ETV Bharat / state

Environmental Awareness: 'আমার গায়ে আগুন লাগাস না', পরিবেশ বাঁচাতে জঙ্গলে 3 হাজার পোস্টারে আবেদন যুবকের - Environmental Awareness

মেদিনীপুর শহর সংলগ্ন জঙ্গলের রাস্তা ধরে গেলে চোখে পড়বে সেখানে গাছেদের গায়ে প্ল্যাকার্ড লাগানো রয়েছে ৷ কাছে গিয়ে পড়লে বুঝতে পারবেন গাছেরা যেন নিজেদের কষ্ট আপনাকে বলছে(Awareness to Environment Save)৷

ETV Bharat
গাছের গায়ে প্ল্যাকার্ড লাগিয়ে সচেতনতার বার্তা দিচ্ছে মেদিনীপুরের পরিবেশপ্রেমী সংগঠন
author img

By

Published : Jan 4, 2023, 10:00 PM IST

গাছের গায়ে প্ল্যাকার্ড লাগিয়ে সচেতনতার বার্তা দিচ্ছে মেদিনীপুরের পরিবেশপ্রেমী সংগঠন

মেদিনীপুর, 4 জানুয়ারি: একদিকে সংসার চালাতে গ্রিলের কাজ আর অপরদিকে পরিবেশের ভারসাম্য় রক্ষার্থে গাছ বাঁচানোর নেশা ৷ শুধু গাছ নয়, জঙ্গলের সঙ্গে জড়িত বন্যপ্রাণী ও পশু-পাখিদের রক্ষা করায় তাঁর মূল উদ্দেশ্য । আর তার জন্যই জঙ্গলে গাছেদের গায়ে প্ল্যাকার্ড লাগিয়ে বেড়ান উচ্চমাধ্যমিক পাস যুবক দেবরাজ চক্রবর্তী (Paschim Medinipur Youth with his Friends Take Unique Initiative to Save the Environment) ৷

জঙ্গলমহল হিসেবে পরিচিত মেদিনীপুর (Paschim Medinipur News) সংলগ্ন জঙ্গলে সম্প্রতি আগুন লাগিয়ে দেয় বেশ কিছু দুষ্কৃতী । যাদের উদ্দেশ্য ছোট বড়-সহ সকল গাছ নষ্টের পাশাপাশি জঙ্গলের প্রাণীদের মেরে ফেলা । অনেকে আবার শুকনো গাছে আগুন লাগিয়ে বন পরিষ্কার করতে চায় ৷ আর এই পরিষ্কারের নাম করে নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য । অন্যদিকে জমিতে ন্যাড়া পোড়ালেও পরিবেশ দূষিত হয় ৷

এত কিছু ভেবেই গাছ এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত সকল অবলা বন্য প্রাণীদের বাঁচাতে অনন্য উদ্যোগ নেন মেদিনীপুর শহরের মহতাবপুরের বাসিন্দা দেবরাজ ৷ তাঁরই মতো পরিবেশপ্রেমী কিছু বন্ধুবান্ধব নিয়ে রাতারাতি গড়ে তোলেন একটি সংগঠন । নাম দেওয়া হয় ওয়াইল্ড অ্যান্ড আদার লাইভস ফাউন্ডেশন (Wild and Other Lives Foundation) ওরফে উলফ (WOLF) ৷ সবাইকে নিয়ে দেবরাজবাবু টোটোতে করে 3 হাজার প্ল্যাকার্ড ছাপিয়ে বেরিয়ে পড়েন জঙ্গলের উদ্দেশ্যে ।

আরও পড়ুন : 35 বছর ধরে সাইকেলে ঘুরে পরিবেশরক্ষায় সচেতনতার বার্তা শিক্ষকের

শহরের শেষ প্রান্তে গোপগড় এলাকায় যেখানে ইতিমধ্যেই গাছ পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই সব এলাকাতেও তাঁরা প্ল্যাকার্ড দিচ্ছেন যাতে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটে ৷ প্ল্যাকার্ডগুলিতে এমনভাবে লেখা হয়েছে যা পড়লেই আপনার মনে হবে গাছেরা যেন নিজেরাই তাদের অবস্থার কথা আপনাকে বলছে ৷ শুধু মেদিনীপুর শহর বা তৎসংলগ্ন এলাকা নয়, চন্দ্রকোনা, গড়বেতা ও শালবনি-সহ একাধিক এলাকার জঙ্গলেও এভাবেই সচেতনতার বার্তা দিচ্ছে 'উলফ'। উদ্দেশ্য একটাই, প্রকৃতির ভারসাম্য রক্ষা (Awareness Campaign)।

এহেন সচেতনতার বিষয়ে দেবরাজবাবু বলেন, জঙ্গলমহলের বন রক্ষার্থে গত বছর 2 হাজার প্ল্যাকার্ড ছাপানো হয়েছিল ৷ এ বছর তিন হাজার প্ল্যকার্ড নিয়ে আমরা কাজ করছি । আমরা চাই এই কাজে মানুষ এগিয়ে আসুক, সাহায্য করুক । এই বার্তা দেওয়ার পর কিছুটা হলেও বনে আগুন ধরানো ও গাছপালা কেটে ফেলা অনেকটাই কমে গিয়েছে ৷ সকলে এগিয়ে এলে পরিবেশের ভারসাম্য রক্ষার সচেতনতার কাজ আরও অনেকটাই সহজ হয়ে যাবে ৷

আরও পড়ুন : কেন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস ?

গাছের গায়ে প্ল্যাকার্ড লাগিয়ে সচেতনতার বার্তা দিচ্ছে মেদিনীপুরের পরিবেশপ্রেমী সংগঠন

মেদিনীপুর, 4 জানুয়ারি: একদিকে সংসার চালাতে গ্রিলের কাজ আর অপরদিকে পরিবেশের ভারসাম্য় রক্ষার্থে গাছ বাঁচানোর নেশা ৷ শুধু গাছ নয়, জঙ্গলের সঙ্গে জড়িত বন্যপ্রাণী ও পশু-পাখিদের রক্ষা করায় তাঁর মূল উদ্দেশ্য । আর তার জন্যই জঙ্গলে গাছেদের গায়ে প্ল্যাকার্ড লাগিয়ে বেড়ান উচ্চমাধ্যমিক পাস যুবক দেবরাজ চক্রবর্তী (Paschim Medinipur Youth with his Friends Take Unique Initiative to Save the Environment) ৷

জঙ্গলমহল হিসেবে পরিচিত মেদিনীপুর (Paschim Medinipur News) সংলগ্ন জঙ্গলে সম্প্রতি আগুন লাগিয়ে দেয় বেশ কিছু দুষ্কৃতী । যাদের উদ্দেশ্য ছোট বড়-সহ সকল গাছ নষ্টের পাশাপাশি জঙ্গলের প্রাণীদের মেরে ফেলা । অনেকে আবার শুকনো গাছে আগুন লাগিয়ে বন পরিষ্কার করতে চায় ৷ আর এই পরিষ্কারের নাম করে নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য । অন্যদিকে জমিতে ন্যাড়া পোড়ালেও পরিবেশ দূষিত হয় ৷

এত কিছু ভেবেই গাছ এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত সকল অবলা বন্য প্রাণীদের বাঁচাতে অনন্য উদ্যোগ নেন মেদিনীপুর শহরের মহতাবপুরের বাসিন্দা দেবরাজ ৷ তাঁরই মতো পরিবেশপ্রেমী কিছু বন্ধুবান্ধব নিয়ে রাতারাতি গড়ে তোলেন একটি সংগঠন । নাম দেওয়া হয় ওয়াইল্ড অ্যান্ড আদার লাইভস ফাউন্ডেশন (Wild and Other Lives Foundation) ওরফে উলফ (WOLF) ৷ সবাইকে নিয়ে দেবরাজবাবু টোটোতে করে 3 হাজার প্ল্যাকার্ড ছাপিয়ে বেরিয়ে পড়েন জঙ্গলের উদ্দেশ্যে ।

আরও পড়ুন : 35 বছর ধরে সাইকেলে ঘুরে পরিবেশরক্ষায় সচেতনতার বার্তা শিক্ষকের

শহরের শেষ প্রান্তে গোপগড় এলাকায় যেখানে ইতিমধ্যেই গাছ পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই সব এলাকাতেও তাঁরা প্ল্যাকার্ড দিচ্ছেন যাতে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটে ৷ প্ল্যাকার্ডগুলিতে এমনভাবে লেখা হয়েছে যা পড়লেই আপনার মনে হবে গাছেরা যেন নিজেরাই তাদের অবস্থার কথা আপনাকে বলছে ৷ শুধু মেদিনীপুর শহর বা তৎসংলগ্ন এলাকা নয়, চন্দ্রকোনা, গড়বেতা ও শালবনি-সহ একাধিক এলাকার জঙ্গলেও এভাবেই সচেতনতার বার্তা দিচ্ছে 'উলফ'। উদ্দেশ্য একটাই, প্রকৃতির ভারসাম্য রক্ষা (Awareness Campaign)।

এহেন সচেতনতার বিষয়ে দেবরাজবাবু বলেন, জঙ্গলমহলের বন রক্ষার্থে গত বছর 2 হাজার প্ল্যাকার্ড ছাপানো হয়েছিল ৷ এ বছর তিন হাজার প্ল্যকার্ড নিয়ে আমরা কাজ করছি । আমরা চাই এই কাজে মানুষ এগিয়ে আসুক, সাহায্য করুক । এই বার্তা দেওয়ার পর কিছুটা হলেও বনে আগুন ধরানো ও গাছপালা কেটে ফেলা অনেকটাই কমে গিয়েছে ৷ সকলে এগিয়ে এলে পরিবেশের ভারসাম্য রক্ষার সচেতনতার কাজ আরও অনেকটাই সহজ হয়ে যাবে ৷

আরও পড়ুন : কেন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.