরীরে রক্ত ছিল না । ফলে শরীর অসুস্থ ছিলেন । মাকে প্রথমে শান্তিপুর হাসপাতালে ভরতি করা হয়েছিল । পরে কালনায় একটা বেসরকারি নার্সিংহোমে ভরতি করা হয় । সেখানে চিকিৎসকেরা জটিল অপারেশন করে সফল হয়েছেন । ডাক্তারবাবুরা ভগবান আমাদের কাছে ।’’

আরও পড়ুন: জরায়ুতে সাড়ে পাঁচ কেজির টিউমার! জটিল অস্ত্রোপচারে নজির শিলিগুড়িতে

তবে প্রশ্ন উঠছে, ওই চিকিৎসক সরকারি হাসপাতালে কর্তব্যরত হয়েও কীভাবে বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচার করলেন ? কেন ওই রোগীকে কালনা মহকুমা হাসপাতালে অস্ত্রোপচার করা হল না ? অথবা কোনও মেডিক্যাল কলেজে কেন পাঠানো হল না ? এই বিষয়ে অবশ্য কোনও সদুত্তর মেলেনি ৷

কালনা (পূর্ব বর্ধমান), 31 মে: রোগীর একটা কিডনি ছোট, ফলে একটা কিডনিই কাজ করে । রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম ৷ এছাড়া আছে জরায়ুতে বড় টিউমার । এই অবস্থায় রিঙ্কু দেবনাথ নামে বছর একচল্লিশের রোগীকে জটিল অপারেশন করে সফল হলেন চিকিৎসকেরা । পূর্ব বর্ধমানের কালনার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই খবরের জেরে খুশি চিকিৎসক মহল ।

চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, রিঙ্কু দেবনাথের বাড়ি নদিয়ার শান্তিপুর এলাকায় । দীর্ঘদিন ধরে তাঁর অতিরিক্ত ব্লিডিং হচ্ছিল ৷ সেই কারণে দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি । পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. অভয় নাগের কাছে তিনি চিকিৎসা করাতে শুরু করেন । তাঁর আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় জরায়ুতে বড় টিউমার আছে । এদিকে একজন মহিলার যেখানে সাধারণ ভাবে রক্তে হিমোগ্লোবিন থাকা উচিত 12-16 গ্রাম প্রতি ডেসিলিটার, সেখানে রিংকুর হিমোগ্লোবিন ছিল 7.8 গ্রাম প্রতি ডেসিলিটার । ফলে কীভাবে জরায়ুর টিউমার অপারেশন করবেন চিকিৎসকেরা, তা ভেবে পাননি ।

চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁর শরীরে রক্ত দেওয়া হলেও অতিরিক্ত ব্লিডিং এর জন্য তা বের হয়ে যায় । অন্যদিকে দশের নিচে হিমোগ্লোবিন থাকলে অপারেশন করার ক্ষেত্রেও ঝুঁকি থেকে যায় । বিষয়টা নিয়ে চিকিৎসকেরা বাড়ির লোকের সঙ্গে কথা বলেন । তাঁদের সম্মতিতে ঝুঁকি নিয়ে ড. অভয় নাগের নেতৃত্বে একটা বেসরকারি নার্সিংহোমে প্রায় দেড় ঘণ্টার অপারেশন করা হয় । অপারেশন সফল হয় । রোগীর অবস্থা আপাতত স্থিতিশীল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে চিকিৎসক থেকে রোগীর পরিবার পরিজনেরা ।

ড. অভয় নাগ বলেন, ‘‘রিঙ্কু দেবনাথের বছর দুই তিন ধরে তাঁর পরিয়ডের সময় অত্যাধিক ব্লিডিং হতো । পেটে অসহ্য যন্ত্রণা হতো । আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় তাঁর জরায়ুতে টিউমার আছে । এদিকে দেখা যায় জন্মগতভাবে তাঁর ডানদিকের কিডনি ছোট । সেটা কোনও কাজ করে না । ফলে একটা কিডনিই তাঁর কাজ করে । হিমোগ্লোবিনের মাত্রা ছিল 7.8 গ্রাম প্রতি ডেসিলিটার । ফলে তাঁর শরীরে রক্ত দিয়ে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় । কিন্তু সমস্যা দেখা দেয় রোগীকে নিয়ে ৷ কারণ, হিমোগ্লোবিনের পরিমাণ দশ না থাকলে অপারেশন করার কথা নয় । কিন্তু বাড়ির লোকের সম্মতি থাকায় ঝুঁকি নিয়ে অপারেশন করা হয় । প্রায় এক থেকে দেড় ঘণ্টা অপারেশন করে সেই টিউমার বের করা হয় । টিউমারের ওজন প্রায় 7 কেজি । আপাতত রোগীর অবস্থা স্থিতিশীল ।’’

রোগীর ছেলে প্রবীর দেবনাথ বলেন, ‘‘মায়ের শরীরে রক্ত ছিল না । ফলে শরীর অসুস্থ ছিলেন । মাকে প্রথমে শান্তিপুর হাসপাতালে ভরতি করা হয়েছিল । পরে কালনায় একটা বেসরকারি নার্সিংহোমে ভরতি করা হয় । সেখানে চিকিৎসকেরা জটিল অপারেশন করে সফল হয়েছেন । ডাক্তারবাবুরা ভগবান আমাদের কাছে ।’’

আরও পড়ুন: জরায়ুতে সাড়ে পাঁচ কেজির টিউমার! জটিল অস্ত্রোপচারে নজির শিলিগুড়িতে

তবে প্রশ্ন উঠছে, ওই চিকিৎসক সরকারি হাসপাতালে কর্তব্যরত হয়েও কীভাবে বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচার করলেন ? কেন ওই রোগীকে কালনা মহকুমা হাসপাতালে অস্ত্রোপচার করা হল না ? অথবা কোনও মেডিক্যাল কলেজে কেন পাঠানো হল না ? এই বিষয়ে অবশ্য কোনও সদুত্তর মেলেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.