ETV Bharat / state

Chandrakona Neighbour Attack : গাছের মালিককে কাটারির কোপ প্রতিবেশীর - Chandrakona Neighbour Attack

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার খুড়শি গ্রামে কাঁঠাল গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বচসা ৷ গাছের মালিকের হাতে কাটারির কোপ প্রতিবেশীর (Chandrakona Neighbour Attack) ৷

Chandrakona Crime News
কাঁঠাল গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বচসা
author img

By

Published : May 7, 2022, 7:45 AM IST

চন্দ্রকোনা, 7 মে : কাঁঠাল গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বচসা ৷ রাগে গাছের মালিকের হাতে কাটারির কোপ প্রতিবেশীর (Chandrakona Neighbour Attack) ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার খুড়শি গ্রামে । ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ প্রতিবেশীর কাটারির আঘাতে গুরুতর জখম অবস্থায় ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন গাছের মালিক এক মহিলা ।

গাছের মালিকের নাম সামেরা খাতুন ৷ তিনি চন্দ্রকোনার খুড়শি গ্রামের বাসিন্দা ৷ জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে ৷ জখম সামেরা খাতুনের পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় খুড়শির বাসিন্দা মহাজ্জয়া বিবি জোর করে তার প্রতিবেশী সামেরা খাতুনের কাঁঠাল গাছের ডাল কাটতে গেলে বাধা দেন সামেরা খাতুন । তখনই উভয়পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ সেইসময় কাটারি দিয়ে সামেরা খাতুনের বাম হাতে কোপ মারে প্রতিবেশী মহাজ্জয়া বিবি ৷

গাছ কাটতে গিয়ে বাধা, কাটারির কোপ প্রতিবেশীর

আরও পড়ুন : মাকে এলোপাথাড়ি কাটারির কোপ মেরে আত্মঘাতী ব্যক্তি

রক্তাক্ত সামেরা খাতুনকে ওইদিন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে তিনি ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায় । সামেরা খাতুনের ছেলে সফিউল্লাহ খান চন্দ্রকোনা থানায় অভিযোগ করেছেন বলে দাবি পরিবারের ।

চন্দ্রকোনা, 7 মে : কাঁঠাল গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বচসা ৷ রাগে গাছের মালিকের হাতে কাটারির কোপ প্রতিবেশীর (Chandrakona Neighbour Attack) ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার খুড়শি গ্রামে । ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ প্রতিবেশীর কাটারির আঘাতে গুরুতর জখম অবস্থায় ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন গাছের মালিক এক মহিলা ।

গাছের মালিকের নাম সামেরা খাতুন ৷ তিনি চন্দ্রকোনার খুড়শি গ্রামের বাসিন্দা ৷ জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে ৷ জখম সামেরা খাতুনের পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় খুড়শির বাসিন্দা মহাজ্জয়া বিবি জোর করে তার প্রতিবেশী সামেরা খাতুনের কাঁঠাল গাছের ডাল কাটতে গেলে বাধা দেন সামেরা খাতুন । তখনই উভয়পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ সেইসময় কাটারি দিয়ে সামেরা খাতুনের বাম হাতে কোপ মারে প্রতিবেশী মহাজ্জয়া বিবি ৷

গাছ কাটতে গিয়ে বাধা, কাটারির কোপ প্রতিবেশীর

আরও পড়ুন : মাকে এলোপাথাড়ি কাটারির কোপ মেরে আত্মঘাতী ব্যক্তি

রক্তাক্ত সামেরা খাতুনকে ওইদিন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে তিনি ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায় । সামেরা খাতুনের ছেলে সফিউল্লাহ খান চন্দ্রকোনা থানায় অভিযোগ করেছেন বলে দাবি পরিবারের ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.