ETV Bharat / state

India book of records : সাড়ে তিন বছরেই মুখস্থ 29 রাজ্যের নাম, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জঙ্গলমহলের প্রিয়ম

প্রিয়ম পশ্চিম মেদিনীপুরের চাঁদড়ার বাসিন্দা ৷ প্রিয়মের বাবা প্রলয় মাহাতো সিআরপিএফ-এর জওয়ান ৷ এখন জম্মু-কাশ্মীরে রয়েছেন ৷ মা বালিকার মাহাতোর সঙ্গেই থাকে সে ৷

west medinipur boy priyam mahato register his name in india book of records
সাড়ে তিন বছরেই মুখস্থ 29 রাজ্যের নাম, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল জঙ্গলমহলের প্রিয়মের
author img

By

Published : Sep 11, 2021, 5:24 PM IST

চাঁদড়া, 11 সেপ্টেম্বর : দেশের 29টি রাজ্যের নাম এক সঙ্গে বলতে গেলে অধিকাংশকেই ভাবার জন্য একাধিকবার থামতে হবে ৷ কিন্তু সাড়ে তিন বছরের প্রিয়ম গড়গড় করে বলে দিতে পারে সব রাজ্যের নাম ৷ যে বয়সে শিশুরা ভাল করে কথা বলতে গেলেই হাঁফিয়ে ওঠে, সেই বয়সে প্রিয়মের এই মুন্সিয়ানায় বিস্মিত সকলে ৷

পশ্চিম মেদিনীপুরের চাঁদড়ার এই শিশু সকলকে বিস্মিত করেই থেমে থাকেনি ৷ বরং আদায় করে নিয়েছে নিজের প্রতিভার স্বীকৃতি ৷ সম্প্রতি তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ৷ সেই কারণে শংসাপত্র এবং পদকও পেয়েছে প্রিয়ম ৷ যা পেয়ে জঙ্গলমহলের এই খুদে দারুণ খুশি ৷

আরও পড়ুন : Ghatal SDO : চন্দ্রকোনা পৌরসভায় জঞ্জাল সাফাইয়ে কোদাল, স্প্রে হাতে মহকুমাশাসক

জঙ্গলমহলের এই এলাকা এক সময় মাওবাদীদের আঁতুরঘর ছিল ৷ সেই এলাকার একটি প্রত্যন্ত গ্রামের শিশুর এই সাফল্য সত্যিই নজরকাড়া বলতেই হয় ৷ সেই নজরকাড়া সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা জঙ্গলমহল ৷

2017 সালে জন্ম প্রিয়মের ৷ বাবা প্রলয় মাহাতো সিআরপিএফ-এর জওয়ান ৷ এখন জম্মু-কাশ্মীরে রয়েছেন ৷ ছোট থেকে বাবার সঙ্গে সময় কাটানোর খুব একটা সুযোগ পায়নি ৷ মা তার সব ৷ মায়ের কাছ থেকে একটু একটু রপ্ত করে ফেলেছে দেশের সব রাজ্যের নাম, সব রাজ্যের রাজধানীর নামও ৷

আরও পড়ুন : Aadhar Card : আঁধার থাকতে লাইনে আবাল-বৃদ্ধ-বনিতা, উদ্দেশ্য আধার কার্ড

প্রিয়মের মা বালিকা মাহাতো অবশ্য পুরো কৃতিত্ব ছেলেকেই দিয়েছেন ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, ‘‘প্রিয়ম আর দশটা বাচ্চার থেকে একটু আলাদা । প্রিয়মকে নতুন করে কিছু শেখাতে হয় না ৷ ও যা দেখে তাই শেখে । এমনকী টিভিতে হওয়া বাংলা-হিন্দি গানের নাচও অবিকল নকল করে ফেলে সে ৷’’

এই সাফল্যের পর প্রিয়মকে নিয়ে আগ্রহ বাড়ছে সকলের ৷ সে কী কী জানে, তা জানতে চান সকলেই ৷ তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেল, আধো-আধো গলায় জাতীয় সঙ্গীত গাইতে পারদর্শী সে ৷ যা শুনে মুগ্ধ হন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্মকর্তারাও । এছাড়া ইংরেজিতে 10টি পাখির নাম, শরীরের সমস্ত অঙ্গের নাম ইংরেজিতে গড়গড়িয়ে বলতে পারে প্রিয়ম ৷ আর আঁকাতেও বেশ ভাল হাত তার ৷

আরও পড়ুন : Nisith Das: কোভিড বিপর্যয় ! পেট চালাতে চায়ের দোকান চালাচ্ছেন জনপ্রিয় অভিনেতা

বালিকা মাহাতো জানালেন, এসব দেখেই তাঁর মনে হয় যে ছেলের সাফল্যের স্বীকৃতি মেলা উচিত ৷ চাই তিনি ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আবেদন করেন গত মে মাসে ৷ অবশেষে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের শংসাপত্র ও পদক এল প্রিয়মের বাড়িতে । যা দেখে খুশিতে উচ্ছ্বসিত পরিবার ।

যদিও প্রিয়মের একটু মন খারাপ ৷ কারণ, বাবা নেই যে বাড়িতে ৷ তাই বাবার অপেক্ষায় রয়েছে মেদিনীপুর শহরের একটি বেসরকারি স্কুলের নার্সারির এই ছাত্র ৷

আরও পড়ুন : Chandrakona Kumartuli : শেষবেলায় কম বাজেটের বরাত, অল্প সময়ে প্রতিমা প্রস্তুত করাই চ্যালেঞ্জ চন্দ্রকোণার শিল্পীদের

চাঁদড়া, 11 সেপ্টেম্বর : দেশের 29টি রাজ্যের নাম এক সঙ্গে বলতে গেলে অধিকাংশকেই ভাবার জন্য একাধিকবার থামতে হবে ৷ কিন্তু সাড়ে তিন বছরের প্রিয়ম গড়গড় করে বলে দিতে পারে সব রাজ্যের নাম ৷ যে বয়সে শিশুরা ভাল করে কথা বলতে গেলেই হাঁফিয়ে ওঠে, সেই বয়সে প্রিয়মের এই মুন্সিয়ানায় বিস্মিত সকলে ৷

পশ্চিম মেদিনীপুরের চাঁদড়ার এই শিশু সকলকে বিস্মিত করেই থেমে থাকেনি ৷ বরং আদায় করে নিয়েছে নিজের প্রতিভার স্বীকৃতি ৷ সম্প্রতি তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ৷ সেই কারণে শংসাপত্র এবং পদকও পেয়েছে প্রিয়ম ৷ যা পেয়ে জঙ্গলমহলের এই খুদে দারুণ খুশি ৷

আরও পড়ুন : Ghatal SDO : চন্দ্রকোনা পৌরসভায় জঞ্জাল সাফাইয়ে কোদাল, স্প্রে হাতে মহকুমাশাসক

জঙ্গলমহলের এই এলাকা এক সময় মাওবাদীদের আঁতুরঘর ছিল ৷ সেই এলাকার একটি প্রত্যন্ত গ্রামের শিশুর এই সাফল্য সত্যিই নজরকাড়া বলতেই হয় ৷ সেই নজরকাড়া সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা জঙ্গলমহল ৷

2017 সালে জন্ম প্রিয়মের ৷ বাবা প্রলয় মাহাতো সিআরপিএফ-এর জওয়ান ৷ এখন জম্মু-কাশ্মীরে রয়েছেন ৷ ছোট থেকে বাবার সঙ্গে সময় কাটানোর খুব একটা সুযোগ পায়নি ৷ মা তার সব ৷ মায়ের কাছ থেকে একটু একটু রপ্ত করে ফেলেছে দেশের সব রাজ্যের নাম, সব রাজ্যের রাজধানীর নামও ৷

আরও পড়ুন : Aadhar Card : আঁধার থাকতে লাইনে আবাল-বৃদ্ধ-বনিতা, উদ্দেশ্য আধার কার্ড

প্রিয়মের মা বালিকা মাহাতো অবশ্য পুরো কৃতিত্ব ছেলেকেই দিয়েছেন ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, ‘‘প্রিয়ম আর দশটা বাচ্চার থেকে একটু আলাদা । প্রিয়মকে নতুন করে কিছু শেখাতে হয় না ৷ ও যা দেখে তাই শেখে । এমনকী টিভিতে হওয়া বাংলা-হিন্দি গানের নাচও অবিকল নকল করে ফেলে সে ৷’’

এই সাফল্যের পর প্রিয়মকে নিয়ে আগ্রহ বাড়ছে সকলের ৷ সে কী কী জানে, তা জানতে চান সকলেই ৷ তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেল, আধো-আধো গলায় জাতীয় সঙ্গীত গাইতে পারদর্শী সে ৷ যা শুনে মুগ্ধ হন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্মকর্তারাও । এছাড়া ইংরেজিতে 10টি পাখির নাম, শরীরের সমস্ত অঙ্গের নাম ইংরেজিতে গড়গড়িয়ে বলতে পারে প্রিয়ম ৷ আর আঁকাতেও বেশ ভাল হাত তার ৷

আরও পড়ুন : Nisith Das: কোভিড বিপর্যয় ! পেট চালাতে চায়ের দোকান চালাচ্ছেন জনপ্রিয় অভিনেতা

বালিকা মাহাতো জানালেন, এসব দেখেই তাঁর মনে হয় যে ছেলের সাফল্যের স্বীকৃতি মেলা উচিত ৷ চাই তিনি ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আবেদন করেন গত মে মাসে ৷ অবশেষে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের শংসাপত্র ও পদক এল প্রিয়মের বাড়িতে । যা দেখে খুশিতে উচ্ছ্বসিত পরিবার ।

যদিও প্রিয়মের একটু মন খারাপ ৷ কারণ, বাবা নেই যে বাড়িতে ৷ তাই বাবার অপেক্ষায় রয়েছে মেদিনীপুর শহরের একটি বেসরকারি স্কুলের নার্সারির এই ছাত্র ৷

আরও পড়ুন : Chandrakona Kumartuli : শেষবেলায় কম বাজেটের বরাত, অল্প সময়ে প্রতিমা প্রস্তুত করাই চ্যালেঞ্জ চন্দ্রকোণার শিল্পীদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.