বেলদা , 9 এপ্রিল : লকডাউনের সময় রাস্তায় ঘোরাফেরা করছে জোড়া ময়ূর ৷ এরকমই খবর পেয়ে বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির অন্তর্গত সাউরি গ্রামের রাস্তা থেকে ময়ূর উদ্ধার করল বনদপ্তর ৷ জানা গেছে , বিরল প্রজাতির দুটি ময়ূরকে দপ্তরে এনে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ছেড়ে দেওয়া হবে ঝাড়গ্রামের চিড়িয়াখানায় ৷ তবে এই ময়ূর কীভাবে এল , কেউ পুষেছিল কি না সেই বিষয়েও খোঁজখবর চালাচ্ছে বনদপ্তর ৷
আশপাশে কোনও জঙ্গল নেই ৷ কিন্তু হঠাৎই আজ গ্রামের রাস্তায় দুটি ময়ূর দেখা যায় ৷ গ্রামের একাংশের অভিযোগ , গ্রামের এক CRPF জওয়ান শখ করে ওই বিরল প্রজাতির ময়ূর দুটি পুষেছিল ৷ কোনওভাবে ময়ূরগুলি গ্রামের রাস্তায় বেরিয়ে পড়েছে l
কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কীভাবে আইন ভেঙে বাড়িতে ময়ূর পুষছে তা নিয়ে উঠছে প্রশ্ন l প্রসঙ্গত , গ্রামে বেশ কিছুদিন আগে উদ্ধার হয়েছিল একটি বিরল প্রজাতির দু'মুখো সাপ l এবার আবার দেখা গেল ময়ূর ৷ এবিষয়ে বেলদা বনদপ্তরের আধিকারিক সর্বাণী দাস বলেন , "লকডাউনের সময় পশুপাখিরা নিজেদের খোলামেলা ভেবেই রাস্তায় উঠে আসছে ৷ এরকম বহু জায়গায় ঘটনা ঘটেছে l এটা নতুন নয় l এর আগে এখানে বাঘরোল দেখতে পাওয়া গেছে l তবে আমরা ওই ময়ূর দুটির স্বাস্থ্য পরীক্ষা করে ঝাড়্গ্রাম চিড়িয়াখানার হাতে তুলে দেব l এছাড়াও যদি অন্য কোনও কারণ থেকে থাকে সে বিষয় খতিয়ে দেখব ৷"