পিংলা, 3 মার্চ : ভুল করেছেন ৷ সেই ভুল স্বীকার করতে কোনও লজ্জা নেই ৷ তা বলে কান ধরে উঠবোস ! এ এক অদ্ভুত দৃশ্য ৷ বিজেপির ভরা সভায় কানধরে উঠবোস করলেন তৃণমূলত্যাগী নেতা সুশান্ত পাল ওরফে বাচ্চু৷ বললেন," ভুল করেছি ৷ ভুল শুধরাতেই...." বলেই কানধরে উঠবোস করে পাপের প্রায়শ্চিত্ত করলেন তিনি ৷
আজ পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার চকগোপীনাথপুরে বিজেপির যোগদান মেলা ছিল ৷ সেই যোগদান মেলায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ অন্যরা ৷ আর এই যোগদান মেলাতেই ঘাসফুল ছেড়ে পদ্মদলে খাতায় কলমে নাম লেখালেন এই নেতা ৷
1998 সাল থেকে তৃণমূল করছেন সুশান্ত পাল ৷ মদন মিত্রর সঙ্গে তাঁর ঘরোয়া সম্পর্ক ৷ পাশাপাশি দীর্ঘদিন ধরেই তিনি কাজ করে আসছেন জেলা সভাপতি অজিত মাইতি ও আর এক তৃণমূল নেতা বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে ৷ শুভেন্দু অধিকারীর সঙ্গেও হাজারটা সভা করেছেন তিনি৷ তৃণমূলের বিভিন্ন দলীয় কর্মসূচিতেও তাঁর সক্রিয়তা ছিল চোখে পড়ার মত ৷
কাট টু 2021 ৷ শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন বিজেপিতে ৷ একাধিক নেতারা দলবদলে আজ অন্য দলে ৷ আর আজ সেই ট্রেন্ড ফলো করে বিজেপিতে যোগ দিলেন সুশান্ত পাল ৷ যোগ দিয়েই তাঁর স্বীকারোক্তি 'ভুল করেছি' ৷
আরও পড়ুন : প্রাথমিক তালিকা তৈরি, চূড়ান্ত হবে দিল্লিতে: দিলীপ
তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন," আমি আজ এই জনসভা থেকে তৃণমূলকে দেউলিয়া করার অঙ্গীকার নিচ্ছি ৷ "