বর্ধমান, 7 জুন : পূর্ব বর্ধমান জেলায় গত 24 ঘন্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে আরও দু'জন । এর জেরে সেখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 126 । এখনও পর্যন্ত 108 জনকে ছুটি দেওয়া হয়েছে । 18 জনের চিকিৎসা চলছে ।
জেলায় আরও দু'জন কোরোনা রোগীর খোঁজ পাওয়া গেলেও আক্রান্তের হার অনেকটাই কমেছে । পরিযায়ী শ্রমিকদের নিয়ে ফেরা ট্রেনের সংখ্যাও কমতে শুরু করেছে । রবিবার বর্ধমানে চারটি ট্রেন এসেছে । সেখান থেকে 525 জনকে জেলার একাধিক জায়গায় পাঠানোর ব্যবস্থা করেছে প্রশাসন ।
জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে, জেলায় এখন 93টি কন্টেনমেন্ট জ়োন রয়েছে । যে শ্রমিকরা জেলায় আসছেন তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হচ্ছে । তবে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে আসা শ্রমিকদের পরীক্ষা ছাড়াও কড়া নজরদারিতে রাখা হচ্ছে।