বর্ধমান, 16 এপ্রিল :দেশে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ 15 এপ্রিল পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে 6 লাখ 36 হাজার 885 জন ৷ 15 এপ্রিল পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে 10 হাজার 480 জনের ৷ এদিকে, নতুন করে পূর্ব বর্ধমানে করোনায় আক্রান্ত হলেন 202 জন। এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 13 হাজার 244 জন । এদের মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 12 হাজার 230 জন । জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, পূর্ব বর্ধমানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 180 জনের ।
আক্রান্ত 202 জনের মধ্যে আউশগ্রাম এক ব্লকে ছয় জন, আউশগ্রাম দুই ব্লকে চার জন, বর্ধমান পৌরসভা এলাকায় 88 জন, ভাতার ব্লকে আট জন , বর্ধমান এক ব্লকে 13 জন, বর্ধমান দুই ব্লকে 10 জন, গলসি এক ব্লকে চারজন, গলসি দুই ব্লকে তিনজন, জামালপুর ব্লকে সাতজন, কালনা এক ব্লকে দুইজন, কালনা দুই ব্লকে একজন, কেতুগ্রাম এক ব্লকে দুই জন, কেতুগ্রাম দুই ব্লকে দুই জন, কাটোয়া পৌরসভা এলাকায় চার জন, কাটোয়া দুই ব্লকে একজন, খন্ডঘোষ ব্লকে চারজন, মন্তেশ্বর ব্লকে তিনজন , মেমারি এক ব্লকে ছয়জন, মেমারি দুই ব্লকে চারজন, মেমারি পৌরসভা এলাকায় চারজন, মঙ্গলকোট ব্লকে তিনজন, পূর্বস্থলী দুই ব্লকে দুইজন , রায়না এক ব্লকে নয়জন , রায়না দুই ব্লকে একজন ও অন্য জেলা থেকে বর্ধমানে এসে সাতজন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন : দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড, আক্রান্ত প্রায় সাত হাজার
আক্রান্তদের মধ্যে ছয় জনের দেহে উপসর্গ মিলেছে । বাকি 106 জন উপসর্গহীন। অবশ্য করোনা রোগীর সংস্পর্শে এসে এখনও পর্যন্ত কেউ আক্রান্ত হননি। 202 জনের ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে । জেলায় সুস্থতার হার 92.34 শতাংশ ও মৃত্যুর হার 1.36 শতাংশ।