ETV Bharat / state

দুর্ঘটনায় আহত রাজ্য মহিলা ক্রিকেট দলের 3 নির্বাচক - রাজ্য মহিলা ক্রিকেট দল

রাজ্য মহিলা ক্রিকেট দলের ওই তিন নির্বাচক বীরভূমের দুবরাজপুরে সিলেকশন ক্যাম্পে যোগ দিতে যাচ্ছিলেন ৷ কলকাতা থেকে বর্ধমান হয়ে দুবরাজপুর যাওয়ার পথে বর্ধমানের পালসিটের পাশে দুর্ঘটনাটি ঘটে ।

সিএবি
author img

By

Published : Nov 3, 2019, 9:00 PM IST

বর্ধমান, 3 নভেম্বর : কলকাতা থেকে সিউড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তিন মহিলা নির্বাচক । পূর্ণিমা চৌধুরি, শ্যামা সাউ এবং চন্দনা মুখার্জি নামে ওই তিন মহিলা নির্বাচন এবং গাড়ির চালক বিশ্বজিৎ তারিদাকে বর্ধমানের একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে । খবর পেয়ে তাঁদের দেখতে কলকাতা থেকে আসেন CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া ।


রাজ্য মহিলা ক্রিকেট দলের ওই তিন নির্বাচক বীরভূমের দুবরাজপুরে সিলেকশন ক্যাম্পে যোগ দিতে যাচ্ছিলেন ৷ কলকাতা থেকে বর্ধমান হয়ে দুবরাজপুর যাওয়ার পথে বর্ধমানের পালসিটের পাশে দুর্ঘটনাটি ঘটে । পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে তাঁদের গাড়িটি ধাক্কা মারে । স্থানীয় বাসিন্দা এবং জাতীয় সড়কের দায়িত্বে থাকা কর্মীরা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বর্ধমানের ওই নার্সিংহোমে ভরতি করেন ।


পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ঘটনার পরেই DSP ট্র্যাফিক ঘটনাস্থানে যান । গাড়িতে রাজ্য মহিলা ক্রিকেট দলের তিন নির্বাচক ছিলেন । তাঁদের পাশাপাশি গাড়ির চালক আহত হয়েছেন । দু্র্ঘটনার খবর পেয়ে বর্ধমানের ওই নার্সিংহোমে আসেন CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া । তিনি জানান, 3 নির্বাচকের অবস্থা স্থিতিশীল । একজন জেনেরাল বেডে রয়েছেন ৷ আর 2 নির্বাচক ও গাড়ির চালক ICU-তে ভরতি ৷ চিকিৎসকদের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ আগামীকাল তাঁদের কলকাতায় নিয়ে যাওয়া হবে ৷

বর্ধমান, 3 নভেম্বর : কলকাতা থেকে সিউড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তিন মহিলা নির্বাচক । পূর্ণিমা চৌধুরি, শ্যামা সাউ এবং চন্দনা মুখার্জি নামে ওই তিন মহিলা নির্বাচন এবং গাড়ির চালক বিশ্বজিৎ তারিদাকে বর্ধমানের একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে । খবর পেয়ে তাঁদের দেখতে কলকাতা থেকে আসেন CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া ।


রাজ্য মহিলা ক্রিকেট দলের ওই তিন নির্বাচক বীরভূমের দুবরাজপুরে সিলেকশন ক্যাম্পে যোগ দিতে যাচ্ছিলেন ৷ কলকাতা থেকে বর্ধমান হয়ে দুবরাজপুর যাওয়ার পথে বর্ধমানের পালসিটের পাশে দুর্ঘটনাটি ঘটে । পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে তাঁদের গাড়িটি ধাক্কা মারে । স্থানীয় বাসিন্দা এবং জাতীয় সড়কের দায়িত্বে থাকা কর্মীরা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বর্ধমানের ওই নার্সিংহোমে ভরতি করেন ।


পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ঘটনার পরেই DSP ট্র্যাফিক ঘটনাস্থানে যান । গাড়িতে রাজ্য মহিলা ক্রিকেট দলের তিন নির্বাচক ছিলেন । তাঁদের পাশাপাশি গাড়ির চালক আহত হয়েছেন । দু্র্ঘটনার খবর পেয়ে বর্ধমানের ওই নার্সিংহোমে আসেন CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া । তিনি জানান, 3 নির্বাচকের অবস্থা স্থিতিশীল । একজন জেনেরাল বেডে রয়েছেন ৷ আর 2 নির্বাচক ও গাড়ির চালক ICU-তে ভরতি ৷ চিকিৎসকদের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ আগামীকাল তাঁদের কলকাতায় নিয়ে যাওয়া হবে ৷

Intro:বীরভূমে সিলেকশন ক্যাম্পে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় আহত রাজ্য মহিলা ক্রিকেট দলের তিন মহিলা নির্বাচক

সন্তোষ দাস, বর্ধমান

কলকাতা থেকে সিউড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তিন মহিলা নির্বাচক। আহত অবস্থায় পূর্ণিমা চৌধুরী, শ্যামা সাউ, চন্দনা মুখার্জি এবং গাড়ির ড্রাইভার বিশ্বজিৎ তারিদাকে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তাদের দেখতে কলকাতা থেকে ছুটে আসেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে এদিকে কলকাতা থেকে বর্ধমান হয়ে দুবরাজপুর যাবার পথে বর্ধমানের পালসিটের পাশে দুর্ঘটনাটি ঘটে।তারা বীরভূমের দুবরাজপুরে একটি সিলেকশন ক্যাম্পে যোগ দিতে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ওই নির্বাচকদের গাড়িটি সজোরে ধাক্কা মারে। এর পরেই স্থানীয় বাসিন্দারা এবং জাতীয় সড়কের দায়িত্বে থাকা কর্মীরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে বর্ধমানের ভর্তি করে।
পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন ঘটনার পরেই ডিএসপি ট্রাফিক ঘটনাস্থলে গেছেন। গাড়িতে রাজ্য মহিলা ক্রিকেট দলের তিন নির্বাচক সদস্য ছিলেন। সেই সঙ্গে গাড়ির ড্রাইভার আহত হয়েছেন। এদিকে এ ঘটনার খবর পেয়ে বর্ধমানের ওই নার্সিংহোমে ছুটে আসেন সিএবির প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। তিনি জানান মহিলাদের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের সঙ্গে কথা বলে আরো কিভাবে উন্নতমানের চিকিতসার ব্যবস্থা করা যায় সেটা করা হচ্ছে।Body:বীরভূমে সিলেকশন Conclusion:ক্যাম্পে যোগ দিতে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.