দাসপুর 22 অক্টোবর: ফের নাবালিকা ধর্ষণের (Minor Raped in Daspur) অভিযোগ দাসপুরে । এবার নাবালিকাকে তার বাড়ি থেকেই তুলে নিয়ে গিয়ে এই পৈশাচিক ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ । যদিও পুলিশ অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে তদন্ত নামে এবং গ্রেফতার করে ওই যুবককে ৷ শনিবারই অভিযুক্তকে তোলা হয় আদালতে ।
এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে । নাবালিকাকে বাড়ি থেকে তুলে স্থানীয় মদের দোকানের পাশের নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ দাসপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের বাড়ি কেশপুরের পদিমা এলাকায় ৷ অভিযুক্ত ওই যুবকের নাম অমিত দলুই । শুক্রবার রাতে তাকে গ্রেফতার করেছে দাসপুর পুলিশ (Youth arrested in minor girl rape charge) ।
পুলিশ জানিয়েছে ,ধর্ষিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে । যৌন অপরাধ ও শিশু-সুরক্ষা আইন তথা পকসো ধারায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার তাকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হয় । এদিন পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে আবেদন করে তদন্ত এগোবে বলেই সূত্রের খবর (Rape case) ।
আরও পড়ুন: যৌনাঙ্গ দেখিয়ে নাবালিকাকে উত্যক্ত করার অভিযোগ, অভিযুক্তকে গণধোলাই দাসপুরে
প্রসঙ্গত, কয়েকদিন আগেই দাসপুরে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছিল । এরপরে সেখানে আর এক নাবালিকাকে দোকান থেকে বাড়ি ফেরার পথে উত্তপ্ত করার ঘটনা ঘটে । যদিও সেই দুই ঘটনার পর অতি তৎপরতার সঙ্গে সেই অভিযুক্তদের গ্রেফতার করেছিল পুলিশ । কেন বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে সে বিষয়ে ওই এলাকায় সচেতনতার জন্য ক্যাম্প করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ।