দাসপুর, ১৬ মার্চ : একটি টোটোকে বাঁচাতে গিয়ে কনেযাত্রী বোঝাই ভলভো বাস উলটে গেল পুকুরে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দু'জন। গতরাতে দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খুকুড়দহ জানাপাড়ার ঘাটাল মেছোগ্রাম রাজ্য সড়কের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসে প্রায় ৬০ থেকে ৭০ জন ছিল। তাদের মধ্যে শিশু, মহিলা ও পুরুষ মিলে ৩০ জনকে উদ্ধার করে পুলিশ। পূর্ব মেদিনীপুরের দেউলিয়ার যোগেন মণ্ডলের মেয়ের বিয়ে উপলক্ষ্যে কনেযাত্রী বোঝাই বাসটি আরামবাগে যাচ্ছিল। বাসটি জানাপাড়ার কাছে এলে উলটোদিক থেকে এসে পড়ে একটি ম্যাটাডোর। ঘটনাক্রমে বাস ও ম্যাটাডোরের মাঝে একটি টোটো চলে আসে। টোটোকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। উলটোদিকের ম্যাটাডোরটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোকে ধাক্কা মারে।
প্রথমে বাসে থাকা যাত্রীরা অনেকে সাঁতরে ডাঙায় আসে। খবর পেয়ে ঘটনাস্থানে দাসপুর থানার পুলিশ পৌঁছায় ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করে। বাসটি তুলতে পড়ে ক্রেন ব্যবহার করা হয়। এলাকার মানুষ ও পুলিশ আহতদের ঘাটাল, দাসপুর ও পাঁশকুড়ার হাসপাতালে পাঠায়।