ETV Bharat / state

350 বাসে জঙ্গলমহল থেকে ব্রিগেডমুখী 50 হাজার মানুষ, দাবি বিজেপির - ব্রিগেড সমাবেশ

350 বাসে জঙ্গলমহল থেকে ব্রিগেডে আসছেন 50 হাজার মানুষ ৷ এমনই দাবি করল পশ্চিম মেদিনীপুরের বিজেপি ৷ বাসে পতাকা লাগিয়ে স্লোগান তুলে কলকাতার পথে রওনা হয়েছেন বিজেপির সমর্থকরা ৷

50 thousand people coming to bjp brigade rally from junglemahal
350 বাসে জঙ্গলমহল থেকে ব্রিগেডমুখী 50 হাজার মানুষ, দাবি বিজেপির
author img

By

Published : Mar 7, 2021, 10:52 AM IST

Updated : Mar 7, 2021, 2:18 PM IST

মেদিনীপুর, 7 মার্চ: কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডে জঙ্গলমহল থেকে আসছেন 50 হাজারেরও বেশি মানুষ ৷ 350টি বাস ও ছোট বড় গাড়ি এবং ট্রেনে চড়ে ব্রিগেডে আসছেন তাঁরা । এই ব্রিগেড থেকেই রাজ্যে রাজনীতির নতুন সমীকরণ সৃষ্টি হবে বলে দাবি ভারতীয় জনতা পার্টির ।

একুশের নির্বাচনের ব্রিগেডে আজ বিজেপির মেগা ইভেন্ট ৷ এই সমাবেশকে সফল করতে কোনও কসুর বাকি রাখছে না গেরুয়া শিবির ৷ ব্রিগেডে কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব । ব্রিগেডে হাওড়া, দুই 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিবাদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছতে শুরু করেছেন ।

পশ্চিম মেদিনীপুর থেকেও বহু মানুষ আসছেন মোদিকে দেখতে ও তাঁর ভাষণ শুনতে । আসছেন ঝাড়গ্রাম ও মেদিনীপুরের সঙ্গলমহলের মানুষ ৷ বিজেপির দাবি, ব্রিগেড ভরাতে পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল থেকে 50,000 মানুষ আসছেন ৷ আসছে প্রায় 350-400টি বাস । এ ছাড়াও ছোট বড় গাড়িতে চড়ে ও ট্রেনেও মানুষ ব্রিগেডে আসছেন ।

এ দিনের ব্রিগেডে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই নন, তাঁর সঙ্গে মঞ্চে হাজির থাকার কথা সিনেমার 'মহাগুরু' মিঠুন চক্রবর্তীর৷ এ ছাড়াও থাকবেন বিজেপিতে যোগ দেওয়া বাংলার তারকারা ৷ সকাল থেকেই বেশ ভিড় জমতে শুরু করেছে ব্রিগেড ময়দান চত্বরে ৷ বিজেপি সমর্থকদের নিয়ে পরের পর পৌঁছচ্ছে বাস ৷ মেদিনীপুর শহরের মূল কেন্দ্রবিন্দু ধর্মা এলাকা দিয়ে সমস্ত কর্মী-সমর্থকদের বাস একে একে কলকাতার উদ্দেশে রওনা দেয় । এই বাসে কর্মী-সমর্থকরা বিজেপির পতাকা লাগিয়ে স্লোগান দিতে দিতে কলকাতায় আসন । এ দিন সকাল সকাল কেশপুর, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা-সহ বিভিন্ন প্রান্তের মানুষজন ব্রিগেডে রওনা দেন ।

আরও পড়ুন: আজ মোদির ব্রিগেডে নক্ষত্র সমাবেশের দিকে তাকিয়ে জনতা

বিজেপির জেলা সভাপতি তথা মেদিনীপুরের প্রার্থী সমিতকুমার দাস বলেন, ''জঙ্গলমহল এলাকা থেকে প্রায় সাড়ে তিনশোর উপর বাস যাবে এই ব্রিগেডে । আমরা আশা করছি জেলা থেকে প্রায় 50 হাজারের উপরে মানুষ এই ব্রিগেডে যাবেন মোদির ভাষণ শুনতে ।''

মেদিনীপুর, 7 মার্চ: কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডে জঙ্গলমহল থেকে আসছেন 50 হাজারেরও বেশি মানুষ ৷ 350টি বাস ও ছোট বড় গাড়ি এবং ট্রেনে চড়ে ব্রিগেডে আসছেন তাঁরা । এই ব্রিগেড থেকেই রাজ্যে রাজনীতির নতুন সমীকরণ সৃষ্টি হবে বলে দাবি ভারতীয় জনতা পার্টির ।

একুশের নির্বাচনের ব্রিগেডে আজ বিজেপির মেগা ইভেন্ট ৷ এই সমাবেশকে সফল করতে কোনও কসুর বাকি রাখছে না গেরুয়া শিবির ৷ ব্রিগেডে কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব । ব্রিগেডে হাওড়া, দুই 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিবাদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছতে শুরু করেছেন ।

পশ্চিম মেদিনীপুর থেকেও বহু মানুষ আসছেন মোদিকে দেখতে ও তাঁর ভাষণ শুনতে । আসছেন ঝাড়গ্রাম ও মেদিনীপুরের সঙ্গলমহলের মানুষ ৷ বিজেপির দাবি, ব্রিগেড ভরাতে পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল থেকে 50,000 মানুষ আসছেন ৷ আসছে প্রায় 350-400টি বাস । এ ছাড়াও ছোট বড় গাড়িতে চড়ে ও ট্রেনেও মানুষ ব্রিগেডে আসছেন ।

এ দিনের ব্রিগেডে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই নন, তাঁর সঙ্গে মঞ্চে হাজির থাকার কথা সিনেমার 'মহাগুরু' মিঠুন চক্রবর্তীর৷ এ ছাড়াও থাকবেন বিজেপিতে যোগ দেওয়া বাংলার তারকারা ৷ সকাল থেকেই বেশ ভিড় জমতে শুরু করেছে ব্রিগেড ময়দান চত্বরে ৷ বিজেপি সমর্থকদের নিয়ে পরের পর পৌঁছচ্ছে বাস ৷ মেদিনীপুর শহরের মূল কেন্দ্রবিন্দু ধর্মা এলাকা দিয়ে সমস্ত কর্মী-সমর্থকদের বাস একে একে কলকাতার উদ্দেশে রওনা দেয় । এই বাসে কর্মী-সমর্থকরা বিজেপির পতাকা লাগিয়ে স্লোগান দিতে দিতে কলকাতায় আসন । এ দিন সকাল সকাল কেশপুর, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা-সহ বিভিন্ন প্রান্তের মানুষজন ব্রিগেডে রওনা দেন ।

আরও পড়ুন: আজ মোদির ব্রিগেডে নক্ষত্র সমাবেশের দিকে তাকিয়ে জনতা

বিজেপির জেলা সভাপতি তথা মেদিনীপুরের প্রার্থী সমিতকুমার দাস বলেন, ''জঙ্গলমহল এলাকা থেকে প্রায় সাড়ে তিনশোর উপর বাস যাবে এই ব্রিগেডে । আমরা আশা করছি জেলা থেকে প্রায় 50 হাজারের উপরে মানুষ এই ব্রিগেডে যাবেন মোদির ভাষণ শুনতে ।''

Last Updated : Mar 7, 2021, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.