ETV Bharat / state

Black Tomato Plantation: সিকি শতাব্দির বাগানচর্চায় হাজার ট্রফি শিক্ষকের, এবছরের চমক টবের কালো টমেটো - black tomato plantation

24 বছরের বাগানচর্চায় হাজার ট্রফি এসেছে পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের ঝুলিতে (west midnapore teacher) ৷ তাঁর এ বছরের চমক টবের কালো টমেটো (black tomato), যা দুরারোগ্য ক্যানসারের চিকিৎসায় কার্যকরী বলে দাবি তাঁর ৷

west midnapore teacher gets prize for his black tomato plant
24 বছরের বাগানচর্চায় হাজার ট্রফি শিক্ষকের, এবছরের চমক টবের কালো টমেটো
author img

By

Published : Jan 25, 2022, 6:50 PM IST

মেদিনীপুর, 25 জানুয়ারি: পেশায় শিক্ষক (west midnapore teacher) ৷ তবে নেশা গাছ ৷ প্রায় 24 বছর ধরে টবে ফলাচ্ছেন বিরল প্রজাতির বিভিন্ন ফল ফুল । এবারে তিনি টবে ফলিয়েছেন বিরল প্রজাতির কালো টমেটো (black tomato), যা দুরারোগ্য ক্যানসার রোগের চিকিৎসায় বিশেষ কার্যকরী বলে মনে করছেন এই শিক্ষক । শখের বাগান তাঁকে এনে দিয়েছে হাজারের উপর ট্রফি সার্টিফিকেট ৷

পশ্চিম মেদিনীপুরের (west midnapore news) অরবিন্দ নগরের স্কুলে প্রধান শিক্ষক অরিত্র কর । তাঁর বিষয় অ্যাকাউন্টেন্সি ৷ তবে সেই শিক্ষকই টবে ফল-ফুল ফলানো, তারপর সেগুলি নিয়ে প্রদর্শনীতে অংশ নেওয়া- এগুলি ছোটবেলা থেকেই ভালবাসেন ৷ যখন তিনি নবম শ্রেণিতে পড়তেন, তখন থেকেই তাঁর এই নেশা ।

1998 সাল থেকে সেই নেশার টানে তাঁর ঝুলিতে এসেছে প্রচুর ট্রফি ও শংসাপত্র । জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় প্রদর্শনী হলেই তাঁর ফলানো ফল-ফুল প্রদর্শনীতে সবার প্রশংসা কুড়িয়ে নেয় ৷ প্রতি বছরই নতুন নতুন প্রজাতির ফুল ফল চাষ করে সবাইকে তাক লাগিয়ে দেন এই শিক্ষক ৷ তবে এবারে তাঁর চমক, টবে বিরল প্রজাতির কালো টমেটোর (black tomato plantation) ফলন ৷

আরও পড়ুন: AMC Election 2022 : আসানসোল পৌরভোটে শাসক-বিরোধী সকলের মুখেই নদী ও খাল সংস্কারের প্রতিশ্রুতি

স্বাদ অন্যান্য টমেটোর মতোই, তবে গায়ের রঙ পুরো কালো । নির্দিষ্ট তিনটি টবে এই টমেটো চাষ করেছেন । একটা গাছে ধরেছে শতাধিক টমেটো, আর তাতেই উৎফুল্ল শিক্ষক । তাঁর দাবি, এই টমেটো স্বাদে-গুণে যেমন অতুলনীয় তেমনই মানুষের পুষ্টি বৃদ্ধি ও শারীরিক বিভিন্ন রোগ সারাতে বিশেষ কার্যকরী ।

24 বছরের বাগানচর্চায় হাজার ট্রফি শিক্ষকের, এবছরের চমক টবের কালো টমেটো

ভিন্ন ভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিদেশি প্রজাতির এই টমেটো ফলিয়েছেন অরিত্র ৷ তাঁর মতে, এই টমেটো ফলানোও বিশেষ কষ্টসাধ্য নয়, আর এতে বাড়তি সারও লাগে না ৷ তবে এই টমেটোকে পাখির হাত থেকে বাঁচানোর জন্য মশারি দিয়ে ঘিরে ফেলেছেন টবগুলি । এই বছরও মেদিনীপুর জেলার হর্টিকালচার দফতর থেকে এই কালো টমেটোর জন্য প্রথম পুরস্কার তাঁর ঝুলিতে এসেছে ।

আরও পড়ুন: TMC Agitation in Baruipur : বহিরাগত প্রার্থী মানব না, তৃণমূল কর্মীদের বিক্ষোভে উত্তাল বারুইপুরের 17 নম্বর ওয়ার্ড

অরিত্র বলেন, "ছোট থেকেই আমার এটা শখ ৷ প্রতিবার নানা প্রদর্শনী থেকে পুরস্কার পাই । আমি এবারে যে কালো টমেটো টবে লাগিয়েছি, তা দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে ।"

মেদিনীপুর, 25 জানুয়ারি: পেশায় শিক্ষক (west midnapore teacher) ৷ তবে নেশা গাছ ৷ প্রায় 24 বছর ধরে টবে ফলাচ্ছেন বিরল প্রজাতির বিভিন্ন ফল ফুল । এবারে তিনি টবে ফলিয়েছেন বিরল প্রজাতির কালো টমেটো (black tomato), যা দুরারোগ্য ক্যানসার রোগের চিকিৎসায় বিশেষ কার্যকরী বলে মনে করছেন এই শিক্ষক । শখের বাগান তাঁকে এনে দিয়েছে হাজারের উপর ট্রফি সার্টিফিকেট ৷

পশ্চিম মেদিনীপুরের (west midnapore news) অরবিন্দ নগরের স্কুলে প্রধান শিক্ষক অরিত্র কর । তাঁর বিষয় অ্যাকাউন্টেন্সি ৷ তবে সেই শিক্ষকই টবে ফল-ফুল ফলানো, তারপর সেগুলি নিয়ে প্রদর্শনীতে অংশ নেওয়া- এগুলি ছোটবেলা থেকেই ভালবাসেন ৷ যখন তিনি নবম শ্রেণিতে পড়তেন, তখন থেকেই তাঁর এই নেশা ।

1998 সাল থেকে সেই নেশার টানে তাঁর ঝুলিতে এসেছে প্রচুর ট্রফি ও শংসাপত্র । জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় প্রদর্শনী হলেই তাঁর ফলানো ফল-ফুল প্রদর্শনীতে সবার প্রশংসা কুড়িয়ে নেয় ৷ প্রতি বছরই নতুন নতুন প্রজাতির ফুল ফল চাষ করে সবাইকে তাক লাগিয়ে দেন এই শিক্ষক ৷ তবে এবারে তাঁর চমক, টবে বিরল প্রজাতির কালো টমেটোর (black tomato plantation) ফলন ৷

আরও পড়ুন: AMC Election 2022 : আসানসোল পৌরভোটে শাসক-বিরোধী সকলের মুখেই নদী ও খাল সংস্কারের প্রতিশ্রুতি

স্বাদ অন্যান্য টমেটোর মতোই, তবে গায়ের রঙ পুরো কালো । নির্দিষ্ট তিনটি টবে এই টমেটো চাষ করেছেন । একটা গাছে ধরেছে শতাধিক টমেটো, আর তাতেই উৎফুল্ল শিক্ষক । তাঁর দাবি, এই টমেটো স্বাদে-গুণে যেমন অতুলনীয় তেমনই মানুষের পুষ্টি বৃদ্ধি ও শারীরিক বিভিন্ন রোগ সারাতে বিশেষ কার্যকরী ।

24 বছরের বাগানচর্চায় হাজার ট্রফি শিক্ষকের, এবছরের চমক টবের কালো টমেটো

ভিন্ন ভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিদেশি প্রজাতির এই টমেটো ফলিয়েছেন অরিত্র ৷ তাঁর মতে, এই টমেটো ফলানোও বিশেষ কষ্টসাধ্য নয়, আর এতে বাড়তি সারও লাগে না ৷ তবে এই টমেটোকে পাখির হাত থেকে বাঁচানোর জন্য মশারি দিয়ে ঘিরে ফেলেছেন টবগুলি । এই বছরও মেদিনীপুর জেলার হর্টিকালচার দফতর থেকে এই কালো টমেটোর জন্য প্রথম পুরস্কার তাঁর ঝুলিতে এসেছে ।

আরও পড়ুন: TMC Agitation in Baruipur : বহিরাগত প্রার্থী মানব না, তৃণমূল কর্মীদের বিক্ষোভে উত্তাল বারুইপুরের 17 নম্বর ওয়ার্ড

অরিত্র বলেন, "ছোট থেকেই আমার এটা শখ ৷ প্রতিবার নানা প্রদর্শনী থেকে পুরস্কার পাই । আমি এবারে যে কালো টমেটো টবে লাগিয়েছি, তা দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.