ETV Bharat / state

Modak in Ganesh Puja: গন্ধরাজ-স্ট্রবেরি-সহ রকমারি মোদকে নজরকাড়া মেদিনীপুরের গণেশ পুজো - মোদক

গণেশ পুজোয় (Ganesh Chaturthi 2022) তৈরি হচ্ছে রকমারি মোদক (Modak in Ganesh Puja)৷ পশ্চিম মেদিনীপুরে গন্ধরাজ, চকোলেট, স্ট্রবেরি-সহ নানা স্বাদে 10 রকমের মোদক বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মিষ্টি বিক্রেতারা ৷

variety-of-modak-is-main-attraction-in-midnapore-ganesh-puja
গন্ধরাজ-স্ট্রবেরি-সহ রকমারি মোদকে নজরকাড়া মেদিনীপুরের গণেশ পুজো
author img

By

Published : Aug 31, 2022, 6:03 PM IST

মেদিনীপুর, 31 অগস্ট: দেশের পাশাপাশি রাজ্যজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022)৷ আর এই বিশেষ দিনে গণপতির প্রসাদ লাড্ডু ও মোদক বিক্রির বাজার তুঙ্গে ৷ বিক্রি বাড়াতে পশ্চিম মেদিনীপুরে (West Midnapore news) মোদকের স্বাদে ভ্যারাইটি এনেছে মিষ্টির দোকানগুলি ৷

সেখানে 10 রকমের মোদক তৈরি করা হয়েছে ৷ বৈচিত্র্য আনতে বনানো হয়েছে ভিন্ন স্বাদের মোদক গন্ধরাজ । তাছাড়াও রয়েছে ম্যাংগো, চকোলেট, স্ট্রবেরি-সহ নানা ফ্লেভারের মোদক (Modak in Ganesh Puja)৷ রয়েছে ভ্যানিলা ও স্ট্রবেরি দরবেশও ৷ স্বাভাবিক ভাবেই গণপতির প্রসাদে এত বৈচিত্র্য পেয়ে খুশি ক্রেতারা ৷ বেড়েছে বিক্রি ৷

variety-of-modak-is-main-attraction-in-midnapore-ganesh-puja
মোদক তৈরি হচ্ছে দোকানে

মিষ্টির দোকানের মালিকও স্বীকার করে নিলেন সে কথা ৷ তিনি জানালেন, আগে গণেশ পুজোর এত চল ছিল না ৷ তাই গণেশ চতুর্থীতে এই পরিমাণ বিক্রিবাটা হত না ৷ তবে এখন পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে গণেশ পুজো অনেক বেশি হওয়ায় বিক্রিও বেড়েছে ৷ সেই কারণে তাঁরাও বেজায় খুশি ৷ চাহিদার সঙ্গে পাল্লা দিতে অনেক বেশি পরিমাণে লাড্ডু ও মোদক তৈরি রাখা হয়েছে ৷ বানানো হয়েছে কেজি কেজি লাড্ডু ৷ রকমারি ভিন্ন স্বাদের প্রসাদের থালা সাজিয়ে গণপতিকে তুষ্ট করতে ব্যস্ত সবাই ৷

রকমারি মোদকে নজরকাড়া গণেশ পুজো

আরও পড়ুন: গণেশ চতুর্থীর নৈবেদ্য সাজান বিনায়কের প্রিয় রকমারি মোদকে

করোনাকালে ব্যবসা মন্দা ছিল সবকিছুরই ৷ উৎসবের দিনেও মাছি তাড়াতে হয়েছে দোকানমালিকদের ৷ তবে সেই রেশ কাটিয়ে আবারও জমজমাট বাংলার পুজো-পার্বণ ৷ আর তাকে ঘিরেই ফের সুদিনের মুখ দেখার আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা ৷

মেদিনীপুর, 31 অগস্ট: দেশের পাশাপাশি রাজ্যজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022)৷ আর এই বিশেষ দিনে গণপতির প্রসাদ লাড্ডু ও মোদক বিক্রির বাজার তুঙ্গে ৷ বিক্রি বাড়াতে পশ্চিম মেদিনীপুরে (West Midnapore news) মোদকের স্বাদে ভ্যারাইটি এনেছে মিষ্টির দোকানগুলি ৷

সেখানে 10 রকমের মোদক তৈরি করা হয়েছে ৷ বৈচিত্র্য আনতে বনানো হয়েছে ভিন্ন স্বাদের মোদক গন্ধরাজ । তাছাড়াও রয়েছে ম্যাংগো, চকোলেট, স্ট্রবেরি-সহ নানা ফ্লেভারের মোদক (Modak in Ganesh Puja)৷ রয়েছে ভ্যানিলা ও স্ট্রবেরি দরবেশও ৷ স্বাভাবিক ভাবেই গণপতির প্রসাদে এত বৈচিত্র্য পেয়ে খুশি ক্রেতারা ৷ বেড়েছে বিক্রি ৷

variety-of-modak-is-main-attraction-in-midnapore-ganesh-puja
মোদক তৈরি হচ্ছে দোকানে

মিষ্টির দোকানের মালিকও স্বীকার করে নিলেন সে কথা ৷ তিনি জানালেন, আগে গণেশ পুজোর এত চল ছিল না ৷ তাই গণেশ চতুর্থীতে এই পরিমাণ বিক্রিবাটা হত না ৷ তবে এখন পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে গণেশ পুজো অনেক বেশি হওয়ায় বিক্রিও বেড়েছে ৷ সেই কারণে তাঁরাও বেজায় খুশি ৷ চাহিদার সঙ্গে পাল্লা দিতে অনেক বেশি পরিমাণে লাড্ডু ও মোদক তৈরি রাখা হয়েছে ৷ বানানো হয়েছে কেজি কেজি লাড্ডু ৷ রকমারি ভিন্ন স্বাদের প্রসাদের থালা সাজিয়ে গণপতিকে তুষ্ট করতে ব্যস্ত সবাই ৷

রকমারি মোদকে নজরকাড়া গণেশ পুজো

আরও পড়ুন: গণেশ চতুর্থীর নৈবেদ্য সাজান বিনায়কের প্রিয় রকমারি মোদকে

করোনাকালে ব্যবসা মন্দা ছিল সবকিছুরই ৷ উৎসবের দিনেও মাছি তাড়াতে হয়েছে দোকানমালিকদের ৷ তবে সেই রেশ কাটিয়ে আবারও জমজমাট বাংলার পুজো-পার্বণ ৷ আর তাকে ঘিরেই ফের সুদিনের মুখ দেখার আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.