শালবনি, 31 অগস্ট: গাছে রাখি পরিয়ে অরণ্যরক্ষার বার্তা জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুরের শালবনির গোদামৌলি গ্রামবাসীদের। মূলত এক গ্রামীণ চিকিৎসকের সচেতনতা বার্তা সেইসঙ্গে গ্রামবাসী ও ক্লাব সদস্যদের উদ্যোগেই গাছের দীর্ঘায়ু কামনায় গাছে রাখি পড়ানো হল বৃহস্পতিবার। এরই সঙ্গে কচিকাচারা গাছের গায়ে কাগজ প্ল্যাকার্ড ঝুলিয়ে দিল যাতে গাছ কেটে না ফেলা হয় এবং আগুন না ধরিয়ে দেওয়া হয় সেই বার্তা দিতে। অরণ্য রক্ষার্থে এবার গ্রামবাসীদের পাশাপাশি এগিয়ে এলেন গ্রামের চিকিৎসক এবং ক্লাব সদস্যরা।
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত গোদামৌলি গ্রামে রাখি উৎসবকে সামনে রেখে অভিনব পদ্ধতিতে অরণ্যরক্ষার্থে বিশেষ সামাজিক বার্তা দিল গ্রামবাসীরা। গ্রামের চিকিৎসক হারাধন দুয়ারী এবং স্থানীয় গোদামৌলি নেতাজি ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে অরণ্যরক্ষার্থে বৃক্ষে রাখি বাঁধলেন । এদিন গ্রামের কচিকাচারা রাখি বাঁধে প্রতিটি গাছে । তাছাড়াও অরণ্যরক্ষার্থে শতাধিক প্ল্যাকার্ড বাঁধেন গ্রামবাসীরা । বর্তমানে বনগুলি একদমই সুরক্ষিত নেই বলে গ্রামবাসীদের মতামত । হামেশাই অরণ্যে আগুন লাগিয়ে দেওয়ার মত চাঞ্চল্যকর ঘটনা ঘটে থাকে । চলতি বছর মার্চ মাসে মুড়াকাটা সংলগ্ন জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটে ৷ যা টানা দু'দিন ধরে চলতে থাকে ।
বনদফতরের পক্ষ থেকে অরণ্যকে সুরক্ষিত রাখার আবেদন করা হলেও আখেরে তেমনটা ঘটেনি । অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের জঙ্গল লাগোয়া এলাকাগুলির পাশাপাশি জঙ্গলেও ঘোরাফেরা করছে একাধিক হাতির পাল । এমতাবস্থায় জঙ্গলে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় তাহলে গাছের পাশাপাশি বন্যপ্রাণীরাও প্রাণ হারাবে । সার্বিকভাবে অরণ্য এবং বন্যপ্রাণীদের প্রাণ রক্ষার লক্ষ্যেই রাখি উৎসবে এই উদ্যোগ নিলেন গোদামৌলি গ্রামের বাসিন্দারা ।
এই বিষয়ে গ্রামীণ চিকিৎসক হারাধন দুয়ারী বলেন,"গাছ আমাদের ভাইয়ের মতো । তাই তাদের রক্ষা করা দরকার । কারণ প্রতিদিন যেভাবে একদল লুটেরাদের হাতে এই গাছ কাটার কাজ চলছে এবং গাছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তাতে আগামী প্রজন্ম অক্সিজেনই হয়তো পাবে না । তাই আজকে এই বিশেষ দিনে আমরা গাছকে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং গ্রামের ভাইবোনকে দিয়ে তাদের রাখি বাঁধিয়েছি । যাতে তাদের রক্ষা করা যায় এবং আগামী দিনে যাতে এই গাছ নষ্টের হাত থেকে বাঁচানো যায় ।"
অন্যদিকে ক্লাবের তরফে সুদীপ মাহাতো বলেন, "গাছ হল আমাদের প্রাণ । কিন্তু কিছু মানুষ এখনও অসচেতনভাবেই সেই ছোট ছোট চারা গাছ কেটে ফেলছে । বনে জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে । তাই তাদের বাঁচাতে রাখি বেঁধে দিলাম আমরা একত্রিত হয়ে ।"
আরও পড়ুন : পরিবেশবান্ধব রাখি বানিয়ে গাছ বাঁচানোর বার্তা প্রাথমিক স্কুলের কচিকাঁচাদের