ETV Bharat / state

সিকিমের ধসে আটকে বর্ধমানের 62 পর্যটক - trapped

গতকাল বিকেল থেকে সিকিমের নামচি এলাকায় শুরু হয় প্রবল বৃষ্টিপাত । এরজেরে আটকে পড়ল 12টি পর্যটক বোঝাই গাড়ি ।

সিকিমের ধস
author img

By

Published : May 28, 2019, 11:41 AM IST

Updated : May 28, 2019, 11:47 AM IST

সিকিম, 28 মে : সিকিমে ভয়াবহ ধসে আটকে পড়লেন বর্ধমানের 62 জন পর্যটক । আটকে পড়েছে 12টি পর্যটক বোঝাই গাড়ি । এরমধ্যে বর্ধমানের দুটি বাস ও একটি চারচাকা গাড়িও রয়েছে ।

গতকাল বিকেল থেকে সিকিমের নামচি এলাকায় প্রবল বৃষ্টিপাত শুরু হয় । এরপর ধস নেমে আসলে বন্ধ হয়ে যায় নামচি থেকে পোলিং যাওয়ার রাস্তা । ফলে আটকে পড়েছেন অনেক পর্যটক ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পর্যটক সুকান্ত দাস বলেন, "বর্ধমান থেকে 62 জনের একটি দল সিকিম বেড়াতে এসেছিলাম । হঠাৎ করেই সোমবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয় । এরপরই ধস নামলে যান চলাচল বন্ধ হয়ে যায় । নামচি থেকে পোলিং যাওয়ার রাস্তা বন্ধ । এখন কী ভাবে বাড়ি পৌঁছাব তা নিয়ে দুশ্চিন্তায় আছি ।"

সিকিম, 28 মে : সিকিমে ভয়াবহ ধসে আটকে পড়লেন বর্ধমানের 62 জন পর্যটক । আটকে পড়েছে 12টি পর্যটক বোঝাই গাড়ি । এরমধ্যে বর্ধমানের দুটি বাস ও একটি চারচাকা গাড়িও রয়েছে ।

গতকাল বিকেল থেকে সিকিমের নামচি এলাকায় প্রবল বৃষ্টিপাত শুরু হয় । এরপর ধস নেমে আসলে বন্ধ হয়ে যায় নামচি থেকে পোলিং যাওয়ার রাস্তা । ফলে আটকে পড়েছেন অনেক পর্যটক ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পর্যটক সুকান্ত দাস বলেন, "বর্ধমান থেকে 62 জনের একটি দল সিকিম বেড়াতে এসেছিলাম । হঠাৎ করেই সোমবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয় । এরপরই ধস নামলে যান চলাচল বন্ধ হয়ে যায় । নামচি থেকে পোলিং যাওয়ার রাস্তা বন্ধ । এখন কী ভাবে বাড়ি পৌঁছাব তা নিয়ে দুশ্চিন্তায় আছি ।"

Intro:সিকিমে ভয়াবহ ধসে আটকে পড়ল বর্ধমানের পর্যটক দল

পুলক যশ, বর্ধমান

ভয়াবহ ধস নামলো সিকিমে। আর এর জেরে সেখানে আটকে পড়ল বর্ধমানের ৬২ জনের একটি পর্যটক দল। জানা গেছে সোমবার বিকেল থেকে সিকিমের নামচি এলাকায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এরপরে ধ্বস নামে। ফলে বন্ধ হয়ে যায় নামচি থেকে পেলিং যাওয়ার রাস্তা। সেখানে আটকে পড়ে বারোটি পর্যটক বোঝাই গাড়ি। এদের মধ্যে একটি বর্ধমানের পর্যটক দল আছে। বর্ধমানের দুটি বাস ও একটি চারচাকা গাড়ি সহ মোট ৬২ জন পর্যটক সেখানে গেছেন।
বর্ধমানের বাসিন্দা পর্যটক সুকান্ত দাস বলেন বর্ধমান থেকে ৬২ জনের একটি পর্যটক দল সিকিম বেড়াতে এসেছে সোমবার বিকেল থেকে নামচি থেকে ফেরার পথে প্রবল বৃষ্টি শুরু হয় তার সঙ্গে ধ্বস নামে। এরপরে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেখানে যে রাস্তা ছিল সেটার বোঝা যাচ্ছে না। সেখানে তারা আটকে পড়ে আছে। শুধু তারা নয় আরো বেশ কয়েকটি পর্যটক দল সেখানে আটকে আছে।Body:সিকিমের ভয়াবহ ধসে Conclusion:আটকে পড়ল বর্ধমানের পর্যটক দল
Last Updated : May 28, 2019, 11:47 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.