ETV Bharat / state

Acid Attack: সন্দেহের বশে বড় জা'য়ের গায়ে অ্যাসিড ছোট'র, আটক অভিযুক্ত - Acid Attack incident in Paschim Medinipur

জন্ম সূত্রে দুই বোন ৷ বৈবাহিক সম্পর্কে দুই জা ৷ কিন্তু কী এমন হল যাতে বড় জা'কে অ্যাসিড ছুড়ল ছোট জা (Sister Accused of Acid Attack on Elder Sister)?

ETV Bharat
অ্যাসিড হামলা প্রতীকী ছবি
author img

By

Published : Jan 22, 2023, 9:27 AM IST

অ্যাসিড আক্রান্ত মহিলার আত্মীয়ের বক্তব্য

ঘাটাল, 22 জানুয়ারি: নিছক সন্দেহের বশে বড় বোনের গায়ে অ্যাসিড ছুড়ল ছোট বোন । অ্যাসিড আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি বড় বোন ৷ ঘটনায় আটক অভিযুক্ত ছোট বোন ৷ শনিবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের মমরাজপুর এলাকায় (Acid Attack in Ghatal)।

কিন্তু কেন বড় বোনকে অ্যাসিড ছুড়লেন ছোট বোন ?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘাটালের মমরাজপুরের বাসিন্দা দুই ভাই আশাদুল আলি ও তেসলিম আলির সঙ্গে বিয়ে হয় দাসপুরের সাহবাজার এলাকার বাসিন্দা রহিমা বিবি ও আকলিমা বিবির ৷ দুই মহিলা সম্পর্কে দুই বোন । দু'জনের একই পরিবারে দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হয় ৷ বিবাহ সূত্রে তাঁরা বর্তমানে দুই বোনের পাশাপাশি দুই জা (Acid Attack Incident in Paschim Medinipur)৷

বেশ কিছুদিন ধরেই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ রয়েছেন ছোট জা আকলিমা বিবি ৷ স্বামী তেসলিম আলি দৈনিক বিভিন্ন কাজে বাইরে বেরোলেই আকলিমা ভাবতেন তিনি অসুস্থ বলে শ্বশুরবাড়ির লোকজন হয়ত তাঁর স্বামীর অন্যত্র বিয়ের ব্যবস্থা করছে ৷ আর এই ঘটনায় ইন্ধন যোগাচ্ছে বড় জা রহিমা বিবি । শনিবার সকাল থেকে এই নিয়েই উলটো পালটা কথা বলতে শুরু করেন আকলিমা ৷ এমনকী এই ঘটনার আগের মুহূর্তেও তাঁকে বলতে শোনা গিয়েছে অ্যাসিড ছুড়ে বাড়ির অন্য সদস্যদের মেরে ফেলার কথা ৷ কিন্তু মানসিক অবস্থা ভালো ছিল না বলে কেউ সে কথায় কান দেননি ৷ বুঝতেও পারেননি যে সত্যিই এই ঘটনা ঘটে যাবে ৷ এরপরই হঠাৎ মগে করে অ্যাসিড নিয়ে এসে বড় জা রহিমার গায়ে ছুড়ে দেন তিনি ৷ ঘটনাস্থলে থাকা বাকিরা এই ঘটনার পর ভয়ে এদিক ওদিক চলে যান ৷ এদিকে অ্যাসিড লাগায় ছটফট করতে থাকে রহিমা । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করান পরিবারের অন্যান্য সদস্যরা ।

প্রশ্ন উঠছে ঘরে অ্যাসিড এল কীভাবে ?

পরিবারের এক সদস্যের জানান, অভিযুক্ত আকলিমা বিবির স্বামী তেসলিম আলি তামার কাজ করতেন ৷ সেই কারণে তাঁদের বাড়িতেই অ্যাসিড ছিল ৷ এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহিলাকে আটক করেন ঘাটাল থানার পুলিশ ।আক্রমণকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

আরও পড়ুন : পাশে থাকার বার্তা, অ্যাসিড আক্রান্তদের সম্মান জানাতে র‍্যাম্প শো বাইকার সংগঠনের

অ্যাসিড আক্রান্ত মহিলার আত্মীয়ের বক্তব্য

ঘাটাল, 22 জানুয়ারি: নিছক সন্দেহের বশে বড় বোনের গায়ে অ্যাসিড ছুড়ল ছোট বোন । অ্যাসিড আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি বড় বোন ৷ ঘটনায় আটক অভিযুক্ত ছোট বোন ৷ শনিবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের মমরাজপুর এলাকায় (Acid Attack in Ghatal)।

কিন্তু কেন বড় বোনকে অ্যাসিড ছুড়লেন ছোট বোন ?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘাটালের মমরাজপুরের বাসিন্দা দুই ভাই আশাদুল আলি ও তেসলিম আলির সঙ্গে বিয়ে হয় দাসপুরের সাহবাজার এলাকার বাসিন্দা রহিমা বিবি ও আকলিমা বিবির ৷ দুই মহিলা সম্পর্কে দুই বোন । দু'জনের একই পরিবারে দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হয় ৷ বিবাহ সূত্রে তাঁরা বর্তমানে দুই বোনের পাশাপাশি দুই জা (Acid Attack Incident in Paschim Medinipur)৷

বেশ কিছুদিন ধরেই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ রয়েছেন ছোট জা আকলিমা বিবি ৷ স্বামী তেসলিম আলি দৈনিক বিভিন্ন কাজে বাইরে বেরোলেই আকলিমা ভাবতেন তিনি অসুস্থ বলে শ্বশুরবাড়ির লোকজন হয়ত তাঁর স্বামীর অন্যত্র বিয়ের ব্যবস্থা করছে ৷ আর এই ঘটনায় ইন্ধন যোগাচ্ছে বড় জা রহিমা বিবি । শনিবার সকাল থেকে এই নিয়েই উলটো পালটা কথা বলতে শুরু করেন আকলিমা ৷ এমনকী এই ঘটনার আগের মুহূর্তেও তাঁকে বলতে শোনা গিয়েছে অ্যাসিড ছুড়ে বাড়ির অন্য সদস্যদের মেরে ফেলার কথা ৷ কিন্তু মানসিক অবস্থা ভালো ছিল না বলে কেউ সে কথায় কান দেননি ৷ বুঝতেও পারেননি যে সত্যিই এই ঘটনা ঘটে যাবে ৷ এরপরই হঠাৎ মগে করে অ্যাসিড নিয়ে এসে বড় জা রহিমার গায়ে ছুড়ে দেন তিনি ৷ ঘটনাস্থলে থাকা বাকিরা এই ঘটনার পর ভয়ে এদিক ওদিক চলে যান ৷ এদিকে অ্যাসিড লাগায় ছটফট করতে থাকে রহিমা । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করান পরিবারের অন্যান্য সদস্যরা ।

প্রশ্ন উঠছে ঘরে অ্যাসিড এল কীভাবে ?

পরিবারের এক সদস্যের জানান, অভিযুক্ত আকলিমা বিবির স্বামী তেসলিম আলি তামার কাজ করতেন ৷ সেই কারণে তাঁদের বাড়িতেই অ্যাসিড ছিল ৷ এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহিলাকে আটক করেন ঘাটাল থানার পুলিশ ।আক্রমণকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

আরও পড়ুন : পাশে থাকার বার্তা, অ্যাসিড আক্রান্তদের সম্মান জানাতে র‍্যাম্প শো বাইকার সংগঠনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.