বেলদা, 16 মার্চ : রাজ্যে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির সমর্থনে তিনি সভা করবেন আজই । চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি । ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে দলের কর্মী-সমর্থকরা আসা শুরু করেছেন ৷
ইতিমধ্যে সভামঞ্চের প্রস্তুতির কাজ শেষ করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি গোটা এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে দলীয় পতাকা দিয়ে । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী । এই সভামঞ্চ থেকে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি কি বার্তা দেন সেটাই দেখার ৷ যদিও তাঁর সভার আগেই "যোগী আদিত্যনাথ বাংলা থেকে দূর হটো" বলে স্লোগান দিয়ে পোস্টার দিয়েছে ডিএসও ৷ পোস্টারে লেখা রয়েছে, "খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের শীর্ষে থাকা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হটো ।"
পশ্চিম মেদিনীপুরের এই এলাকা বর্তমানে বিজেপির প্রভাব বেশি। তবে একুশের নির্বাচনে প্রার্থীকে জেতাতে জনগণ কতটা সমর্থন করে সেটাই দেখার ।