ETV Bharat / state

Madhyamik 2023: মাধ্যমিকে নম্বর কম পেয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর ! পাশে থাকতে হাসপাতালে এলেন বিডিও - মাধ্য়মিক রেজাল্ট 2023

যতটা নম্বর পাবে ভেবেছিল তার চেয়েও অনেক কম নম্বর পাওয়ায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল এক ছাত্রী ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : May 21, 2023, 10:57 PM IST

চন্দ্রকোনা, 21 মে: মাধ্যমিক পরীক্ষায় নম্বর কম পাওয়া মানসিক অবসাদে ভুগছিল এক ছাত্রী । তারপরই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে ৷ এমনটাই দাবি পরিবারের । তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভর্তি করে হাসপাতালে । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই ছাত্রী । রবিবার ছাত্রী ও তার পরিবারের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান চন্দ্রকোনার বিডিও ।

এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার । শুক্রবার বেরিয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল । আর সেই পরীক্ষায় আশাতীত নম্বর পায়নি এই ছাত্রী । মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আসার পর দেখে সে যতটা নম্বর পাবে ভেবেছিল তার থেকে অনেক কম নম্বর পেয়েছে । হাতে রেজাল্ট পাওয়ার পরই তার তৈরি হয় মানসিক অবসাদ । এরপরই সে নিজেকে একা করে নেয় এবং ঘরবন্দি থাকা অবস্থায় সিদ্ধান্ত নেয় মরে যাওয়ার । এরপরই শনিবার রাতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ।

পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করে । যদিও চিকিৎসকের তত্ত্বাবধানে স্থিতিশীল হয় তার অবস্থা । ছাত্রীর এহেন কাণ্ডের খবর পেয়েই চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী ছাত্রী ও তার পরিবারের সঙ্গে দেখা করে ছুটে আসেন হাসপাতালে । যদিও হাসপাতাল সূত্রে খবর, পর্যবেক্ষণে রাখা হয়েছে ছাত্রীকে । বর্তমানে তার শারিরীক অবস্থা স্থিতিশীল ।

ছাত্রীর বাবার কথায়,"আমার মেয়ে ভালোই পড়াশোনা করত । আশা করেছিল মাধ্যমিকেও ভালো রেজাল্ট করবে কিন্তু তার নম্বর কম হওয়ায় সে রেজাল্ট পাওয়ার পরই ভেঙে পড়ে এবং ঘরবন্দি হয়ে পড়ে । বারবার আমাকে বলেছে চলো স্কুলে গিয়ে স্যারেদের সঙ্গে কথা বলি এবং স্ক্রুটিনির জন্য আবেদন করি । কিন্তু আমরা বলেছিলাম একটু ধৈর্য ধরতে, সোমবার স্কুল খুললে তারপরেই গিয়ে স্যারদের সঙ্গে কথা বলব । কিন্তু তারপরে এই ঘটনা ঘটায় । এখন স্থিতিশীল রয়েছে ।"

যদিও এই ঘটনা অভিপ্রেত নয় । তবে প্রশাসনের লোকজন গিয়ে আশ্বস্ত করেছেন ছাত্রীকে এবং পাশে থেকে সামনে এগিয়ে চলার বার্তা দিয়েছেন ।

আরও পড়ুন : মেধাতালিকার প্রথম দশে পুরুলিয়ার একই স্কুলের 6 পড়ুয়া

চন্দ্রকোনা, 21 মে: মাধ্যমিক পরীক্ষায় নম্বর কম পাওয়া মানসিক অবসাদে ভুগছিল এক ছাত্রী । তারপরই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে ৷ এমনটাই দাবি পরিবারের । তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভর্তি করে হাসপাতালে । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই ছাত্রী । রবিবার ছাত্রী ও তার পরিবারের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান চন্দ্রকোনার বিডিও ।

এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার । শুক্রবার বেরিয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল । আর সেই পরীক্ষায় আশাতীত নম্বর পায়নি এই ছাত্রী । মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আসার পর দেখে সে যতটা নম্বর পাবে ভেবেছিল তার থেকে অনেক কম নম্বর পেয়েছে । হাতে রেজাল্ট পাওয়ার পরই তার তৈরি হয় মানসিক অবসাদ । এরপরই সে নিজেকে একা করে নেয় এবং ঘরবন্দি থাকা অবস্থায় সিদ্ধান্ত নেয় মরে যাওয়ার । এরপরই শনিবার রাতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ।

পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করে । যদিও চিকিৎসকের তত্ত্বাবধানে স্থিতিশীল হয় তার অবস্থা । ছাত্রীর এহেন কাণ্ডের খবর পেয়েই চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী ছাত্রী ও তার পরিবারের সঙ্গে দেখা করে ছুটে আসেন হাসপাতালে । যদিও হাসপাতাল সূত্রে খবর, পর্যবেক্ষণে রাখা হয়েছে ছাত্রীকে । বর্তমানে তার শারিরীক অবস্থা স্থিতিশীল ।

ছাত্রীর বাবার কথায়,"আমার মেয়ে ভালোই পড়াশোনা করত । আশা করেছিল মাধ্যমিকেও ভালো রেজাল্ট করবে কিন্তু তার নম্বর কম হওয়ায় সে রেজাল্ট পাওয়ার পরই ভেঙে পড়ে এবং ঘরবন্দি হয়ে পড়ে । বারবার আমাকে বলেছে চলো স্কুলে গিয়ে স্যারেদের সঙ্গে কথা বলি এবং স্ক্রুটিনির জন্য আবেদন করি । কিন্তু আমরা বলেছিলাম একটু ধৈর্য ধরতে, সোমবার স্কুল খুললে তারপরেই গিয়ে স্যারদের সঙ্গে কথা বলব । কিন্তু তারপরে এই ঘটনা ঘটায় । এখন স্থিতিশীল রয়েছে ।"

যদিও এই ঘটনা অভিপ্রেত নয় । তবে প্রশাসনের লোকজন গিয়ে আশ্বস্ত করেছেন ছাত্রীকে এবং পাশে থেকে সামনে এগিয়ে চলার বার্তা দিয়েছেন ।

আরও পড়ুন : মেধাতালিকার প্রথম দশে পুরুলিয়ার একই স্কুলের 6 পড়ুয়া

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.