ভাতার, 20 সেপ্টেম্বর: মাঠে ভেড়া চড়িয়ে ফেরার সময় পথদুর্ঘটনায় মৃ্ত্যু দুই মহিলার ৷ রাস্তা চলার সময়ে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই দুই মহিলার । বুধবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের বনগোনা চন্দ্রপুর রোডে সেলেন্ডা গ্রামে। মৃতের নাম শেফালি মাঝি (67) ও কল্পনা সাঁতরা (56)। দু‘জনেই ভাতারের সেলেন্ডা গ্রামের বাসিন্দা । ভাতার থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিনও শেফালি মাঝি ও কল্পনা সাঁতরা সেলেন্ডা গ্রামের প্রান্তে একটা মাঠে গোরু চড়াতে গিয়েছিলেন । দুপুর নাগাদ তাঁরা বলগোনা-চন্দ্রপুর রোড ধরে বাড়ি ফিরছিলেন, সেই সময় একটা গাড়ি তাদের দু’জনকে ধাক্কা মেরে পালিয়ে যায় । রক্তাক্ত অবস্থায় ওই দুই মহিলা রাস্তার উপরে পড়ে থাকেন । স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে গুরুতু আহত অবস্থায় উদ্ধার করে ভাতারের স্থানীয় হাসপাতালে নিয়ে যায় । সেখানে একজনের মৃত্যু হয়। আরও একজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলেও শেষ রক্ষা হয়নি । সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৷
এলাকাবাসীর দাবি যে দু’জন মহিলা মারা গিয়েছেন তাঁদের আর্থিক অবস্থা খুবই খারাপ । ভেড়া চড়িয়ে ও জমিতে কাজকর্ম করে তাদের সংসার চলে। এই অবস্থায় দু’জনের মৃত্যু হওয়ায় পরিবার দু’টি কঠিন পরিস্থিতিতে পড়ে গেল। প্রশাসনের পরিবারের সদস্য কাজের ব্যবস্থা কারার জন্য দাবি জানায় ৷
ঘটনা প্রসঙ্গেই প্রতিবেশী প্রণব পাঁজা বলেন, "গ্রামের দু’জন মাঠে ভেড়া চড়িয়ে ফিরছিল সেই সময় একটা চারচাকা গাড়ি দুজনকে ধাক্কা মারে । এদের মধ্যে একজন মহিলাকে ভাতার হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। অপরজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয় ।"
আরও পড়ুন: হলদিয়ায় বেপরোয়া লরির ধাক্কার মৃত মহিলা-সহ 2, জখম 8
মৃত শেফালি মাঝির ছেলে সুনীল মাঝি বলেন, "আমার মা মাঠে ভেড়া চড়াতে গিয়েছিল । সেখান থেকে রাস্তা ধরে ফেরার পথে একটা চারচাকা গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় । ঘটনায় আমার মা ও আরও একজন মহিলার মৃত্যু হয়েছে । আমরা যাতে ক্ষতিপূরণ পাই প্রশাসন যেন সেই ব্যবস্থা করে দেয়।’’