ETV Bharat / state

ডেবরায় লরিতে ধাক্কা অ্যাম্বুলেন্সের, মৃত 2 - ambulance hits at debra

ঘুমের ঘোরে চালক । নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা অ্যাম্বুলেন্সের । দুর্ঘটনায় মৃত দুই ও আহত এক ।

অ্যাম্বুলেন্স
author img

By

Published : Aug 28, 2019, 2:56 PM IST

ডেবরা, 28 অগাস্ট : কলকাতায় রোগী নিয়ে যাওয়ার পর ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা দিল অ্যাম্বুলেন্স । দুর্ঘটনায় দুইজন মারা গেছেন । আহত হয়েছেন একজন । দুর্ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ডেবরার । আহত ব্যক্তি বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

স্থানীয় বাসিন্দা রঞ্জন সিং জানান, কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে রোগী ভরতি করে খড়গপুরের দিকে ফিরছিল অ্যাম্বুলেন্সটি । সেই সময় ডেবরার 6 নম্বর জাতীয় সড়কে চণ্ডিবুড়ি মন্দির সংলগ্ন এলাকায় একটি লরি দাঁড়িয়ে ছিল । অ্যাম্বুলেন্সের চালক সম্ভবত ঘুমের ঘোরে ছিল । তাই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিটির পিছনে ধাক্কা মারে ।

দুর্ঘটনায় মারা যায় দুইজন । তাঁদের নাম সৌমিত্র ঘোষ (33) ও সমীর পাত্র (40) । দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে যায় । ডেবরা থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

ডেবরা, 28 অগাস্ট : কলকাতায় রোগী নিয়ে যাওয়ার পর ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা দিল অ্যাম্বুলেন্স । দুর্ঘটনায় দুইজন মারা গেছেন । আহত হয়েছেন একজন । দুর্ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ডেবরার । আহত ব্যক্তি বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

স্থানীয় বাসিন্দা রঞ্জন সিং জানান, কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে রোগী ভরতি করে খড়গপুরের দিকে ফিরছিল অ্যাম্বুলেন্সটি । সেই সময় ডেবরার 6 নম্বর জাতীয় সড়কে চণ্ডিবুড়ি মন্দির সংলগ্ন এলাকায় একটি লরি দাঁড়িয়ে ছিল । অ্যাম্বুলেন্সের চালক সম্ভবত ঘুমের ঘোরে ছিল । তাই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিটির পিছনে ধাক্কা মারে ।

দুর্ঘটনায় মারা যায় দুইজন । তাঁদের নাম সৌমিত্র ঘোষ (33) ও সমীর পাত্র (40) । দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে যায় । ডেবরা থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

Intro:কলকাতায় পেশেন্টকে ভর্তি করে বাড়ি ফেরার পথে ডেবরার কাছে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো দাঁড়িয়ে থাকা লরি কে ,ঘটনাস্থলে মৃত 2 , আহত 1 ,
আহত ব্যাক্তি গুরুতর অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে l Body: কলকাতায় পেশেন্টকে ভর্তি করে বাড়ি ফেরার পথে ডেবরার কাছে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো দাঁড়িয়ে থাকা লরি কে ,ঘটনাস্থলে মৃত 2 , আহত 1 ,
আহত ব্যাক্তি গুরুতর অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে l


পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে পথ দুর্ঘটনায় মৃত ২ আহত ১ জন l রাস্তায় দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে অ্যাম্বুলেন্স টি নিয়ন্ত্রন হারিয়ে l ঘটনা স্থলে এম্বুলেন্স এ থাকা দুজনের মৃত্যু হয়, আহত হয় অ্যাম্বুলেন্স চালক বর্তমানে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিসাধীন l ঘটনা সূত্রে জানা যায় কলকাতা থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি ,ড্রাইভার এর ঘুমের টানে ডেবরার ৬ নং জাতীয় সড়কের চন্ডাবুড়ি মন্দির সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা লরিটিকে সজোরে পেছনে ধাক্কা মারে l ঘটনার পর লরিটি পালিয়ে গেলেও, অ্যাম্বুলেন্সটি ডেবরা থানায় নিয়ে আসা হয় l মৃতের নাম সমীর পাত্র(৪০) ,বাড়ী মেদিনীপুর শহরের অশোকনগর এলাকায় l দ্বিতীয় জনের বাড়ি আনন্দপুর থানা এলাকায় , মৃতদেহ উদ্ধার করে ডেবরা থানায় নিয়ে আসা হয়েছে l মৃতদেহ গুলি ময়না তদন্তে পাঠাবে ডেবরা থানার পুলিশ l স্থানীয় বাসিন্দা রঞ্জন সিং জানান কলকাতা পিয়ারলেস হসপিটাল এ পেশেন্ট কে ভর্তি করে দিয়ে অ্যাম্বুলেন্সটি ফিরছিল মেদিনীপুরের উদ্দেশ্যে পথে বসন্তপুরের মাঝখানে ডেবরায় গাড়ির গতিবেগ বেশি থাকায় সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি লরি কে এবং তাতেই বিপত্তি ঘটে ,ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের ,একজন আহত l Conclusion:কলকাতায় পেশেন্টকে ভর্তি করে বাড়ি ফেরার পথে ডেবরার কাছে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো দাঁড়িয়ে থাকা লরি কে ,ঘটনাস্থলে মৃত 2 , আহত 1 ,
আহত ব্যাক্তি গুরুতর অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.