ETV Bharat / state

কামদুনি, পার্কস্ট্রিটের ধর্ষকদের এনকাউন্টার করা উচিত : সায়ন্তন

কামদুনি, পার্কস্ট্রিটে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্তদের এনকাউন্টার করে দেওয়া উচিত । পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে একথা বললেন BJP নেতা সায়ন্তন বসু ।

parkstreet and kamduni acused should encounter
সায়ন্তন বসু
author img

By

Published : Dec 7, 2019, 10:37 PM IST

চন্দ্রকোনা, 7 ডিসেম্বর : ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে দোষীদের এনকাউন্টারে মেরে দেওয়া উচিত বলে মনে করেন BJP নেতা সায়ন্তন বসু ৷ আজ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে এক দলীয় কর্মসূচিতে যোগ দেন সায়ন্তন বসু ৷ সেখানে তাঁকে হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ উত্তরে এই BJP নেতা বলেন, "পর্যান্ত প্রমাণ থাকলে ধর্ষকদের এনকাউন্টার করা উচিত ৷ আমার মনে হয় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে হায়দরাবাদ পুলিশের নেওয়া পথই শ্রেষ্ঠ ৷ উত্তরপ্রদেশেও অপরাধ কমানোর জন্য এনকাউন্টার সেল চালু করেছে সেরাজ্যের সরকার ৷ আমি মনে করি, এনকাউন্টার নীতিকে সবার স্বাগত জানানো উচিত । কিন্তু উপযুক্ত প্রমাণ যেন থাকে সেটা নজরে রাখতে হবে ।"

দেখুন ভিডিয়ো

হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে সায়ন্তন বলেন, "পুলিশের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে । পুলিশ বয়ান দিয়েছে, অভিযুক্তরা পালানোর চেষ্টা করেছিল । এধরনের ঘটনার ক্ষেত্রে ক্ষমার কোনও স্থান থাকা উচিত নয় ৷" তারপরই এরাজ্যের প্রসঙ্গে বলতে গিয়ে কামদুনি ও পার্কস্ট্রিট ধর্ষণের বিষয়টি উত্থাপন করেন সায়ন্তুন৷ বলেন, "পার্কস্ট্রিট ও কামদুনিতে যে ঘটনা ঘটেছিল তা ভয়াবহ ৷ অভিযুক্তরা দোষী প্রমাণিত হয়েছে ৷ তাদের এখনই এনকাউন্টার করা উচিত ৷"

একই সঙ্গে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে সায়ন্তন বসু বলেন, "BJP-র সারা দেশে যে শক্তি আছে তা যদি একত্রিত করা হয় তাহলে তিন মাসে তৃণমূলকে তুলে দেওয়া যাবে ৷" একই সঙ্গে তৃণমূলকে সমঝে চলার পরামর্শও দেন তিনি ।

চন্দ্রকোনা, 7 ডিসেম্বর : ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে দোষীদের এনকাউন্টারে মেরে দেওয়া উচিত বলে মনে করেন BJP নেতা সায়ন্তন বসু ৷ আজ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে এক দলীয় কর্মসূচিতে যোগ দেন সায়ন্তন বসু ৷ সেখানে তাঁকে হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ উত্তরে এই BJP নেতা বলেন, "পর্যান্ত প্রমাণ থাকলে ধর্ষকদের এনকাউন্টার করা উচিত ৷ আমার মনে হয় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে হায়দরাবাদ পুলিশের নেওয়া পথই শ্রেষ্ঠ ৷ উত্তরপ্রদেশেও অপরাধ কমানোর জন্য এনকাউন্টার সেল চালু করেছে সেরাজ্যের সরকার ৷ আমি মনে করি, এনকাউন্টার নীতিকে সবার স্বাগত জানানো উচিত । কিন্তু উপযুক্ত প্রমাণ যেন থাকে সেটা নজরে রাখতে হবে ।"

দেখুন ভিডিয়ো

হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে সায়ন্তন বলেন, "পুলিশের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে । পুলিশ বয়ান দিয়েছে, অভিযুক্তরা পালানোর চেষ্টা করেছিল । এধরনের ঘটনার ক্ষেত্রে ক্ষমার কোনও স্থান থাকা উচিত নয় ৷" তারপরই এরাজ্যের প্রসঙ্গে বলতে গিয়ে কামদুনি ও পার্কস্ট্রিট ধর্ষণের বিষয়টি উত্থাপন করেন সায়ন্তুন৷ বলেন, "পার্কস্ট্রিট ও কামদুনিতে যে ঘটনা ঘটেছিল তা ভয়াবহ ৷ অভিযুক্তরা দোষী প্রমাণিত হয়েছে ৷ তাদের এখনই এনকাউন্টার করা উচিত ৷"

একই সঙ্গে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে সায়ন্তন বসু বলেন, "BJP-র সারা দেশে যে শক্তি আছে তা যদি একত্রিত করা হয় তাহলে তিন মাসে তৃণমূলকে তুলে দেওয়া যাবে ৷" একই সঙ্গে তৃণমূলকে সমঝে চলার পরামর্শও দেন তিনি ।

Intro:তৃণমূলকে সমঝে চলার নিদান দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু ,তিনি বললেন তিনটি উপনির্বাচনে জিতে বেশি বাড়াবাড়ি করতে না ,কারণ আমরা যদি গোটা দেশের শক্তিকে এই রাজ্যে নিয়ে আসি তাহলে তৃণমূল টিকতে পারবে না ,পাশাপাশি হায়দ্রাবাদ এনকাউন্টার কাণ্ডে তার বার্তা অবিলম্বে এনকাউন্টার পলিসি চালু করা উচিত আমাদের রাজ্যে হায়দ্রাবাদ স্টাইলে, এনকাউন্টার পলিসি চালু করে এনকাউন্টার করা হোক কামদুনি ,পার্কস্ট্রিটের ধর্ষণকারীদের l Body:তৃণমূলকে সমঝে চলার নিদান দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু ,তিনি বললেন তিনটি উপনির্বাচনে জিতে বেশি বাড়াবাড়ি করতে না ,কারণ আমরা যদি গোটা দেশের শক্তিকে এই রাজ্যে নিয়ে আসি তাহলে তৃণমূল টিকতে পারবে না ,পাশাপাশি হায়দ্রাবাদ এনকাউন্টার কাণ্ডে তার বার্তা অবিলম্বে এনকাউন্টার পলিসি চালু করা উচিত আমাদের রাজ্যে হায়দ্রাবাদ স্টাইলে, এনকাউন্টার পলিসি চালু করে এনকাউন্টার করা হোক কামদুনি ,পার্কস্ট্রিটের ধর্ষণকারীদের l


অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্য পেলেই এনকাউন্টার করা উচিৎ, এ রাজ্যে চালু হওয়া দরকার এনকাউন্টার পলিসি, ফের বিতর্কিত মন্তব্য রাজ্য বিজেপির হেভিওয়েট নেতা সায়ন্তন বসুর l হায়দ্রাবাদ গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের এনকাউন্টার করে মেরে ফেলার ঘটনাও এক বাক্যে সমর্থন সায়ন্তন বসুর l পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি বলেন," অপরাধ কমাতে যোগীর রাজ্যে শুরু হয়েছে এনকাউন্টার পলিসি l পার্কস্ট্রিট, কামদুনির ঘটনায় দোষীদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে তাই তাদেরকেও একই ভাবে এনকাউন্টারে মেরে ফেলা উচিত বলেও মন্তব্য করেন সায়ন্তন বসু l তিনি আরো বলেন পুলিশ নির্দিষ্ট তথ্য পেয়েছিল বলেই ধর্ষণকারীদের বিরুদ্ধে এনকাউন্টার করতে সফল হয়েছে এটা একমাত্র যুক্তিযুক্ত l মানুষ যখন নির্দিষ্ট বিচার না পায় তখন এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমার মনে হয় l পুলিশ সঠিক যুক্তিযুক্ত প্রমাণ পেয়ে এনকাউন্টার, করেছে এই এনকাউন্টার পলিসি উত্তরপ্রদেশের চালু হয়েছে l আমাদের রাজ্যে ও অবিলম্বে চালু হওয়া উচিত l বিশেষ করে পার্কস্ট্রিট ও কামদুনি কাণ্ডে ধর্ষণকারীরা দোষী সাব্যস্ত হয়েছে তাই তাদের এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত l এছাড়াও সায়ন্তন বসু তিনটি উপ নির্বাচনের পর শাসক দলের নেতাকর্মীদের বিজেপির ওপর আক্রমণের ঘটনা প্রসঙ্গে বলেন তিনটি জায়গায় উপনির্বাচনে জিতে তৃণমূল যেন নিজেকে বিরাট বড় মনে না করে, তারা যেন বিজেপিকে সমঝে চলে ,না হলে আমরা যদি গোটা দেশের বিজেপি শক্তিকে একত্রিত করে এ রাজ্যে নিয়ে আসি তৃণমূল টিকতে পারবে তো l তাই তৃণমূলকে বলবো বেশি বাড়াবাড়ি না করতে l আর তারই মন্তব্যকে ঘিরেই উঠছে নানা প্রশ্ন, জারি বিতর্কও l

Conclusion:তৃণমূলকে সমঝে চলার নিদান দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু ,তিনি বললেন তিনটি উপনির্বাচনে জিতে বেশি বাড়াবাড়ি করতে না ,কারণ আমরা যদি গোটা দেশের শক্তিকে এই রাজ্যে নিয়ে আসি তাহলে তৃণমূল টিকতে পারবে না ,পাশাপাশি হায়দ্রাবাদ এনকাউন্টার কাণ্ডে তার বার্তা অবিলম্বে এনকাউন্টার পলিসি চালু করা উচিত আমাদের রাজ্যে হায়দ্রাবাদ স্টাইলে, এনকাউন্টার পলিসি চালু করে এনকাউন্টার করা হোক কামদুনি ,পার্কস্ট্রিটের ধর্ষণকারীদের l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.