ETV Bharat / state

Post Poll Violence: ভোট পরবর্তী হিংসায় গলসিতে আহত 5 জন - ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল

পারাজ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য জাহাঙ্গীর শেখকে ছুরি মারার অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। যদিও গ্রামবাসীদের দাবি, জাহাঙ্গীর শেখ মিথ্যে অভিযোগ করছে।

Etv Bharat
গলসিতে আহত 5 জন
author img

By

Published : Jul 14, 2023, 10:52 PM IST

গলসি, 14 জুলাই: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের গলসি ৷ বেশ কিছু বাড়ি ঘর ও দোকান ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় দুই পক্ষের ছ'জন আহত হয়েছে বলেও জানা গিয়েছে ৷ শুক্রবার বেলার দিকে আচমকা তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী-সমর্থক লাঠি-রড নিয়ে সিপিএমের কর্মী ও সমর্থকদের উপরে চড়াও হয় বলে অভিযোগ । ঘটনা গলসির এক নম্বর ব্লকের পারাজ পঞ্চায়েতের করকডাল গ্রামের। এক মহিলাকেও মাটিতে ফেলে বেধরক মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে । ঘটনায় চারজন সিপিএমের সমর্থক আহত হয়েছেন বলে খবর। আহতদের প্রথমে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

অন্যদিকে, পারাজ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য জাহাঙ্গীর শেখকে ছুরি মারার অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। যদিও গ্রামবাসীদের দাবি, জাহাঙ্গীর শেখ মিথ্যে অভিযোগ করছে। জাহাঙ্গীর যখন তাদের মারধর করছিল সেই সময়ে হাত চালাতে গিয়ে কাঁচের আঘাতে তার হাত কেটে যায়। আহত তাজমিরা বেগম বলেন, "তৃণমূল কংগ্রেস জেতার পর আমাদের ছেলেরা ভয়ে বাড়ি ছাড়া ছিল। এদিন সকালে তাঁরা গ্রামে ফেরে । গ্রামে আমার একটা দোকান আছে। সেই দোকান বন্ধ করে রাখা ছিল । সকালের দিকে সেই দোকান খুলি। আমার ছেলে বাড়ি ফিরতেই তাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারধর করতে থাকে । আমি প্রতিবাদ করলে আমাকে মাটিতে ফেলে মারধর করা হয় ।"

আরও পড়ুন: সমাজবিরোধীদের 'রক্ষাকবচ' দিচ্ছেন বিচারপতি ! অভিষেকের নিশানায় হাইকোর্ট

পাশাপাশি তাঁর দোকান ভাঙচুর করা হয় বলেও অভিযোগ ৷ তিনি বলেন, "একজন আমার দোকানে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি হাতে পায়ে ধরে তাদের নিরস্ত্র করি। সেই সময় আমাকে মারধর করার সময় একটা কাঁচে ধাক্কা লেগে একজনের হাত কেটে যায়।" তৃণমূল নেতা শেখ জাহাঙ্গীর বলেন, "গতকাল পারাজে সিপিএমের একটা বৈঠক হয়। আজ হঠাৎ করে গ্রামের সিপিএমের কর্মী সাগর মল্লিক, মুক্ত মল্লিক, ফটিক-সহ বেশ কয়েকজন আমার উপরে হামলা করে। আমি তখন মসজিদ তলায় বসে ছিলাম। তারা হঠাৎ এসে আমাকে ছুরি মারে । আমার হাতে আর গালে আঘাত লাগে।"

গলসি, 14 জুলাই: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের গলসি ৷ বেশ কিছু বাড়ি ঘর ও দোকান ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় দুই পক্ষের ছ'জন আহত হয়েছে বলেও জানা গিয়েছে ৷ শুক্রবার বেলার দিকে আচমকা তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী-সমর্থক লাঠি-রড নিয়ে সিপিএমের কর্মী ও সমর্থকদের উপরে চড়াও হয় বলে অভিযোগ । ঘটনা গলসির এক নম্বর ব্লকের পারাজ পঞ্চায়েতের করকডাল গ্রামের। এক মহিলাকেও মাটিতে ফেলে বেধরক মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে । ঘটনায় চারজন সিপিএমের সমর্থক আহত হয়েছেন বলে খবর। আহতদের প্রথমে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

অন্যদিকে, পারাজ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য জাহাঙ্গীর শেখকে ছুরি মারার অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। যদিও গ্রামবাসীদের দাবি, জাহাঙ্গীর শেখ মিথ্যে অভিযোগ করছে। জাহাঙ্গীর যখন তাদের মারধর করছিল সেই সময়ে হাত চালাতে গিয়ে কাঁচের আঘাতে তার হাত কেটে যায়। আহত তাজমিরা বেগম বলেন, "তৃণমূল কংগ্রেস জেতার পর আমাদের ছেলেরা ভয়ে বাড়ি ছাড়া ছিল। এদিন সকালে তাঁরা গ্রামে ফেরে । গ্রামে আমার একটা দোকান আছে। সেই দোকান বন্ধ করে রাখা ছিল । সকালের দিকে সেই দোকান খুলি। আমার ছেলে বাড়ি ফিরতেই তাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারধর করতে থাকে । আমি প্রতিবাদ করলে আমাকে মাটিতে ফেলে মারধর করা হয় ।"

আরও পড়ুন: সমাজবিরোধীদের 'রক্ষাকবচ' দিচ্ছেন বিচারপতি ! অভিষেকের নিশানায় হাইকোর্ট

পাশাপাশি তাঁর দোকান ভাঙচুর করা হয় বলেও অভিযোগ ৷ তিনি বলেন, "একজন আমার দোকানে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি হাতে পায়ে ধরে তাদের নিরস্ত্র করি। সেই সময় আমাকে মারধর করার সময় একটা কাঁচে ধাক্কা লেগে একজনের হাত কেটে যায়।" তৃণমূল নেতা শেখ জাহাঙ্গীর বলেন, "গতকাল পারাজে সিপিএমের একটা বৈঠক হয়। আজ হঠাৎ করে গ্রামের সিপিএমের কর্মী সাগর মল্লিক, মুক্ত মল্লিক, ফটিক-সহ বেশ কয়েকজন আমার উপরে হামলা করে। আমি তখন মসজিদ তলায় বসে ছিলাম। তারা হঠাৎ এসে আমাকে ছুরি মারে । আমার হাতে আর গালে আঘাত লাগে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.