চন্দ্রকোনা, 2 ফেব্রুয়ারি: কার্যালয়ে বসে টাকা নিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি ! সেই ভিডিয়ো ফাঁস হয়ে গেল সোশাল মিডিয়ায় (Viral Video of TMC Leader) ৷ সবথেকে বড় কথা, ভিডিয়োটি যে পেজ থেকে ফেসবুকে পোস্ট করা হয়, সেটি নাকি তৃণমূল কংগ্রেসেরই কোনও এক স্থানীয় নেতা পরিচালনা করেন ! ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ৷ আর যাঁর ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে, তিনি হলেন চন্দ্রকোনা-2 পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ ৷ যদিও তাঁর পালটা দাবি, পুরোটাই চক্রান্ত ! আর সেই চক্রান্ত করেছেন দলেরই কিছু নেতা ও কর্মী ! ইটিভি ভারত অবশ্য এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷
'বাংলার যুবরাজ অভিষেক' নামে নাকি একটি ফেসবুক পেজ রয়েছে ৷ সেই পেজেই সংশ্লিষ্ট ভিডিয়োটি প্রথম আপলোড করা হয় বলে অভিযোগ ৷ সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ তাঁর চেয়ারে বসে রয়েছেন ৷ তাঁর উলটোদিকের চেয়ারে বসে রয়েছেন এক ব্যক্তি ৷ তিনি কে, সেটা অবশ্য বোঝা যাচ্ছে না ৷ সেই ব্যক্তির সামনে রয়েছে 500 টাকার নোটের বান্ডিল ৷ সেই বান্ডিল থেকে বেশ কিছু নোট হীরালাল ঘোষের হাতে তুলে দেন ওই ব্যক্তি ৷ হীরালাল সেই টাকা নিয়েও নেন ৷
আরও পড়ুন: এসডিপিও '2 টাকার চাকর' ! বিধায়কের বচনে বাড়ছে বিতর্ক
এই ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে হীরালাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই ধরনের খবর যখন আমার গোচরে আসে, আমিও হতবাক হয়ে যাই ৷ এটি আদতে একটি এডিট করা ভিডিয়ো ৷ আমার নামে কুৎসা ছড়াতেই এসব করা হয়েছে ৷ এই ভিডিয়োটি আমিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছি এবং নিজের বক্তব্য পেশ করেছি ৷ আমি আইনি পথে এই বিরুদ্ধে লড়াই করব ৷" এরপরই হীরালাল এমন কিছু মন্তব্য করেন, যা শুনে মনে হতেই পারে চন্দ্রকোনায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে ৷
হীরালাল বলেন, "চন্দ্রকোনায় দিদির দূতের নাম করে কিছু ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তারা আমার বিরুদ্ধে যত রকমের কুৎসা, অপপ্রচার করা সম্ভব, করে যাচ্ছে ৷ আসলে এই জন্যই তাদের কাজে লাগানো হচ্ছে ৷ আদৌ এরা দিদির দূত নয় ৷ দলের কোনও কাজ করে না ৷ দলে এদের কোনও অবদান নেই ৷ ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে এসব করে বেড়াচ্ছে ৷" এই প্রসঙ্গে নির্দিষ্টভাবে এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন হীরালাল ৷
স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে দলের চন্দ্রকোনা-2 ব্লকের সভাপতি প্রসূন ঘোষ বলেন, "শৃঙ্খলারক্ষা কমিটি বিষয়টি দেখছে ৷ কী ঘটেছে, তা খতিয়ে দেখে দলই উপযুক্ত ব্যবস্থা নেবে ৷" তবে, হীরালাল যে চক্রান্তের অভিযোগ তুলেছেন, তা নিয়ে একটি শব্দও খরচ করতে রাজি হননি প্রসূন ৷
অন্যদিকে, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুদীপ কুশারি এই প্রসঙ্গে বলেন, "তৃণমূলেরই একটি পেজ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষের টাকা নেওয়ার ভিডিয়ো ভাইরাল করা হয়েছে ৷ আমরাও সেই ভিডিয়ো দেখেছি ৷ আমাদের মনে হয়, এই ঘটনা সত্য ৷"