ETV Bharat / state

বর্ধমানের কোরোনা হাসপাতালে ভরতি আরও 35 - কোরোনাভাইরাস খবর

প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বর্ধমানের কোরোনা হাসপাতালে রবিবার পর্যন্ত 33 জন ভরতি ছিল । গত 24 ঘণ্টায় ভরতি হয়েছে আরও 35 জন ।

Bardhaman
বর্ধমান
author img

By

Published : May 18, 2020, 8:50 PM IST

বর্ধমান , 18 মে : বর্ধমানের কোরোনা হাসপাতালে আজ ভরতি হল আরও 35 জন । গত 24 ঘণ্টায় কোনও রোগীর মৃত্যু হয়নি । জেলা প্রশাসনের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত কোরোনা হাসপাতালে মোট 53 জন ভরতি রয়েছে ।


প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী , রবিবার পর্যন্ত 33 জন ভরতি ছিল । গত 24 ঘণ্টায় ভরতি হয়েছে আরও 35 জন । 15 জন সুস্থ হয়ে যাওয়ায় তাদের ছুটি দেওয়া হয়েছে । এখন সেখানে 53 জন ভরতি আছে । তাদের মধ্যে ক্রিটিকাল কেয়ার ইউনিটে রয়েছে 8 জন । শ্বাসকষ্ট থাকায় 11 জনকে অক্সিজেন দেওয়া হচ্ছে ।

অন্যদিকে ফ্লু আউটডোরে গত 24 ঘণ্টায় 669 জনের পরীক্ষা করা হয়েছে । ফ্লু এমার্জেন্সি বিভাগে 438 জনকে পরীক্ষা করে দেখা হয়েছে ৷ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে , রবিবার 398 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । এর মধ্যে 213 জনের নমুনা পরীক্ষার জন্য কলকাতার RG কর হাসপাতালে ও 185 জনের নমুনা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষা করা হচ্ছে ।

বর্ধমান , 18 মে : বর্ধমানের কোরোনা হাসপাতালে আজ ভরতি হল আরও 35 জন । গত 24 ঘণ্টায় কোনও রোগীর মৃত্যু হয়নি । জেলা প্রশাসনের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত কোরোনা হাসপাতালে মোট 53 জন ভরতি রয়েছে ।


প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী , রবিবার পর্যন্ত 33 জন ভরতি ছিল । গত 24 ঘণ্টায় ভরতি হয়েছে আরও 35 জন । 15 জন সুস্থ হয়ে যাওয়ায় তাদের ছুটি দেওয়া হয়েছে । এখন সেখানে 53 জন ভরতি আছে । তাদের মধ্যে ক্রিটিকাল কেয়ার ইউনিটে রয়েছে 8 জন । শ্বাসকষ্ট থাকায় 11 জনকে অক্সিজেন দেওয়া হচ্ছে ।

অন্যদিকে ফ্লু আউটডোরে গত 24 ঘণ্টায় 669 জনের পরীক্ষা করা হয়েছে । ফ্লু এমার্জেন্সি বিভাগে 438 জনকে পরীক্ষা করে দেখা হয়েছে ৷ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে , রবিবার 398 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । এর মধ্যে 213 জনের নমুনা পরীক্ষার জন্য কলকাতার RG কর হাসপাতালে ও 185 জনের নমুনা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষা করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.