ETV Bharat / state

পূর্ব বর্ধমানে বিশ্ব বাংলা শারদ সম্মানে মনোনীত 12 টি পুজো - বিশ্ব বাংলা পুরস্কারের জন্য মনোনীত বর্ধমানের ১২ টি পুজো

জেলার মোট 12 টি পুজোকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে । জেলার সেরা পুজোর তালিকায় স্থান পেয়েছে বড়শুল জাগরণী, কাটোয়ার নানাগড় সবুজ সংঘ ও সবুজ সংঘ ।

12 pujas of Burdwan nominated for World Bangla Award
বিশ্ব বাংলা পুরস্কারের জন্য মনোনীত বর্ধমানের ১২ টি পুজো
author img

By

Published : Oct 23, 2020, 2:22 PM IST

বর্ধমান , 23 অক্টোবর : ঘোষণা করা হল বিশ্ব বাংলা শারদ সম্মান । গতকাল পূর্ব বর্ধমান জেলার সেরা পুজো , সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা কোরোনা অ্যাওয়ারনেস পুজো কমিটিকে বেছে নেওয়া হয় ।

পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে , জেলার মোট 12 টি পুজোকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে । জেলার সেরা পুজোর তালিকায় স্থান পেয়েছে বড়শুল জাগরণী, কাটোয়ার নানাগড় সবুজ সংঘ ও বর্ধমান সদরের সবুজ সংঘ । সেরা প্রতিমার জন্য পুরস্কার পাচ্ছে কালনার পুরাতন বাসস্ট্যান্ড বারোয়ারি ব্যবসায়ী সমিতি, কাটোয়ার আমরা সবাই ও বর্ধমান সদরের নির্ভীক সংঘ । সেরা মণ্ডপের জন্য বেছে নেওয়া হয়েছে বড়শুল ইয়ং মেনস' অ্যাসোসিয়েশন, কেশবগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব ও ইছলাবাদ পদ্মশ্রী সংঘকে । কোরোনা সচেতনার জন্য পুরস্কৃত করা হচ্ছে বর্ধমান সদরের পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি, বর্ধমান দক্ষিণের খণ্ডঘোষ তাঁতিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও মেমারি সারদাপল্লি অরবিন্দ পল্লি রিক্রিয়েশন ক্লাবকে ।

জেলা প্রশাসন সূত্রে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ মানার জন্য সমস্ত পুজো কমিটির কাছে অনুরোধ করা হয়েছে । কোনও পুজো কমিটি নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

বর্ধমান , 23 অক্টোবর : ঘোষণা করা হল বিশ্ব বাংলা শারদ সম্মান । গতকাল পূর্ব বর্ধমান জেলার সেরা পুজো , সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা কোরোনা অ্যাওয়ারনেস পুজো কমিটিকে বেছে নেওয়া হয় ।

পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে , জেলার মোট 12 টি পুজোকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে । জেলার সেরা পুজোর তালিকায় স্থান পেয়েছে বড়শুল জাগরণী, কাটোয়ার নানাগড় সবুজ সংঘ ও বর্ধমান সদরের সবুজ সংঘ । সেরা প্রতিমার জন্য পুরস্কার পাচ্ছে কালনার পুরাতন বাসস্ট্যান্ড বারোয়ারি ব্যবসায়ী সমিতি, কাটোয়ার আমরা সবাই ও বর্ধমান সদরের নির্ভীক সংঘ । সেরা মণ্ডপের জন্য বেছে নেওয়া হয়েছে বড়শুল ইয়ং মেনস' অ্যাসোসিয়েশন, কেশবগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব ও ইছলাবাদ পদ্মশ্রী সংঘকে । কোরোনা সচেতনার জন্য পুরস্কৃত করা হচ্ছে বর্ধমান সদরের পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি, বর্ধমান দক্ষিণের খণ্ডঘোষ তাঁতিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও মেমারি সারদাপল্লি অরবিন্দ পল্লি রিক্রিয়েশন ক্লাবকে ।

জেলা প্রশাসন সূত্রে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ মানার জন্য সমস্ত পুজো কমিটির কাছে অনুরোধ করা হয়েছে । কোনও পুজো কমিটি নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.