খড়্গপুর, 18 মে : জঙ্গলমহল, বিশেষত শিল্পশহর খড়্গপুরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর সফরে গিয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ খড়্গপুর-সহ পশ্চিম মেদিনীপুরের অন্য জায়গাগুলিতেও 'সশস্ত্র দুষ্কৃতী'দের উপস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন তিনি ৷ প্রসঙ্গত উল্লেখ্য মেদিনীপুরের সাংসদ বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ তিনি সর্বভারতীয় সহ-সভাপতিও (WB CM Mamata Banerjee asked to tighten security in Kharagpur Paschim Medinipur) ৷
রাজ্যে নানাবিধ হিংসাত্মক কাজকর্মের জন্য মুখ্যমন্ত্রী প্রতিবেশী রাজ্যগুলিকে দায়ী করেন ৷ তিনি জানান, প্রতিবেশী বিহার এবং ঝাড়খণ্ড রাজ্য থেকে ট্রেনে অস্ত্রপাচার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে ৷ এ নিয়ে রেল পুলিশ বা জিআরপি-র ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তৃণমূল নেত্রী ৷
আরও পড়ুন : Mamata Banerjee : ‘আমি নই, আমরা’, তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের বার্তা মমতার
এখানে প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, "আমি ডিজিপিকে (মনোজ মালব্য) খড়্গপুরজুড়ে এবং অন্য জায়গাগুলিতেও সিসিটিভি লাগানোর কথা জানাব ৷ আসলে খড়্গপুর একটা খুব স্পর্শকাতর জায়গা ৷ প্রতিবেশী রাজ্যগুলির বেআইনি অস্ত্র তৈরির কারখানা থেকে অস্ত্র কেনা হচ্ছে ৷ পরে তা কিনে দুষ্কৃতীরা রাজ্যে আসছে ৷ সম্প্রতি এই ধরনের ঘটনা হচ্ছে রাজ্যে ৷" তিনি জিআরপির পরীক্ষার উপর ভরসা না রেখে উপস্থিত আধিকারিকদের আরও বেশি সচেতন হতে বলেন ৷ ট্রেনগুলির দিকে নজর রাখতে বলেন ৷
এদিন মুখ্যমন্ত্রী বেআইনি ভাবে গাছ কাটা এবং তা বেচে দেওয়ার বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেন ৷ ইতিমধ্যে উত্তরবঙ্গে জেলাগুলিতে ডেঙ্গির প্রকোপ বেড়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আধিকারিকদের সেই সব জায়গায় বিশেষজ্ঞ দল পাঠাতে এবং মশারি সরবরাহ করতে বলেন ৷