ETV Bharat / state

জনরোষের মুখে কাটমানি ফেরতের প্রতিশ্রুতি তৃণমূল নেতাদের

কাটমানি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিন তৃণমূল নেতা । ঘটনা পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ও আউসগ্রামের ।

তৃণমূল নেতাদের
author img

By

Published : Jun 23, 2019, 9:25 PM IST

Updated : Jun 23, 2019, 11:09 PM IST

আউশগ্রাম, 23 জুন : জনরোষের মুখে পড়ে কাটমানি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিন তৃণমূল কংগ্রেস নেতা । ঘটনাটি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ও আউসগ্রামের । তাঁদের নাম উজ্জ্বল মণ্ডল ,অপূর্ব ঘোষ ও কালীময় গঙ্গোপাধ্যায় ।

cut money
সালিশি সভা

সম্প্রতি, কাউন্সিলরদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন । এরপরেই পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে BJP-র চানক অঞ্চল কমিটির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফর্ম বিলি করা হয় । ফর্মে শাসক দলের কোন নেতা আবাস যোজনা প্রকল্পের জন্য কত কাটমানি নিয়েছিলেন তা লিখে জানাতে বলা হয় উপভোক্তাদের । তারপর আজ দুপুরে বিষয়টি নিয়ে চানক গ্রামে সালিশি সভা বসে । সেখানে অভিযুক্ত দুই তৃণমূল কর্মী অপূর্ব ও কালীময় । এছাড়া উপস্থিত ছিলেন গণপুর, জালপাড়াসহ অন্যান্য গ্রামের উপভোক্তারা । সেখানে ওই দুই তৃণমূলকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা । জনরোষের মুখে ওই দুই তৃণমূলকর্মী কাটমানি নেওয়ার কথা স্বীকার করে নেন । তিন মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন তাঁরা।

ভিডিয়োয় শুনুন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতার বক্তব্য

অন্যদিকে, কাটমানি ফেরত নেওয়ার অভিযোগে আউসগ্রামের রামনগরে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা । আজ সকালে স্থানীয় তৃণমূল নেতা উজ্জ্বল মণ্ডলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । তাঁদের অভিযোগ, একশো দিনের প্রকল্পে কয়েক লাখ টাকা কাটমানি নিয়েছেন ওই নেতা । এছাড়া, সরকারি আবাস যোজনাতেও উপভোক্তাদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছেন তিনি । গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে 20 দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি । উজ্জ্বলবাবু বলেন, "দলের স্বার্থে সরকারি আবাস যোজনায় টাকা নিয়েছিলাম । ওই টাকায় দলের কর্মসূচির কাজে খরচ করা হয়েছে ।"

আউশগ্রাম-২ তৃণমূল অঞ্চল সভাপতি রামকৃষ্ণ ঘোষ বলেন, "আমরা দলীয় কর্মীদের কাটমানি নেওয়া যাবে না বলে সতর্ক করেছিলাম । এরপরেও, যদি উজ্জ্বল কাটমানি নিয়ে থাকে, তাহলে তার দায়িত্ব দল নেবে না ।"

আউশগ্রাম, 23 জুন : জনরোষের মুখে পড়ে কাটমানি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিন তৃণমূল কংগ্রেস নেতা । ঘটনাটি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ও আউসগ্রামের । তাঁদের নাম উজ্জ্বল মণ্ডল ,অপূর্ব ঘোষ ও কালীময় গঙ্গোপাধ্যায় ।

cut money
সালিশি সভা

সম্প্রতি, কাউন্সিলরদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন । এরপরেই পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে BJP-র চানক অঞ্চল কমিটির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফর্ম বিলি করা হয় । ফর্মে শাসক দলের কোন নেতা আবাস যোজনা প্রকল্পের জন্য কত কাটমানি নিয়েছিলেন তা লিখে জানাতে বলা হয় উপভোক্তাদের । তারপর আজ দুপুরে বিষয়টি নিয়ে চানক গ্রামে সালিশি সভা বসে । সেখানে অভিযুক্ত দুই তৃণমূল কর্মী অপূর্ব ও কালীময় । এছাড়া উপস্থিত ছিলেন গণপুর, জালপাড়াসহ অন্যান্য গ্রামের উপভোক্তারা । সেখানে ওই দুই তৃণমূলকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা । জনরোষের মুখে ওই দুই তৃণমূলকর্মী কাটমানি নেওয়ার কথা স্বীকার করে নেন । তিন মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন তাঁরা।

ভিডিয়োয় শুনুন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতার বক্তব্য

অন্যদিকে, কাটমানি ফেরত নেওয়ার অভিযোগে আউসগ্রামের রামনগরে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা । আজ সকালে স্থানীয় তৃণমূল নেতা উজ্জ্বল মণ্ডলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । তাঁদের অভিযোগ, একশো দিনের প্রকল্পে কয়েক লাখ টাকা কাটমানি নিয়েছেন ওই নেতা । এছাড়া, সরকারি আবাস যোজনাতেও উপভোক্তাদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছেন তিনি । গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে 20 দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি । উজ্জ্বলবাবু বলেন, "দলের স্বার্থে সরকারি আবাস যোজনায় টাকা নিয়েছিলাম । ওই টাকায় দলের কর্মসূচির কাজে খরচ করা হয়েছে ।"

আউশগ্রাম-২ তৃণমূল অঞ্চল সভাপতি রামকৃষ্ণ ঘোষ বলেন, "আমরা দলীয় কর্মীদের কাটমানি নেওয়া যাবে না বলে সতর্ক করেছিলাম । এরপরেও, যদি উজ্জ্বল কাটমানি নিয়ে থাকে, তাহলে তার দায়িত্ব দল নেবে না ।"

Intro:সালিশি সভাতে কাটমানির টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিল দুই তৃণমূল কর্মী

পুলক যশ, মঙ্গলকোট

গ্রামের মধ্যে সালিশি সভা বসিয়ে কাটমানি টাকা নেওয়ার কথা স্বীকার কুরানো হল দুই তৃণমূল কর্মীকে। জনরোষের মুখে পড়ে ওই সভাতেই অপূর্ব ঘোষ ও কালীময় গঙ্গোপাধ্যায় নামে দুই তৃণমূল নেতা কাটমানির টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়ে তিনমাসের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী কাটমানির টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ার পরই বিজেপির চানক অঞ্চল কমিটির পক্ষ থেকে গ্রামবাসীদের মধ্যে একটা ফর্ম বিলি করা হয়েছিল। যেখানে উপভোক্তারা সেই কাগজে সই করে জানিয়ে দিয়েছিলেন শাসক দলের কোন নেতা আবাস যোজনা প্রকল্পের জন্য কত পরিমান টাকা নিয়েছিলেন। রবিবার দুপুরে মঙ্গলকোটের চানক গ্রামের ষষ্ঠী তলায় এই নিয়ে একটা সালিশি সভা বসে। সেখানে অভিযুক্ত দুজন তৃণমূল কর্মী ছাড়াও স্থানীয় গণপুর, জালপাড়া,দশাদিঘি প্রভৃতি গ্রামের শতাধিক লোক ওই সভায় উপস্থিত ছিলেন। জনরোষের মুখে পড়ে ওই দুই তৃণমূল কর্মী কাটমানি নেওয়ার কথা স্বীকার করে নেন। তারা জানিয়েছেন চানক এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি সেখ রমজানের মাধ্যমে সেই টাকা দলের ফান্ডে জমা পড়েছে। তবে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত তিন মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয় বিজেপি নেতা প্রসেনজিৎ লাহা বলেন আবাস যোজনা প্রকল্পের টাকা উপভোক্তাদের কাছ থেকে কেউ পাঁচ থেকে দশহাজার টাকা করে নেওয়া হয়েছিল। এইভাবে গ্রামের বাগদী পাড়া, আদিবাসী পাড়া এলাকা থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা নেওয়া হয়েছিল। এরপর পাড়া ভিত্তিক তৃণমূল কর্মীদের কাছে গিয়ে টাকা ফেরত দেওয়ার জন্য আবেদন জানানো হয়। এই বিষয়ে তৃণমূল নেতা শেখ রমজান বলেন অপূর্ব ঘোষ ও কালিময় গঙ্গোপাধ্যায় আমাদের দলের কেউ নয়। ওরা বিজেপির লোক। পরিকল্পনা করে আমার দলে বদনাম করছে। সালিশি সভা বসিয়ে প্রচার করছে। তার বিরুদ্ধে থানায় এফআইআর করা হবে।Body:সালিশি সভাতেConclusion:কাটমানি নেওয়ার কথা স্বীকার
Last Updated : Jun 23, 2019, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.