বর্ধমান, 22 জুলাই : বর্ধমান জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ মঙ্গলবার জেলায় আরও 52 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।
আক্রান্তদের মধ্যে 28 জন বর্ধমান শহরের রয়েছেন বাসিন্দা ৷ কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আগামী সাত দিনের জন্য বর্ধমান শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে জেলা প্রাশসনের তরফে ৷ একসঙ্গে 28 জন কোরোনায় আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে বর্ধমান শহরের বাসিন্দাদের মধ্যে ৷
এদিকে বর্ধমান মেডিকেল কলেজে কোরোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয় ৷ কোরোনার উপসর্গ থাকায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ এরপরই হাসপাতালের তরফে তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় ৷ পরে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয় ৷
তবে এপ্রসঙ্গে জেলা প্রশাসনের তরফে এখনও কিছু জানানো হয়নি ৷ এর আগেও পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু হয়েছিল ৷