মেদিনীপুর,14 এপ্রিল : কোরোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই । প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেকেই অনুদান দিয়েছেন । এবার সেই তহবিলে অনুদান দিল বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ও । অনুদান দেওয়ার জন্য স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা মিলে একটি তহবিল গঠন করেন । সেখানে সাধ্যমতো সবাই টাকা দিয়েছেন । জমা পড়ে মোট 1 লাখ 12 হাজার 501 টাকা । আর সেই টাকা তুলে দেওয়া হয় সদর মহকুমাশাসকের হাতে ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সমাজের কাজে এলে খুশি হব ।" মেদিনীপুর সদরের মহকুমাশাসক দীন নারায়ণ ঘোষের হাতে চেক তুলে দেওয়া হয় । শিক্ষিকা, শিক্ষাকর্মী ও পড়ুয়াদের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়েছেন স্কুল পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি আইনজীবী ইন্দুভূষণ দাসও । এছাড়াও সাহায্য করেছেন বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদ সহ স্কুলের প্রাক্তন শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের একাংশ । সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দুই প্রাক্তন সহ প্রধান শিক্ষিকা শোভা ঘোষ ও নন্দিতা দাস মহাপাত্র, প্রাক্তন শিক্ষিকা গৌরী প্রতিহার, প্রীতিকণা মণ্ডল, মায়া ঘোষ, প্রতিমা মিত্র, দীপালি ভূঞ্জা, কল্যাণী দাস এবং প্রাক্তন শিক্ষাকর্মী তরুণ দাস সহ অন্যরা ।
স্বাতী বন্দ্যোপাধ্যায় বলেন, "বিদ্যালয় সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ । আজ সমাজের সার্বিক বিপদের দিনে আমরা আমাদের সাধ্যমতো সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম মাত্র l আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সমাজের কাজে এলে খুশি হব ।" পাশাপাশি তিনি বিদ্যালয়ের সভাপতি, সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এই উদ্যোগে পাশে থাকার জন্য ।