ETV Bharat / state

Shootout at Kharagpur: জাতীয় সড়কে শুট আউট ! আহত ট্রাক চালক ও খালাসি - আহত ট্রাক চালক ও খালাসি

জাতীয় সড়কে চালক ও খালাসিকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের (Shootout at Kharagpur) ৷ গুলি গিয়ে লাগে খালাসির মাথায় ৷ আশঙ্কাজনক অবস্থায় ট্রাকের খালাসিকে ভর্তি করা হয় হাসপাতালে ৷ বর্তমানে অস্ত্রপচারের পর তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন ৷

Shootout at Kharagpur
Shootout at Kharagpur
author img

By

Published : Nov 25, 2022, 9:29 PM IST

খড়গপুর, 25 নভেম্বর: জাতীয় সড়কের ওপরে একটি ট্রাকের চালক ও খালাসিকে লক্ষ্য করে দু-তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা (Shootout at Kharagpur) । খড়গপুর গ্রামীণ সংলগ্ন জকপুর এলাকায় 60 নম্বর জাতীয় সড়কের উপর বৃহস্পতিবার গভীর রাতে ঘটেছে ঘটনাটি । ছিনতাই করতে এসে বাধা পেয়েই শুট আউট করা হয় বলে জানা গিয়েছে ।

ঘটনায় নাজমুল সাকিল নামে ট্রাকের খালাসির মাথায় গুলি লাগে । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল এবং পরে কলকাতার পিজি হাসপাতালে পাঠানো হয়েছে । ট্রাক চালকের হফিজুল হককে মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । চালকের শরীর ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ায় আঘাত অপেক্ষাকৃত কম গুরুতর (Truck driver and helper injured) ।

চালক এবং খালাসি জাতীয় সড়কের উপর ট্রাক দাঁড় করিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন । সেই সময়ই দু'জন দুষ্কৃতী মোটরবাইক করে এসে তাঁদের টাকা-পয়সা ছিনতাই করার চেষ্টা করে । বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা । দু'তিন রাউন্ড গুলি চলে বলে জানা গিয়েছে । ট্রাকের খালাসিকে খুব কাছ থেকে গুলি চালানোয় তাঁর মাথায় সরাসরি গিয়ে লাগে । আশঙ্কাজনক অবস্থায় নাজমুল সাকিল নামে বছর 35'র ওই খালাসিকে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । মেদিনীপুর মেডিক্যালে তাঁর মাথায় প্রাথমিক অস্ত্রপচার হয় । তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শুক্রবার ভোরেই কলকাতায় পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । নাজমুলের বাড়ি কেশপুর থানার মুগবসান এলাকায় ।

আরও পড়ুন: নাবালিকা বিয়ে আটকাল পুলিশ, গ্রেফতার পাত্র-সহ 4

অন্যদিকে চালক হফিজুল হককে মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ শুক্রবার সকালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে ।

খড়গপুর, 25 নভেম্বর: জাতীয় সড়কের ওপরে একটি ট্রাকের চালক ও খালাসিকে লক্ষ্য করে দু-তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা (Shootout at Kharagpur) । খড়গপুর গ্রামীণ সংলগ্ন জকপুর এলাকায় 60 নম্বর জাতীয় সড়কের উপর বৃহস্পতিবার গভীর রাতে ঘটেছে ঘটনাটি । ছিনতাই করতে এসে বাধা পেয়েই শুট আউট করা হয় বলে জানা গিয়েছে ।

ঘটনায় নাজমুল সাকিল নামে ট্রাকের খালাসির মাথায় গুলি লাগে । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল এবং পরে কলকাতার পিজি হাসপাতালে পাঠানো হয়েছে । ট্রাক চালকের হফিজুল হককে মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । চালকের শরীর ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ায় আঘাত অপেক্ষাকৃত কম গুরুতর (Truck driver and helper injured) ।

চালক এবং খালাসি জাতীয় সড়কের উপর ট্রাক দাঁড় করিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন । সেই সময়ই দু'জন দুষ্কৃতী মোটরবাইক করে এসে তাঁদের টাকা-পয়সা ছিনতাই করার চেষ্টা করে । বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা । দু'তিন রাউন্ড গুলি চলে বলে জানা গিয়েছে । ট্রাকের খালাসিকে খুব কাছ থেকে গুলি চালানোয় তাঁর মাথায় সরাসরি গিয়ে লাগে । আশঙ্কাজনক অবস্থায় নাজমুল সাকিল নামে বছর 35'র ওই খালাসিকে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । মেদিনীপুর মেডিক্যালে তাঁর মাথায় প্রাথমিক অস্ত্রপচার হয় । তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শুক্রবার ভোরেই কলকাতায় পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । নাজমুলের বাড়ি কেশপুর থানার মুগবসান এলাকায় ।

আরও পড়ুন: নাবালিকা বিয়ে আটকাল পুলিশ, গ্রেফতার পাত্র-সহ 4

অন্যদিকে চালক হফিজুল হককে মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ শুক্রবার সকালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.