ETV Bharat / state

শৌচাগারের কুয়ো কাটতে নেমে মৃত 3 - মন্তেশ্বর

শৌচাগারের চেম্বারের পাশে নতুন করে কুয়ো কাটতে নেমে পূর্ব বর্ধমানের ধেনুয়া গ্রামে মৃত তিন জন ৷

3 death at Monteswar
শৌচাগারের কুয়ো কাটতে নেমে মৃত 3
author img

By

Published : Mar 13, 2020, 7:13 PM IST

Updated : Mar 13, 2020, 8:03 PM IST

মন্তেশ্বর, 13 মার্চ : শৌচাগারের চেম্বারের পাশে নতুন করে কুয়ো কাটতে নেমে মৃত্যু হল বাড়ির মালিক-সহ তিন জনের । মৃতরা হলেন জাকির শেখ (38), লিয়াকত শেখ (28) ও ফকির শেখ (41) । পূর্ব বর্ধমানের মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের ধেনুয়া গ্রামের ঘটনা ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ধেনুয়া গ্রামের বাসিন্দা ফকির শেখের বাড়ির শৌচাগারের চেম্বার ভরতি হয়ে যাওয়ায় পাশে নতুন করে কুয়ো কাটার কাজ চলছিল ৷ 25 ফুট গভীরতায় কুয়ো কাটতে নেমেছিলেন এক শ্রমিক ৷ তিনি অনেকক্ষণ পরেও উঠে না আসায় দ্বিতীয়জন নিচে নামেন এবং বাঁচানোর আর্তি জানিয়ে চিৎকার করে ওঠেন ৷ তাঁদের তুলতেই কুয়োতে নামেন বাড়ির মালিক ফকির শেখ নিজে ৷ কিন্তু কেউ উপরে উঠে আসেননি ৷ পরে পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে তিনজনকে কুয়ো থেকে উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে পাঠায় ৷ সেখানে তাঁদের মৃত ঘোষণা করা হয় ৷

শৌচাগারের কুয়ো কাটতে নেমে মৃত 3

পুলিশের প্রাথমিক অনুমান, কুয়োর মধ্যে কোনও বিষাক্ত গ্যাস ছিল ৷ সে কারণেই তাঁদের মৃত্যু হয়েছে ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷

মন্তেশ্বর, 13 মার্চ : শৌচাগারের চেম্বারের পাশে নতুন করে কুয়ো কাটতে নেমে মৃত্যু হল বাড়ির মালিক-সহ তিন জনের । মৃতরা হলেন জাকির শেখ (38), লিয়াকত শেখ (28) ও ফকির শেখ (41) । পূর্ব বর্ধমানের মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের ধেনুয়া গ্রামের ঘটনা ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ধেনুয়া গ্রামের বাসিন্দা ফকির শেখের বাড়ির শৌচাগারের চেম্বার ভরতি হয়ে যাওয়ায় পাশে নতুন করে কুয়ো কাটার কাজ চলছিল ৷ 25 ফুট গভীরতায় কুয়ো কাটতে নেমেছিলেন এক শ্রমিক ৷ তিনি অনেকক্ষণ পরেও উঠে না আসায় দ্বিতীয়জন নিচে নামেন এবং বাঁচানোর আর্তি জানিয়ে চিৎকার করে ওঠেন ৷ তাঁদের তুলতেই কুয়োতে নামেন বাড়ির মালিক ফকির শেখ নিজে ৷ কিন্তু কেউ উপরে উঠে আসেননি ৷ পরে পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে তিনজনকে কুয়ো থেকে উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে পাঠায় ৷ সেখানে তাঁদের মৃত ঘোষণা করা হয় ৷

শৌচাগারের কুয়ো কাটতে নেমে মৃত 3

পুলিশের প্রাথমিক অনুমান, কুয়োর মধ্যে কোনও বিষাক্ত গ্যাস ছিল ৷ সে কারণেই তাঁদের মৃত্যু হয়েছে ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷

Last Updated : Mar 13, 2020, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.