খড়গপুর, 30 অগস্ট: আইআইটি খড়গপুরের বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান পরিবর্তন করা হল । ডক্টর রাজেন্দ্র প্রসাদের স্থলাভিষিক্ত হলেন টাটা স্টিলের সিইও টিভি নরেন্দ্রন । তিনি দায়িত্ব নেওয়ার পর, আগামী দিনে খড়গপুর আইআইটি-র কারিগরি ও প্রযুক্তি বিদ্যার উন্নতি হবে বলে আশাবাদী অধিকর্তা ।
এই বিষয়ে খড়গপুর আইআইটি-র অধিকর্তা অধ্যাপক ভিকে তিওয়ারি বলেন, "আমরা আইআইটি খড়গপুরের বোর্ড অফ গভর্নরসের চেয়ারপার্সন পদে টিভি নরেন্দ্রনকে স্বাগত জানিয়েছি । আমরা অত্যন্ত আশাবাদী যে, কারিগরি এবং প্রযুক্তিবিদ্যায় দক্ষ একজন মানুষ আগামীতে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং গঠনমূলক ধারণা বৃদ্ধিতে সচেষ্ট হবে ।"
খড়্গপুর আইআইটি-র বোর্ড অফ গভর্নরসের নতুন চেয়ারম্যানের পদে এলেন টিভি নরেন্দ্রন । তিনি টাটা স্টিল লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত । সম্প্রতি আইআইটি খড়গপুরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে । এই দায়িত্বে এতদিন ছিলেন ড. রাজেন্দ্র প্রসাদ সিং ৷
উল্লেখ্য, থাচাট বিশ্বনাথ নরেন্দ্রণ ত্রিচির ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা থেকে এমবিএ পাশ করেছেন । এরপর তিনি টাটা স্টিল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে যোগ দেন । এরই সঙ্গে তিনি টাটা স্টিল ইউরোপ এবং টাটা স্টিল লং প্রোডাক্টস লিমিটেডেরও চেয়ারম্যান হন ।
আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং, কৃষি ও বনবিদ্যায় দেশের মধ্যে শীর্ষে খড়গপুর আইআইটি
এছাড়াও মাইনিং এবং মেটালস ইন্ডাস্ট্রিতে তাঁর প্রায় 34 বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে । নরেন্দ্রন ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন বোর্ড এবং এক্সিকিউটিভ কমিটিরও সদস্য । পাশাপাশি 2016 থেকে 2018 পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মাইনিং অ্যান্ড মেটালস গভর্নর কাউন্সিলের সহ-সভাপতি পদে নিযুক্ত ছিলেন । এ বার আইআইটি খড়্গপুরের বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যানের মতো গৌরবজনক পদে যোগ দিলেন নরেন্দ্রন ।